বিনোদন

অনন্ত জলিলের বিরুদ্ধে হুমকি

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত নায়ক-প্রযোজক অনন্ত জলিলের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন ‘দিন দ্য ডে’ সিনেমার পরিচালক-প্রযোজক মুর্তজা আতাশ জমজম।

আরও পড়ুন: ‘ব্যানানা রিপাবলিকে’ রূপ নিচ্ছে পাকিস্তান

বৃহস্পতিবার (১৮ আগস্ট) ইনস্টাগ্রাম পোস্টে এই হুমকি দেন ইরানি এ পরিচালক। তার অভিযোগ, ‘দিন দ্য ডে’ সিনেমা নিয়ে যে চুক্তি হয়েছিল তার কিছুই রাখেননি অনন্ত জলিল।

পোস্টে মুর্তজা আতাশ জমজম বলেন, ‘একটি কারণে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলাম। তা হলো, ইরানি-বাংলাদেশি জনগণের মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি করা, বিভিন্ন দিক দিয়ে সমৃদ্ধ সংস্কৃতি বিনিময় করা এবং একে অপরকে আরো ভালোভাবে জানা। আমি বিশ্বাস করি, একমাত্র শিল্পই সর্বজনীন ভাষা; যা দেশের সীমানা অতিক্রম করতে পারে।’

আরও পড়ুন: রাশিয়া থেকে তেল কিনছে মিয়ানমার

তিনি আরও বলেন, ‘ডে (দিন দ্য ডে) সিনেমা নিয়ে অনন্ত জলিলের সঙ্গে আমাদের যে পরিকল্পনা ও চুক্তি হয়েছিল তার কিছুই বাস্তবায়ন হয়নি। চুক্তি ভঙ্গ করেছেন; দায়িত্ব-প্রতিশ্রুতি রাখেননি। তিনি তার অর্ধেক প্রযোজিত সিনেমাটি নষ্ট করেছেন। আমি সিনেমাটির প্রধান প্রযোজক ছিলাম। কিন্তু পূর্ব পরিকল্পনার বাইরে গিয়ে সিনেমাটির কাজ করেছেন তিনি।’

নির্মাতা মুর্তজা আতাশ জমজম বলেন, ‘বাংলাদেশিদের প্রতি সম্মান রেখে শান্তিপূর্ণভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি। কিন্তু এখন তার বিরুদ্ধে মামলা করা ছাড়া আর কোনো পথ নেই। তেহরানের আদালতে মামলা দায়ের করব। তারপর একজন আন্তর্জাতিক আইনজীবীর মাধ্যমে বাংলাদেশের আদালতে মামলা করব।’

আরও পড়ুন: ভক্তদের নামাজ পড়তে বললেন ওমর সানী

তিনি আরও বলেন, ‘আমাদের মূল চুক্তিপত্র ও বাজেট পরিকল্পনা প্রকাশ করব; যাতে এটি সবার কাছে স্পষ্ট হয়। কারণ, এটি সবার জানা প্রয়োজন। বিশেষ করে মিডিয়ার সত্যটা জানা দরকার। এতে করে সত্য ও মিথ্যা বেরিয়ে আসবে।’

পরিচালক মুর্তজা আতাশ জমজম বলেন, ‘গত চার বছরে অনন্তকে অনেকবার বলেছি, ইরানি দলের অর্থ পরিশোধ করার জন্য। এমনকী প্রোডাকশন থেকে ইরানিয়ান টিমকে বাদ দিতেও বলেছি। কিন্তু তিনি কখনো কোনো পদক্ষেপ নেননি। এটি লজ্জাজনক! সত্য প্রকাশের জন্য এখন আইনি পথই একমাত্র ভরসা।’

আরও পড়ুন: হাজারো সেনাকে হত্যা করেছিলেন জিয়া

প্রসঙ্গত, গত ১০ জুলাই বাংলাদেশের ১০৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দিন দ্য ডে’ সিনেমা। প্রযোজনার পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেছেন অনন্ত জলিল। এতে তার বিপরীতে অভিনয় করেন বর্ষা। বাংলাদেশ ছাড়াও সিনেমাটির দৃশ্যধারণের কাজ হয়েছে ইরান, তুরস্ক ও আফগানিস্তানে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভূঞাপুরে বৃষ্টির জন্য নামাজ আদায় 

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: প্রচণ্ড তাপদাহে জনজীবন অতিষ্ট। নেই...

শহীদ শেখ জামাল’র জন্ম

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অত...

মুন্সীগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন

মো. নাজির হোসেন, মুন্সিগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলায় ভূমি অফি...

লক্ষ্মীপুরে চলছে ৫ ইউনিয়নে ভোট

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি...

রাতের আঁধারে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর):

দিনের তাপমাত্রা বাড়ার আভাস

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জ...

মেক্সিকোতে বাস উল্টে ১৪ জনের মত্যু

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে একটি সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত...

৫ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আজ

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে তাপপ্রবাহের কারণে আজ ঢাকা, চুয়াডা...

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সান নিউজ ডেস্ক: প্রতি সপ্তাহের একেক দিন বন্ধ থাকে রাজধানীর ব...

আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : থাইল্যান্ড সফর শেষে আজ দেশে ফিরবেন প্রধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা