নিজস্ব প্রতিবেদক : উপহার হিসেবে পাওয়া ভারতের করোনার টিকাগুলো কাভার্ড ভ্যানে করে তেজগাঁওয়ে ইপিআই স্টোরে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট থেকে টিকাবাহী দু’টি কাভার্ড ভ্যান নিয়ে পুলিশের স্কট টিম ইপিআই স্টোরের দিকে রওনা দেয়। দুপুর ১টার দিকে ইপিআই স্টোরে পৌঁছে যায় টিকাবাহী গাড়িগুলো।
টিকাগুলো মুম্বাই থেকে নিয়ে এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটটি বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
দুপুর দেড়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে আনুষ্ঠানিকভাবে করোনার টিকাগুলো হস্তান্তর করবেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাই স্বামী।
সান নিউজ/বিএস
Newsletter
Subscribe to our newsletter and stay updated.