ছবি: সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি

বিশ্ব মহাকাশ সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন প্রতিষ্ঠিত

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

বুধবার (৪ অক্টোবর), ১৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: বিশ্ব অহিংস দিবস, মহাত্মা গান্ধীর জন্ম

ঘটনাবলী:

১৩৩৭ - (৭৫৮ হিজরী) খলিফা মনসুর বাগদাদের ভিত্তি স্থাপন করেন।

১৫৩৫ - ইংরেজি ভাষার প্রথম বাইবেল ছাপা সম্পন্ন হয়।

১৮১৩ - লর্ড ময়রার বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন।

১৮৩০ - বেলজিয়াম তাদের স্বাধীনতা ঘোষণা করে।

১৮৫৫ - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে ও নেতৃত্বে বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়।

১৮৮৭ - কলকাতায় এমারেল্ড থিয়েটার প্রতিষ্ঠিত হয়।

১৯১১ - সাধারণের ব্যবহারের জন্য প্রথম লন্ডনের পাতাল রেলস্টেশন চালু হয়।

১৯৫৭ - সাবেক সোভিয়েত ইউনিয়নের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মহাশূন্যে প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক-১ সাফল্যের সাথে প্রেরণ করে মহাশূন্যের ওপর মানুষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কালপর্বের সূচনা করে।

১৯৫৮ - আটলান্টিক পারাপারে নিয়মিত বিমান চলাচল শুরু করে।

১৯৫৯ - সোভিয়েত নভোযান লুনিক-৩ সর্বপ্রথম চাঁদের সবচেয়ে কাছাকাছি গিয়ে ছবি তোলে।

১৯৬৩ - জাম্বিয়া পূর্ণ স্বায়ত্তশাসন লাভ করে।

১৯৬৩ - ক্যারিবিয়ান সমুদ্রে প্রচণ্ড ঝড় উঠেছিল। ঐ ঝড়ে ক্যারিবিয়ান সমুদ্রের সকল দ্বীপ এবং বন্দরের সরঞ্জামাদি আটলান্টিক মহাসাগরে নিমজ্জিত হয়। ভয়াবহ এই তুফানের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটার। প্রায় ৬ হাজার লোক এই তুফানে মারা গিয়েছিল। মৃত্যুবরণকারীদের অধিকাংশই ছিল হাইতি এবং কিউবার অধিবাসী।

১৯৬৬ - লেসোথা ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৭৯ - যুগোশ্লাভাকিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়।

১৯৯২ - ব্রাজিলে কারাগারে রক্তক্ষয়ী দাঙ্গা বাধে। এতে ১১১ জন বন্দী নিহত হয়।

২০০২ - নেপালেন রাজা জ্ঞানেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে বরখাস্ত করে নির্বাহী ক্ষমতা গ্রহণ করেন।

আরও পড়ুন: গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা

জন্মদিন:

১২৮১ - ১০ম লুই, ফ্রান্সের রাজা।

১৭২০ - জোভান্নি পিরানেসি, ইতালীয় খোদাইকার ও ভাস্কর।

১৭৯৩ - চার্লস পিয়ারসন, ইংরেজি আইনজীবী এবং রাজনীতিবিদ।

১৮৩২ - উইলিয়াম গ্রিগস, ক্রোমোলিথোগ্রাফির প্রক্রিয়ার ইংরেজ উদ্ভাবক।

১৮৬১ - ফ্রেডরিক রেমিংটন, চিত্রশিল্পী।

১৮৭৭ - রেজর স্মিথ, ইংরেজ প্রথম শ্রেণির ক্রিকেটার। (মৃ. ১৯৪৬)

১৮৮৩ - অধ্যাপক পঞ্চানন নিয়োগী প্রখ্যাত বাঙালি বিজ্ঞানী।(মৃ.০৫/০৬/১৯৫০)

১৮৯৫ - বাস্টার কিটন, মার্কিন চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা। (মৃ. ১৯৬৬)

১৮৯৭ - আলবার্ট বিটজিয়াম, সুইজারল্যান্ডের বিখ্যাত কথাসাহিত্যিক।

১৯০১ - সৌম্যেন্দ্র নাথ ঠাকুর, সাম্যবাদী বিপ্লবী, লেখক ও চিন্তাবিদ। (মৃ.১৯৭৪)

১৯০৩ - জন ভিনসেন্ট আটানসফ, বুলগেরীয় বংশোদ্ভূত মার্কিন পদার্থবিদ। (মৃ. ১৯৯৫)

১৯০৬ - নির্মলচন্দ্র লাহিড়ী, খ্যাতনামা জ্যোতির্বিদ, গণিতাচার্য ও পঞ্জিকা-সংস্কারক। (মৃ.০৩/০১/১৯৮০)

১৯১১ - রেজ পার্কস, ইংরেজ ক্রিকেটার। (মৃ. ১৯৭৭)

১৯১৬ - ভিতালি গিঞ্জবার্গ, নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান পদার্থবিদ।

১৯১৮ - কেনিচি ফুকুই, নোবেল পুরস্কার বিজয়ী জাপানি রসায়নবিদ।

১৯১৯ - মণীন্দ্র রায়, বিশিষ্ট বাঙালি কবি। (মৃ.২৮/০৮/২০০০)

১৯২০ - জর্জ ট্রাইব, অস্ট্রেলীয় ক্রিকেটার। (মৃ. ২০০৯)

১৯২৩ - চার্লটন হেস্টন, মার্কিন অভিনেতা ও রাজনৈতিক কর্মী। (মৃ. ২০০৮)

১৯২৫ - রোকেয়া রহমান কবির, বাংলাদেশী নারী উন্নয়ন কর্মী ও শিক্ষাবিদ। (মৃ. ২০০০)

১৯৩১ - সন্ধ্যা মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী ও বাংলা চলচ্চিত্রের নেপথ্য গায়িকা। (মৃ.২০২২)

১৯৩১ - ব্যাসিল ডি’অলিভেইরা, দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেটার। (মৃ. ২০১১)

১৯৩৬ - ডেভিড পিদি, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। (মৃ. ২০১৮)

১৯৩৮ - কার্ট ওয়ুটরিচ, নোবেল পুরস্কার বিজয়ী সুইস রসায়নবিদ ও জৈব-পদার্থবিদ।

১৯৪৬ - সুজান সার‍্যান্ডন, মার্কিন অভিনেত্রী ও সমাজকর্মী।

১৯৫৬ - ক্রিস্টফ ভালৎজ, অস্ট্রীয় অভিনেতা।

১৯৫৭ - রফিকুল আলম, বাংলাদেশি ক্রিকেটার।

১৯৬৫ - ইউজিন কাসপারস্কি, রুশ গাণিতিক প্রকৌশলী ও তথ্য বিশেষজ্ঞ।

১৯৬৭ - জাহিদ হাসান, বাংলাদেশি অভিনেতা ৷

১৯৬৭ - লিয়েভ শ্রাইবার, আমেরিকান অভিনেতা, প্রযোজক, পরিচালক এবং চিত্রনাট্যকার।

১৯৭৯ - স্টিফান বুথ, ইংরেজ অভিনেতা ও গায়ক।

১৯৮৮ - ক্রিস জর্দান, ইংরেজ ক্রিকেটার।

১৯৮৯ - ডাকোটা জনসন, আমেরিকান মডেল ও অভিনেত্রী।

১৯৯৩ - আকিলা ধনঞ্জয়, শ্রীলঙ্কান ক্রিকেটার।

১৯৯৩ - ওয়েলিংটন মাসাকাদজা, জিম্বাবুয়ের ক্রিকেটার।

১৯৯৪ - এইডেন মার্করাম, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

১৯৯৭ - ঋষভ পন্ত, ভারতীয় ক্রিকেটার।

১৯৯৮ - শাদাব খান, পাকিস্তানি ক্রিকেটার।

আরও পড়ুন: বিশ্ব প্রবীণ দিবস

মৃত্যুবার্ষিকী:

১৬৬৯ - রেমব্রন্ট ফান রেইন, হল্যান্ডের সবচেয়ে বিখ্যাত শিল্পী এবং ইউরোপের ইতিহাসের সেরা চিত্রশিল্পী ও ছাপচিত্রশিল্পী। (জ. ১৬০৬)

১৯৪৭ - মাক্স প্লাংক, জার্মান তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী। (জ.২৩/০৪/১৮৫৮)

১৯৬২ - প্যাটসি হেনড্রেন, ইংরেজ ক্রিকেটার। (জ. ১৮৮৯)

১৯৬৯ - নাটালিনো অট্টও, ইতালীয় গায়ক ও অভিনেতা।

১৯৬৯ - ভাইবার্ট উইট, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার। (জ. ১৯০২)

১৯৭৪ - আবুল হাশিম, চিন্তাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

১৯৭৮ - নেপাল নাগ, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব, অগ্নিযুগের বিপ্লবী, স্বদেশী এবং কমিউনিস্ট। (জ.১৯০৯)

২০০০ - মাইকেল স্মিথ, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ কানাডিয়ান রসায়নবিদ।

২০১২ - দেফনি স্লেটার, ইংরেজ অভিনেত্রী।

২০১৩ - ভো নগুয়েন গিয়াপ, ভিয়েতনামী রাজনীতিবিদ এবং ভিয়েতনাম গণফৌজের জেনারেল। (জ. ১৯১১)

২০১৯ - ডাইঅ্যান ক্যারল, মার্কিন অভিনেত্রী, সঙ্গীতশিল্পী ও মডেল। (জ. ১৯৩৫)

আরও পড়ুন: জালাল উদ্দিন মুহাম্মদ রুমি’র জন্ম

দিবস:

বিশ্ব প্রাণী দিবস।

৪-১০ অক্টোবর বিশ্ব মহাকাশ সপ্তাহ।

আজ শুরু হচ্ছে বিশ্ব মহাকাশ সপ্তাহ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এ সপ্তাহ পালনের বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ বাংলাদেশও ইতিমধ্যেই বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপনের মধ্য দিয়ে মহাকাশে প্রবেশ করেছে।

বর্তমান প্রজন্মকে মহাকাশ সম্বন্ধে অনুসন্ধিৎসু করতে ও এ সংক্রান্ত কল্যাণকর অবদানগুলোকে উৎসাহিত করার লক্ষে প্রতি বছর পালিত হয় বিশ্ব মহাকাশ সপ্তাহ।

আরও পড়ুন: প্রথম বাংলা লাইনোটাইপ ব্যবহৃত

পৃথিবীর বাইরে জীবনের সন্ধান তথা পৃথিবী ছাড়িয়ে অন্য কোথাও বসতি স্থাপনের বিজ্ঞানীদের লালিত স্বপ্নের বাস্তব রূপ দেয়াই এ সপ্তাহের অন্তর্নিহিত উদ্দেশ্য।

১৯৯৯ সালে জাতিসংঘ প্রতি বছর ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবরকে বিশ্ব মহাকাশ সপ্তাহ হিসেবে ঘোষণা করে। বিশ্বের ৯৫ টিরও বেশি দেশে মহাকাশ সংক্রান্ত নানা কর্মসূচির মাধ্যমে সপ্তাহটি উদযাপন করা হয়।

১৯৫৭ সালের ৪ অক্টোবর মানুষের তৈরি প্রথম কোন কৃত্রিম উপগ্রহ মহাকাশে যায়। ‘স্পুটনিক’ নামের উপগ্রহটি তৈরি করেছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। স্পুটনিক প্রায় ৩ মাসের মতো মহাকাশে ছিল। ১৯৫৮ সালের ৪ জানুয়ারি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় ধ্বংস হয়ে যায়।

আরও পড়ুন: বিশ্ব তথ্য অধিকার দিবস

কৃত্রিম উপগ্রহ পাঠানোর ৪ বছরের মাথায় আবারও মহাকাশে অভিযান পরিচালনা করে সোভিয়েত ইউনিয়ন। এবারে শুধু যন্ত্র নয়। প্রাণি হিসেবে প্রথমবারের মতো মহাকাশে যায় লাইকা নামের একটি কুকুর।

১৯৫৭ সালের ৩ নভেম্বর সোভিয়েত ইউনিয়ন মিশনটি পরিচালনা করে। তাপ ও চাপজনিত কারণে লাইকা অবশ্য মিশন থেকে বেঁচে ফিরতে পারেনি।

স্পুটনিক মহাকাশে প্রবেশের পথ উন্মুক্ত করে দেয়। এর এক দশক পর ১৯৬৭ সালের ১০ অক্টোবর চাঁদ এবং অন্যান্য মহাকাশীয় বস্তুসহ মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বিশ্বের প্রধান রাষ্ট্রসমূহ কিছু মৌলিক নীতি মেনে চলার ক্ষেত্রে চুক্তি স্বাক্ষর করে।

আরও পড়ুন: গুগলের যাত্রা শুরু

এ দুটি দিনকে স্মরণ করেই ২০০৭ সাল থেকে প্রতি বছর ৪-১০ অক্টোবর পালিত হয় বিশ্ব মহাকাশ সপ্তাহ। মহাকাশ সম্বন্ধে মানুষের আগ্রহ অনেক পুরনো। মহাকাশ অভিযান পরিচালনার মতো বৈজ্ঞানিক ভিত্তি অনেক আগেই প্রতিষ্ঠিত হয়। অবশেষে বিংশ শতাব্দির শেষ ভাগে এসে মানুষের পক্ষে মহাকাশে পাড়ি দেয়া সম্ভব হয়।

মহাকাশ জয়ে নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় মানুষ তার স্বপ্নের পরিধি বিস্তার করে পাড়ি জমিয়েছে চাঁদে, স্থাপণ করেছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। পরবর্তিতে মঙ্গল গ্রহেও অবতরণ করে মহাকাশযান।

আরও পড়ুন: জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণ দেন বঙ্গবন্ধু

ইতিমধ্যে মার্কিন ও সোভিয়েতসহ বেশ কয়েকটি দেশ একাধিকবার সফল অভিযান পরিচালনা করেছে মঙ্গল গ্রহে। মানুষ এখন মঙ্গল গ্রহে মানববসতি স্থাপনের স্বপ্ন দেখছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও ইউরোপিয়ান স্পেস এজেন্সি ২০৩০-২০৩৫ সালের মধ্যে মঙ্গল গ্রহে পৌঁছাবার চেষ্টা চালাচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভূঞাপুরে বৃষ্টির জন্য নামাজ আদায় 

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: প্রচণ্ড তাপদাহে জনজীবন অতিষ্ট। নেই...

শহীদ শেখ জামাল’র জন্ম

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অত...

মুন্সীগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন

মো. নাজির হোসেন, মুন্সিগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলায় ভূমি অফি...

লক্ষ্মীপুরে চলছে ৫ ইউনিয়নে ভোট

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি...

রাতের আঁধারে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর):

মেক্সিকোতে বাস উল্টে ১৪ জনের মত্যু

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে একটি সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত...

৫ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আজ

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে তাপপ্রবাহের কারণে আজ ঢাকা, চুয়াডা...

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সান নিউজ ডেস্ক: প্রতি সপ্তাহের একেক দিন বন্ধ থাকে রাজধানীর ব...

আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : থাইল্যান্ড সফর শেষে আজ দেশে ফিরবেন প্রধান...

রাফাহতে ইসরায়েলি হামলায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের রাফাহতে ইসরায়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা