ফিচার

প্রাচীন ঐতিহ্যের ধারক ‘চিনি মসজিদ’

আমিরুল হক, নীলফামারী: পীর আউলিয়ার শহর বলা হয় নীলফামারী সৈয়দপুরকে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সব ধর্মের মানুষের বসবাস এখানে। জাতি ধর্মের কোন বৈষম্য নেই। স্ব স্ব ধর্মের উৎসব পালন হয় আপন মহিমায়। এক সময় ভারত উপমহাদেশে মুঘল সম্রাট আকবরের রাজত্ব ছিল এই বাংলা জুড়ে।

ইসলামের নিদর্শনের অনেক কীর্তি আজও দাঁড়িয়ে আছে সারা দেশ জুড়ে। সেই রকম মুসলিম রাজত্বের প্রাচীন ঐতিহ্যের ধারক হল এখানকার চিনি মসজিদ। অপরূপ সুন্দর চিনা মাটির পাথর দিয়ে খোদায় করা এই মসজিদটি বাংলাদেশের অন্যতম প্রধান মসজিদগুলোর একটি।

স্থানীয়রা জানায়, নীলফামারী জেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দুরে ব্রিটিশ আমলে সৈয়দপুর শহরের ইসলামবাগ এই এলাকায় ছিল না কোনো মসজিদ। মুসল্লিদের অনেক দূরের পথ পার হয়ে নামাজ আদায় করতে যেতে হত। প্রথমে ১৮৬৩ সালে এলাকার বাসিন্দা হাজী বকর আলী ও হাজী মুখখুর আলীর উদ্যোগে প্রথমে খড় দিয়ে তৈরি করা হয় মসজিদটি।

এলাকাবাসীর দেওয়া দান করা একমুঠ করে চাল ও চাকরিজীবীদের এক মাসের মাসিক বেতনের ১৩ থেকে ১৪ টাকার পুঁজিতে টিনের ঘর থেকে নির্মাণ করা হয় পাকা ঘর। মসজিদের প্রথম কাঠামো ব্রিটিশ, দ্বিতীয় কাঠামো পাকিস্তান আর তৃৃতীয় কাঠামো বাংলাদেশ আমলে নির্মিত। প্রতিদিন ১০ আনা মজুরিতে প্রথম কাঠামো নির্মাণ করেন হিন্দু মিস্ত্রি শঙ্খ রায়। এতে ব্যয় হয় ৯ হাজার ৯৯৯ রুপিয়া ১০ আনা।

আরও পড়ুন: শিক্ষামন্ত্রীর সাথে আলোচনায় শিক্ষার্থীরা

পরে ১৯৬৫ সাল থেকে চলতে থাকে দক্ষিণ পাশের অংশের কাজ। ঐতিহাসিক এই মসজিদের নকশা করেন মো. মোখতুল ও নবী বক্স। কয়েকশ’ দক্ষ কারিগর ও শিল্পীর একনিষ্ঠ পরিশ্রমের ফসল হিসেবে গড়ে ওঠে এটি। মসজিদ নির্মাণে মোগল স্থাপত্যশৈলী অনুসরণ করা হয়েছে। উত্তর ও দক্ষিণে রয়েছে দুটি ফটক। কারুকার্য়ের মূল ফটকে চোখে পড়বে ফারসি বা উর্দু ও বাংলায় লেখা ‘চিনি মসজিদ’।

মসজিদের পুরো অংশ চীনামাটি দিয়ে তৈরি বলে এর নামকরণ হয় ‘চিনি মসজিদ’। এটি খ্যাতি পাওয়ার অন্যতম কারণ দেয়ালের আবরণ। পুরো দেয়ালজুড়ে ফুলদানি, ফুলের ঝাড়, গোলাপফুল, চাঁদ, তারাসহ অসংখ্য কারুকাজ রয়েছে।

আরও পড়ুন: সার্চ কমিটিতে নাম দিয়েছে আ’লীগ

বগুড়ার একটি গ্লাস ফ্যাক্টরি মসজিদের পুরো অংশ সাজানোর জন্য ২৫ মেট্রিক টন চীনামাটির টুকরা দান করে। এগুলো দিয়ে মোড়ানো হয় মসজিদের ৩২টি মিনারসহ তিনটি বড় গম্বুজ। এর মূল অংশের বর্ণ অনেকটা লালচে হলেও একটু খেয়াল করলেই বোঝা যায়, পরবর্তী সময়ে তৈরি করা অংশ অনেকটা সাদা বর্ণের।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান জানান, সৈয়দপুর শহরের ঐতিহ্যবাহী চিনি মসজিদটি দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ পরিদর্শনে আসেন। মসজিদটি দেখে ইসলাম ধর্ম অনুসারী মানুষের প্রাণ জুড়িয়ে যায়। এলাকাবাসীর আর্থিক সহায়তা আর দোকানের ভাড়া দিয়ে মসজিদর প্রতিমাসে আয় হয় ২৫-৩০ হাজার টাকা। এই সামান্য আয় দিয়ে মসজিদের সার্বিক ব্যয়ভার বহন করা দুঃসাধ্য হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডিভোর্সটাই চূড়ান্ত সিদ্ধান্ত ছিলো

বিনোদন ডেস্ক: বলিউড চলচিত্রের গ্র...

ইপিএল চ্যাম্পিয়ন ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক: ১ দিন আগেই ম্যানস...

ইরানের প্রেসিডেন্টের লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত ইরানের...

সম্পূর্ণ পুড়ে গেছে রাইসির হেলিকপ্টার

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বর্তমান...

রক্তে ভেজা ‘মুল্লুক চলো’ দিবস আজ

নিজস্ব প্রতিবেদক: আজ রক্তে ভেজা ঐ...

রাইসির মৃত্যুতে আমরা জড়িত নই

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ...

নোয়াখালীতে মদসহ ২ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি: নোয়াখালীতে ৯৬ বোতল বিদেশি মদসহ ২ যুবককে গ্র...

ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু 

জেলা প্রতিনিধি: নাটোরে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মো...

কাল ইভিএমে ২৪ উপজেলায় ভোট

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল উপজেলা পরিষদের ২য় ধাপের সাধারণ নি...

বাজার মনিটরিংয়ের নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজার মনিটরিংয়ে জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা