আহমেদ শরীফ ডাবলু
সারাদেশ
পাবনা জেলা

স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

রাকিব হাসনাত, পাবনা: পদ-বাণিজ্যের অডিও ভাইরালের পর এবার নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করতে নিয়ে যাওয়ার কথা বলে রাজধানী ঢাকায় ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলুর বিরুদ্ধে।

এ বিষয়ে প্রতিকার চেয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারী। ভুক্তভোগী নারী পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের নারী বিষয়ক সম্পাদক।

লিখিত অভিযোগে তিনি বলেন, ‘গত বছর ১৮ জুন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও পদপদবি দেয়া এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে পরিচয় করিয়ে দেবার কথা বলে ঢাকায় নিয়ে যায়। সেখানে ডাবলু ভাই জানান যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ খুবই ব্যস্ত তাই দেখা করতে দুইদিন থাকতে হবে- এই কথা বলে ঢাকায় একটি আবাসিক হোটেলে রুম ভাড়া করে থাকার ব্যবস্থা করেন। পরবর্তীতে সেই রুমে প্রবেশ করে বিভিন্ন অশ্লীল কথাবার্তা মাধ্যমে কু-প্রস্তাব দিতে থাকে এবং শ্লীলতাহানির চেষ্টা করেন। এক পর্যায়ে কৌশলে ওই রুম থেকে পালিয়ে আমার ইজ্জত রক্ষা করি।’

ভুক্তভোগী নারী বলেন, ‘অভিযোগ দেয়ার পরও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখনও কোনও ব্যবস্থাগ্রহণ করেনি। শুধু আমি নয়, অনেক মেয়ের সঙ্গেই ডাবলু ভাই এভাবেই ব্যবহার করেন।’

এবিষয়ে পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলু বলেন, ‘আমাকে মানসিকভাবে হয়রানি-হেনেস্থা করার জন্য ষড়যন্ত্রকারীরা আমার বিরুদ্ধে একের পর এক অভিযোগ দিয়ে যাচ্ছে। এখন যা হবার হবে। যেহেতু কেন্দ্রে আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে সেহেতু কেন্দ্র আমার বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়ার নিবে।’

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন, ‘এক মহিলা এসে অভিযোগ করেছে। এখনও যে মহিলা বাচ্ছা-কাচ্ছা আছে। এখন আমরা বিষয়টি তদন্ত করছি। একজনকে রায়ের আগেই তো আর ফাঁসি দেয়া যায় না। অলরেডি তাকে শোকজ করছি। এখন আমরা তদন্ত করছি, যার বিরুদ্ধেই রিপোর্ট পাবো তার বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করবো।’

উল্লেখ্য, পদ দেয়ার কথা বলে একাধিক পদপ্রত্যাশী নেতার কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নেয়ার অভিযোগ উঠে আহমেদ শরীফ ডাবলুর বিরুদ্ধে। এ সংক্রান্ত একাধিক অডিও ভাইরাল হয়েছে। তবে অভিযুক্ত আহমেদ শরীফ ডাবলু এক সংবাদ সম্মেলন করে পদ বাণিজ্যের অভিযোগ অস্বীকার করেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে স্বর্ণের কারিগরকে কুপিয়ে জখম

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে...

নিজ্জর হত্যায় সন্দেহভাজন ৩ জন গ্রেফতার 

আন্তর্জাতিক ডেস্ক: কানাডায় বসবাসর...

বজ্রপাতের সময় করণীয়

লাইফস্টাইল ডেস্ক: চলমান তাপপ্রবাহ...

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধস, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার ম...

ভালুকায় পানি ও স্যালাইন বিতরণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় প্রচন্ড...

শাহজালালে বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আ...

উপজেলা চেয়ারম্যান প্রার্থী পান্নার গণসংযোগ

রাজীব চৌধুরী, কেশবপুর : আসন্ন কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে...

লিফট কিনতে ফিনল্যান্ড গেলেন ঢাবির প্রো-ভিসি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিভিন্ন ভবনের...

লন্ডনে ফের মেয়র হলেন সাদিক খান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের র...

ইয়াবাসহ গ্রেফতার ১

জেলা প্রতিনিধি: চট্টগ্রাম জেলায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা