প্রতীকী ছবি
স্বাস্থ্য

বিশ্বজুড়ে কমেছে সংক্রমণ ও মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) নিয়ে হতাশার মধ্যেই এসেছে স্বস্তির খবর। তা হলো, বিশ্বজুড়ে করোনায় কমেছে সংক্রমণ ও মৃত্যু। তবে ভারতে আগের ২৪ ঘণ্টার তুলনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। সোমবার (১ জানুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন আট লাখ ২৩ হাজার ৬১২ জন। এর আগে ২৪ ঘণ্টায় (২ জানুয়ারি) নতুন করোনা রোগী শনাক্ত হয় ১২ লাখ ৭৬ হাজার ৫৬৯ জন। তারও আগে (১ জানুয়ারি) শনাক্ত হয় ১৬ লাখ ৩২ হাজার ৮২৪ জন।

একইভাবে বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন দুই হাজার ৯৫২ জন। এর আগে ২৪ ঘণ্টায় (২ জানুয়ারি) চার হাজার ২০০ জন। তার আগে (১ জানুয়ারি) মারা গেছেন পাঁচ হাজার ৬২৭ জন। সেই হিসাবে দেখা যাচ্ছে, বিশ্বজুড়ে নিম্নমুখী অবস্থানে রয়েছে করোনা।

ওয়ার্ল্ডোমিটারসের সবশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ কোটি ৫ লাখ ৮৯ হাজার ৫২০ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ৬০ হাজার ২২২ জনে। সুস্থ হয়েছেন ২৫ কোটি ৪৫ লাখ ৪ হাজার ৬৮৪ জন।

আর গত ২৪ ঘণ্টায় শুধু যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন সাড়ে ১ লাখ ৮৫ হাজার ১২২ জন। মারা গেছেন ১৬২ জন। আর দেশটি এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ কোটি ৬১ লাখ ৪২ হাজার ১৭৫ জন। মারা গেছেন আট লাখ ৪৭ হাজার ৪০৮ জন। আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে শীর্ষ রয়েছে দেশটি।

দৈনিক সংক্রমণের হিসাবে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের পরই যুক্তরাজ্যের অবস্থান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হন ১ লাখ ৩৭ হাজার ৫৮৩ জন। গত ২৪ ঘণ্টার তুলনায় দেশটি সংক্রমণের সংখ্যা কমেছে।

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩২ জন। নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৭২১ জন। মহামারি শুরুর পর এ পর্যন্ত দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২২ লাখ ৯৩ হাজার ২২৮ জন। তাদের মধ্যে মারা গেছেন ৬ লাখ ১৯ হাজার ১৭১ জন।

আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত আক্রান্ত ৩ কোটি ৪৯ লাখ ১৭ হাজার ৫৯০ জন। এদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ৮১ হাজার ৭৭০ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ৪৫৮ জন। দেশটিতে আগের ২৪ ঘণ্টার তুলনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে।

তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, জার্মানি, ইরান, স্পেন, ইরান ও ইতালি। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩২ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮৬ হাজার ৪৬৬ জন। মারা গেছেন ২৮ হাজার ৭৭ জন। দেশে করোনায় আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন মোট ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৭ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কর্মস্থলে না এসেও বেতন তোলেন শিক্ষক

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি:

প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক : আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আস...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ শনিবার (১৮মে) বেশ কিছু খেল...

মেঘনা নদীতে পাঙ্গাশ রক্ষায় অবৈধ চাই ধ্বংস 

ভোলা প্রতিনিধি: ভোলায় মেঘনা নদী থ...

মুন্সীগঞ্জে ভাসমান মরদেহ উদ্ধার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ পৌরসভার মধ্য কোটগাঁ...

নজর কাড়লেন কিয়ারা

বিনোদন ডেস্ক: কান চলচ্চিত্র উৎসব...

রাজধানীতে মোটরচালিত রিকশা চলাচল নিষেধ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগরীর ম...

বহুবছর পর এভারেস্ট চূড়ায় বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক: পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের উচ্চতম শৃঙ্...

নীল তিমি সম্পর্কে রহস্য উদঘাটন

আন্তর্জাতিক ডেস্ক: বর্তমানে পৃথিব...

তাপপ্রবাহ নিয়ে যা জানালেন বিজ্ঞানীরা

নিজস্ব প্রতিবেদক: বর্তমানে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা