আন্তর্জাতিক

রূপকথার আলাদিনের চেরাগ ৭৮ লাখ টাকা বিক্রি

সান নিউজ ডেস্ক : আলাদিনের চেরাগ। রূপকথার বিখ্যাত এক বস্তু। হাত দিয়ে আলতো করে ঘষলেই বেরিয়ে আসে ইচ্ছে-পূরণকারী এক জ্বীন। অলৌকিক ক্ষমতায় চেরাগের মালিকের যেকোনো ইচ্ছে পূরণ করে দিতে পারে সে। সম্প্রতি, এমন আশাতেই ভারতের উত্তর প্রদেশে এক চিকিৎসক দুই ‘তান্ত্রিকের’ কাছ থেকে প্রায় ৮০ লাখ টাকা দিয়ে এক চেরাগ কিনেছেন।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ওই দুই তান্ত্রিক ড. লায়িক খানকে ভুলিয়ে-ভালিয়ে তার কাছে ‘আলাদিনের চেরাগ’ বিক্রি করেছিল। দামও রেখেছিল আকাশচুম্বী— ৭০ লাখ রুপির বেশি। বাংলাদেশি টাকায় যা ৭৮ লাখের বেশি।

তান্ত্রিকেরা লায়িককে বলেছিল, এই চেরাগ তাকে ধনসম্পদ ও সৌভাগ্য এনে দেবে।

কিন্তু সেটি কেনার পর তিনি আবিষ্কার করেন যে, চেরাগটির কোনো অলৌকিক ক্ষমতা নেই। এরপর পুলিশের সাহায্য নেন তিনি। এ ঘটনায়, বৃহস্পতিবার ওই দুই তান্ত্রিককে গ্রেপ্তার করেছে উত্তর প্রদেশ পুলিশ।

পুলিশের জেষ্ঠ্য কর্মকর্তা অমিত রায় বার্তা সংস্থা এএফপিকে বলেন, প্রতারকরা আদতে লায়িকের কাছে আরো অনেক বেশি দাম চেয়েছিল। কিন্তু তিনি প্রায় ৭০ লাখ রুপির মতো পরিশোধ করেন।

লায়িক তার অভিযোগপত্রে বলেন, প্রতারকদের একজন নিজেকে তান্ত্রিক দাবি করেছিল ও ওই চেরাগ থেকে ‘জ্বীন’ বের হচ্ছে —এমনটা দেখিয়েছিল।

তিনি জানান, প্রতারকদের সঙ্গে তার দেখা হয় তারই এক রোগীর মাধ্যমে। তিনি বলেন, এক পর্যায়ে তারা আমাকে এক ‘বাবা’র (তান্ত্রিক) ব্যাপারে বলা শুরু করে। তারা আমার মগজধোলাই করে আমাকে ওই বাবার সঙ্গে দেখা করতে নিয়ে যায়।

এরপর লায়িক একাধিকবার ওই বাবার সঙ্গে দেখা করতে যান। ওই তান্ত্রিক চেরাগ থেকে জ্বীন বের করার— অনুষ্ঠান আয়োজন করতেন। একবার লায়িক ওই তান্ত্রিকের কাছে চেরাগটি স্পর্শ করতে বা বাড়ি নিয়ে যেতে পারবেন কিনা জানতে চান। কিন্তু ওই তান্ত্রিক তাকে প্রত্যাখ্যান করেন। বলেন, এতে তার ক্ষতি হতে পারে।

তবে এক পর্যায়ে তারা লায়িকের কাছে চেরাগটি বিক্রি করেন। তাকে প্রতিশ্রুতি দেন যে, এই চেরাগ তার জন্য সুস্বাস্থ্য, সম্পদ ও সৌভাগ্য বয়ে আনবে।

লায়িক পরে বুঝতে পারেন যে, আদতে চেরাগ থেকে কোনো জ্বীন বের হয় না। তান্ত্রিকদের একজনই সেখানে জ্বীন সেজে থাকতেন।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জায়েদের ফোন পানিতে ছুড়ে ফেললেন সাকিব

বিনোদন ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের...

চীনে সড়ক ধসে নিহত ১৯ 

আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিণাঞ...

রাজধানীতে তাপমাত্রা বাড়ছে

নিজস্ব প্রতিবেদক: চলতি তাপপ্রবা...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ বুধবার (১লা মে) বেশ কিছু খ...

শ্রমিকদের অধিকার বঞ্চিত করলে ছাড় নয়

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শ...

ঢাকায় ফিরল ৮ বাংলাদেশির লাশ  

নিজস্ব প্রতিবেদক : ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার সময় তিউ...

শনিবার খুলছে স্কুল-কলেজ, রোববার প্রাথমিক 

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান, ঈ...

মিল্টনের সব অপকর্ম বের করা হবে

নিজস্ব প্রতিবেদক : ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার&rsquo...

ডেঙ্গুতে প্রাণ গেল গ্রাম পুলিশের

জেলা প্রতিনিধি : শরীয়তপুরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আবুল হোস...

৫ বিভাগে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টি হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা