জাতীয়

ব্রিটেনে প্রবেশ করতে পারবে ৩২ দেশ

কূটনৈতিক প্রতিবেদক: বাংলাদেশ, মালয়েশিয়াসহ ৩২ দেশের বিরুদ্ধে করোনাভাইরাসের কারণে দেয়া বিধিনিষেধ শিথিল করেছে ব্রিটেন। দেশটির পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় থেকে ভ্রমণ বিষয়ক পরামর্শ দেয়া হয়েছে। যেসব দেশ লাল-তালিকাভুক্ত নয় (নন-রেড), সেখানে অত্যাবশ্যকীয় ছাড়া ব্রিটিশ নাগরিকদের সফর বাতিল করার আহ্বান জানানো হয়েছে।

কমপক্ষে ৫০ দেশের ও ভূখণ্ডের যেসব অধিবাসী পূর্ণ ডোজ টিকা নিয়েছেন এবং ১৮ বছরের কম বয়সী যারা টিকা নেননি, তারা ফ্লাইট উড্ডয়নের আগেই ফ্লো টেস্ট, পৌঁছার পর পিসিআর পরীক্ষা অথবা স্বেচ্ছায় আইসোলেশনে থাকা ছাড়া ব্রিটেনে যেতে পারবেন। তবে যেসব দেশ এখনও ব্রিটেনের লাল তালিকায় আছে, সেখানে ব্রিটিশদের অত্যাবশ্যক প্রয়োজন ছাড়া ভ্রমণে না যেতে পরামর্শ দেয়া হয়েছে। বলা হয়েছে, ওইসব দেশে ব্রিটিশদের জন্য অগ্রহণযোগ্য ঝুঁকি খুব বেশি। এ খবর দিয়েছে অনলাইন আইটিভি।

বিধিনিষেধ শিথিল করা দেশগুলো হলো- বাংলাদেশ, আলজেরিয়া, আর্মেনিয়া, বেলারুশ, বেনিন, কমোরোস, টোকেলাউ ও নিউ, জিবুতি, বিষুবীয় গিনি, ফিজি, গাম্বিয়া, গায়েনা, কাজাখস্তান, কিরিবতী, কসোভো, লাইবেরিয়া, মাদাগাস্কার, মালয়েশিয়া, মার্শাল আইল্যান্ডস, মাইক্রোনেশিয়া, নাউরু, সাউ তোমি ও প্রিন্সিপে, সেনেগাল, সলোমন আইল্যান্ডস, টোগো, টোঙ্গা, টুভালু, ভানুয়াতু, কঙ্গো, আমেরিকা সামোয়া, ফ্রেঞ্চ পলিনেশিয়া ও ঘানা।

বুধবার (৬ অক্টোবর) বিধিনিষেধ পরিবর্তনের আগে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় করোনাভাইরাসের কারণে ১১৭ দেশ ও ভূখণ্ডে অত্যাবশ্যক নয়, এমন ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়। কয়েক দিনের মধ্যে আরও দেশের ওপর থেকে তা প্রত্যাহার করা হতে পারে। কারণ, আজ বৃহস্পতিবার সরকার রেড লিস্ট বা লাল তালিকা থেকে আরও দেশকে বাদ দিয়ে এই তালিকার সংখ্যা কমিয়ে আনতে যাচ্ছে।

মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, টিকা দেয়ার ফলে অনেক দেশে জনস্বাস্থ্যের উন্নতি হয়েছে এবং ব্রিটিশ নাগরিকদের ঝুঁকি কমেছে। এ জন্য নীতি পরিবর্তন করা হয়েছে। ভ্রমণ বিষয়ক কনসালট্যান্সি প্রতিষ্ঠান দ্য পিসি এজেন্সির প্রধান নির্বাহী পল চার্লস পূর্বাভাস দিয়েছেন। বলেছেন, লাল তালিকায় আফগানিস্তান, হাইতি এবং সোমালিয়ার মতো হাতেগোনা কিছু দেশ থাকতে পারে। এসব দেশে এমনিতেই খুব কম ব্রিটিশ সফরে যান।

ব্রিটেনের লাল তালিকায় এখন পর্যন্ত আছে ৫৪ দেশ। এর মধ্যে মেক্সিকো, কিউবা, দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ডের সব দেশ, দক্ষিণ ও পূর্ব আফ্রিকার দেশ আছে। লাল তালিকাভুক্ত দেশগুলো থেকে কেউ যদি ব্রিটেন যান তাহলে তাকে বাধ্যতামূলকভাবে হোটেলে ১১ রাত কোয়ারেন্টিনে কাটাতে হবে। এতে একজন সফরকারীর খরচ হবে ২২৮৫ পাউন্ড। ফলে বহু মানুষের সামর্থের মধ্যে থাকবে না এমন সফর। কোন কোন দেশ লাল তালিকায় থাকবে তা আজ বৃহস্পতিবার নির্ধারণ করবেন ব্রিটিশমন্ত্রীরা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জায়েদের ফোন পানিতে ছুড়ে ফেললেন সাকিব

বিনোদন ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের...

রাজধানীতে তাপমাত্রা বাড়ছে

নিজস্ব প্রতিবেদক: চলতি তাপপ্রবা...

চীনে সড়ক ধসে নিহত ১৯ 

আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিণাঞ...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ বুধবার (১লা মে) বেশ কিছু খ...

বিরক্ত হয়েই শাকিবের পরিবার এই সিদ্ধান্ত 

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নতুন করে...

আমিরাতে প্রবল বৃষ্টিপাত, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক: প্রবল বৃষ্টিপা...

এলপি গ্যাসের দাম কমলো 

নিজস্ব প্রতিবেদক: ভোক্তা পর্যায়ে আরেক দফা কমানো হলো তরলীকৃত...

লিওনার্দো দা ভিঞ্চি’র প্রয়াণ

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স...

বজ্রপাতে প্রাণ গেল ২ জনের

জেলা প্রতিনিধি : রাঙামাটিতে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। বৃ...

ঢাকায় ফিরল ৮ বাংলাদেশির লাশ  

নিজস্ব প্রতিবেদক : ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার সময় তিউ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা