সারাদেশ

পোনে ৪ লাখ অভিবাসী কর্মী করোনায় দেশে ফিরে এসেছেন 

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী: বিদেশের বাজার শ্রম রপ্তানীকারণ দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। এই দেশ থেকে দক্ষ, আধা দক্ষ ও অদক্ষ শ্রমিকের সংখ্যা বিদেশের মাটিতে নেহায়েত কম নয়। সরকারী এক তথ্যের ভিত্তিতে জানা যায়, প্রায় এক কোটি ৩০ লাখ বাংলাদেশী অভিবাসী হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছে। তাদের শ্রমের বিনিময়ে অর্জিত অর্থ দেশে প্রেরণের ফলে দেশের রাজস্ব খাতের বড় একটি অংশ পুরণ করা হয়ে থাকে। কিন্তু সেই অভিবাসীরা যখন বিদেশের মাটিতে কোন প্রকার সমস্যায় ভোগে, মৃত্যুবরণ করে অথবা রোগাক্রান্ত হয় বা নারী গৃহকর্মীর কাজ করতে গিয়ে নানা ধরনের নির্যাতনের শিকার হয় অথবা কোন হয়রানীর শিকার হয় তখন প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যায় না।

“মুজিব বর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান” এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীতে অভিবাসীদের এক সম্মেলন এই তথ্যগুলো উঠে এসেছে।

সম্মেলনে বক্তারা আরও বলেন, বিদেশের মাটিতে কেউ হয়রানীর শিকার হয়ে সরকারী কোন কর্মকর্তার কাছ থেকে যে ধরনের সহায়তা পাওয়ার কথা সেই সহায়তা প্রবাসীরা পায় না। এছাড়া কোন গৃহকর্মী নির্যাতনের শিকার হলে সে একমাত্র পুলিশের সহায়তা ছাড়া আর কারো কাছে সহায়তা পায় না। অথচ এই প্রবাসীরাই দিনরাত পরিশ্রম করে দেশে অর্থ পাঠায়। সেই অর্থের একটি বিরাট অংশ সরকারী কোষাগারে জমা হয়।

তাই প্রবাসীরা দেশে ফিরে আসার পর তাদের নামে বিশেষ ভাতা চালুকরণ, রেমিটেন্সযোদ্ধা হিসেবে পরিচয়পত্র প্রনয়ন, দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রবাসী সদস্য ও তাদের পরিবারের সদস্যদের বিশেষ সুবিধা প্রদানসহ বিভিন্ন সুযোগ সুবিধার দাবী জানান সরকারের কাছে।

সম্মেলনে বক্তারা জানান, করোনার বিভিন্ন দেশ থেকে ফিরে আসতে বাধ্য হয়েছেন প্রায় পোনে ৪ লাখ প্রবাসী। এছাড়া নতুনকরে বিদেশে যাবেন এমন সদস্য সংখ্যাও কোন অংশে কম নয়।

অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের আয়োজনে রোববার (২৭ ডিসেম্বর) দিনব্যাপী জেলা শিশু একাডেমীর হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সংস্থার চেয়ারম্যান মো: সাকিরুল ইসলাম এর সভাপতিত্বে সদর উপজেলা চেয়ারম্যান সফর আলী ভূইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য রাখেন নরসিংদী সরকারী কারিগরী কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মাহতাব উদ্দিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন ভূইয়া বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা আক্তার, জেলা জনশক্তি অফিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো: শহিদুল আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো: হাবিবুর রহমান, চরদিঘলদী ইউপি চেয়ারম্যান আবু মুনসুর সরকার, মহিষাশুরা ইউপি চেয়ারম্যান ডা: কাজী এনামুল হক শাহীন, সংস্থার জেলা কর্মকর্তা মো বাবুল হোসেনসহ বিদেশ ফেরত কয়েকজন সদস্য।

সম্মেলনে প্রবাসীদের দাবী সম্বলিত কয়েকটি ফেস্টুন তৈরী করে তা জনগণের জন্য প্রদর্শন করা হয়।

সান নিউজ/এসআইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কর্মস্থলে না এসেও বেতন তোলেন শিক্ষক

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি:

প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক : আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আস...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ শনিবার (১৮মে) বেশ কিছু খেল...

মেঘনা নদীতে পাঙ্গাশ রক্ষায় অবৈধ চাই ধ্বংস 

ভোলা প্রতিনিধি: ভোলায় মেঘনা নদী থ...

মুন্সীগঞ্জে ভাসমান মরদেহ উদ্ধার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ পৌরসভার মধ্য কোটগাঁ...

ডক্টরেট ডিগ্রি পেল বিড়াল

আন্তর্জাতিক ডেস্ক: এবার বিশ্ববিদ্...

সেনাবাহিনী-কেএনএফের সাথে বন্দুকযুদ্ধে নিহত ৩

জেলা প্রতিনিধি: বান্দরবান জেলার রুমায় সেনাবাহিনীর সাথে বন্দু...

আরসার ৪ সন্ত্রাসী গ্রেফতার

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভি...

ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ঢাকা সফরে আসছেন...

মেট্রোরেলে ভ্যাট বসলে সুনাম নষ্ট হবে

নিজস্ব প্রতিবেদক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা