সারাদেশ

বাবা-মায়ের কবরের পাশে শায়িত খসরু

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: সাবেক আইনমন্ত্রী, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরুকে শেষ বিদায় জানানো হয়েছে।

বৃহস্পতিবার বাদ আসর পঞ্চম ও শেষ জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বর্ষীয়ান এই রাজনীতিবিদকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মিরপুর গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে।

জানা গেছে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মতিন খসরু করোনায় আক্রান্ত হয়ে গত ১৬ মার্চ থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। বুধবার বিকেল ৪টা ৫০মিনিটে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বর্ষীয়ান এই রাজনীতিবিদ ও আইনজ্ঞের মৃত্যুতে শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া কুমিল্লার রাজনীতিবিদদের মধ্যে শোক প্রকাশ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সহ-সভাপতি স্থানীয় সরকারমন্ত্রী মো.তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার প্রমুখ।

পরিবার ও দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর ঢাকার বাসভবনের পাশে বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় তার দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ সুপ্রিম কোর্টে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে আওয়ামী লীগ, সুপ্রিম কোর্ট বার ও তার সতীর্থরা শ্রদ্ধা আর ভালোবাসায় খসরুকে স্মরণ করেন। ঢাকায় এ দু’টি জানাজা শেষে মতিন খসরুর মরদেহ নিয়ে আসা হয় তার নির্বাচনী এলাকা কুমিল্লা-৫ আসনে (বুড়িচং-ব্রাহ্মণপাড়া)।

এদিন বাদ জোহর বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের আগে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, কুমিল্ল দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, অ্যাডভোকেট রেজাউল করিম, জেলা যুবলীগের সাবেক সভাপতি শাহীনুল ইসলাম শাহিন, সাবেক জেলা পিপি মোস্তাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম খান, সাধারণ সম্পাদ আখলাক হায়দার প্রমুখ।

আলোচনা ও জানাজার নামাজ শেষে প্রশাসন এবং রাজনৈতিক নেতাকর্মীরা মতিন খসরুর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় নিজ বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলায়। সেখানে বিকেল চারটায় ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। সর্বশেষ আবদুল মতিন খসরুর নিজ গ্রাম উপজেলার মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় শেষ (পঞ্চম) জানাজা। পরে সর্বস্তরের মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় এবং রাষ্ট্রীয় মর্যাদায় বর্ষীয়ান এই রাজনীতিবিদকে পারিবারিক কবরস্থানে তার বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হয়।

আওয়ামী লীগের সভাপতিণ্ডলীর সদস্য মতিন খসরু কুমিল্লা-৫ আসন থেকে বর্তমান মেয়াদসহ মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬-২০০১ আওয়ামী লীগ সরকারে তিনি আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। মতিন খসরু আইনমন্ত্রী থাকাকালে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বিচারের পথ খোলা হয়। গত ১০ ও ১১ মার্চ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে তিনি সভাপতি নির্বাচিত হন।

মতিন খসরুর জন্ম ১৯৫০ সালের ১২ ফেব্রুয়ারি ব্রাহ্মণপাড়া উপজেলার মিরপুর গ্রামে। তার বাবার নাম মো.আবদুল মালেক এবং মা জাহানারা বেগম। আবদুল মতিন খসরু ব্যক্তিজীবনে এক ছেলে ও এক মেয়ের জনক। মতিন খসরু ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং অবিভক্ত বুড়িচং থানার মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। ১৯৭৮ সালে কুমিল্লা জজ কোর্টে আইন পেশায় যুক্ত হন মতিন খসরু। পরে ১৯৮২ সাল থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে নিয়মিত প্র্যাকটিস শুরু করেন তিনি।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: টানা একমাস দাবদ...

মিল্টন সমাদ্দার রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: মৃত্যুর জাল সনদ তৈরির অভিযোগে প্রতারণা ও জ...

আমিরাতে প্রবল বৃষ্টিপাত, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক: প্রবল বৃষ্টিপা...

লিওনার্দো দা ভিঞ্চি’র প্রয়াণ

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স...

ভরিতে ১৮৭৮ টাকা কমলো স্বর্ণের দাম 

নিজস্ব প্রতিবেদক: টানা অষ্টমবারের...

বাস-ট্রাক সংঘর্ষে আহত ৮

জেলা প্রতিনিধ : রাজবাড়ীর পাংশায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৮ যাত্...

আচরণবিধি লঙ্ঘন করলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক : আমাদের কাছে সব প্রার্থী সমান। দল বা প্রার...

ব্রাজিলে ভারী বর্ষণ-ভূমিধস, নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের রিও গ্রান্ডে দো সুলে ব্যাপক ঝড়...

ট্রেন দুর্ঘটনায় তিনজন বরখাস্ত

জেলা প্রতিনিধি : গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা...

ভারতকে টপকে শীর্ষে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : ভারতকে সরিয়ে টেস্টে শীর্ষস্থান দখল করেছে অস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা