সারাদেশ

স্ত্রীকে হত্যায় যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি: জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী মোহাম্মদ হারুনকে (৪৫) যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় শ্বশুর, শাশুড়ি ও ননদকে খালাস দেয়া হয়েছে।

রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জুলফিকার আলী খান এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হারুন সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রাম পশ্চিমপাড়া গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে।

মামলায় খালাস পাওয়া আসামিরা হলেন- ওই গৃহবধূর শ্বশুর ওয়াদুদ মিয়া, শাশুড়ি রাজিয়া বেগম ও ননদ রিজু বেগম।

মামলা সূত্রে জানা গেছে, যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া পলাতক আসামি হারুন কাতারে চাকরিতে যাওয়ার আগে জামালপুর সদরের রঘুনাথপুর দিঘুলী গ্রামের মো. খলিলুর রহমানের মেয়ে মাহমুদা বেগমকে (২৫) বিয়ে করেন। বিয়ের পর থেকেই কাতারে যাওয়ার টাকার জন্য হারুন তার স্ত্রী মাহমুদাকে চাপ প্রয়োগ ও নির্যাতন করে আসছিলেন।

একপর্যায়ে মাহমুদার বাবা খলিলুর রহমান ধার দেনা করে আড়াই লাখ টাকা দেন জামাতা হারুনকে। টাকা পেয়ে কাতার চলে যান তিনি। চার বছর পর কাতার থেকে ফিরে সেই টাকা পরিশোধ না করায় বিপাকে পড়েন গৃহবধূ মাহমুদার বাবা। সেই টাকার জন্য চাপ দিলে হারুন তার স্ত্রীকে মাঝে মধ্যেই নির্যাতন করেন এবং এ নিয়ে পারিবারিক কলহ বাড়তে থাকে।

ধারাবাহিক নির্যাতনের একপর্যায়ে ২০১২ সালের ২৫ জুলাই সকালে হারুন নিজ বাড়িতে তার স্ত্রী মাহমুদাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করে।

এ ঘটনায় নিহতের বাবা খলিলুর রহমান বাদী হয়ে ঘটনার দিনই মাহমুদার স্বামী হারুনকে প্রধান আসামি করে শ্বশুর ওয়াদুদ মিয়া, শাশুড়ি রিজিয়া বেগম ও ননদ রিজু বেগমকে আসামি করে সরিষাবাড়ি থানায় হত্যা মামলা দায়ের করে।মামলাটির রাষ্ট্রপক্ষে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করা হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি নির্মল কান্তি ভদ্র এবং আসামি পক্ষে ছিলেন আইনজীবী মো. আমান উল্লাহ আকাশ ও মোজাম্মেল হক।

সান নিউজ/এসজে/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কর্মস্থলে না এসেও বেতন তোলেন শিক্ষক

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি:

প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক : আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আস...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ শনিবার (১৮মে) বেশ কিছু খেল...

মেঘনা নদীতে পাঙ্গাশ রক্ষায় অবৈধ চাই ধ্বংস 

ভোলা প্রতিনিধি: ভোলায় মেঘনা নদী থ...

মুন্সীগঞ্জে ভাসমান মরদেহ উদ্ধার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ পৌরসভার মধ্য কোটগাঁ...

রেড কার্পেটে নিজের তৈরি পোশাকে ন্যান্সি

বিনোদন ডেস্ক: ভারতীয় ফ্যাশন ইনফ্লুয়েন্সার ন্যান্সি ত্যাগী। ক...

বিদেশি মদসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ডেমরায়...

৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: ৬ষ্ঠ উপজেলা পরি...

আসাম ভাষা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক (১৯ মে...

ভোলায় উপকূলজুড়ে কোস্টগার্ড মোতায়েন  

ভোলা প্রতিনিধি: আসন্ন ৬ষ্ঠ উপজেলা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা