সাকিব আল হাসান
খেলা

দেশে ফিরছেন সাকিব

সান নিউজ ডেস্ক: বিসিবির কাছ থেকে তাৎক্ষণিক ছুটি নিয়ে আজ সোমবার (২১ মার্চ ) রাতেই জোহানেসবার্গ থেকে দেশের উদ্দেশ্যে বিমানে উঠতে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আরও পড়ুন: সাকিব চাইলে দেশে ফিরতে পারবেন

পরিবারের সদস্যদের অসুস্থতার কারণে দক্ষিণ আফ্রিকায় থাকতে পারছেন না সাকিব। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

পরিবারের মোট পাঁচজন সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এর মধ্যে তার ছোট তিন সন্তানও রয়েছে। সঙ্গে মা এবং শাশুড়িও অসুস্থ হয়ে হাসপাতালের বেডে। এমন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকায় থাকা অসম্ভব সাকিব আল হাসানের পক্ষে।

যদিও পরিস্থিতির দিকে নজর রাখার চেষ্টা করছিলেন তিনি। পরিবারের সদস্যদের শারীরিক অবস্থার উন্নতি হলে হয়তো তিনি দলের সঙ্গেই থেকে যেতেন।

বিসিবিও জানিয়েছে, পরিস্থিতি খারাপ হলে সাকিব যে কোনো মুহূর্তেই দেশে ফিরতে পারবেন। শেষ পর্যন্ত সেটাই হচ্ছে। জানা গেছে আজ দক্ষিণ আফ্রিকান সময় সন্ধ্যা ৬টা এবং বাংলাদেশ সময় রাত ১০টায় জোহানেসবার্গ থেকে বিমানে উঠবেন সাকিব। এরপর দেশে পৌঁছাতে তার যতক্ষণ সময় লাগে।

জালাল ইউনুস বলেন, ‘সাকিব থাকতে চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকায়, কিন্তু এখান থেকে তার স্ত্রী (উম্মে আহমেদ শিশির) সাকিবকে জানিয়েছে যে, তারা একা পরিস্থিতি সামলাতে পারছে না। এ কারণেই দেশে চলে আসার সিদ্ধান্ত নেয় সাকিব। মানবিক দিক বিবেচনা করে বিসিবিও তাৎক্ষণিক সাকিবের ছুটি মঞ্জুর করে নিয়েছে।

আরও পড়ুন: ছোট পর্দায় আজকের খেলা

২৩ মার্চ দক্ষিণ আফ্রিকার সঙ্গে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলার কথা রয়েছে বাংলাদেশের। প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। ওয়ানডে সিরিজের পর ৩০ মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। পরিবারের সদস্যদের অসুস্থতা কমে আসলে, চাইলে টেস্ট সিরিজ খেলতে যেতেও পারেন সাকিব।

প্রসঙ্গত, সাকিব আল হাসান একজন বাংলাদেশি ক্রিকেটার। তিনি বামহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং বামহাতি অর্থোডক্স স্পিনার। তিনি ২৮ অক্টোবর ২০১৯ পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি২০ আন্তর্জাতিক সংস্করণে অধিনায়কের দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের হয়ে খেলা সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার হিসেবে বিবেচিত সাকিবকে বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার বলে গণ্য করা হয়। ১০ বছর ধরে শীর্ষ অল-রাউন্ডার এর রেকর্ডের অধিকারী সাকিব এখনো একদিনের আন্তর্জাতিক ও টেস্ট ফরম্যাটে সর্বোচ্চ র‍্যাংকিং ধরে রেখেছেন। ২০০৬ সালের আগস্ট মাসে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে তার অভিষেক হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: টানা একমাস দাবদ...

মিল্টন সমাদ্দার রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: মৃত্যুর জাল সনদ তৈরির অভিযোগে প্রতারণা ও জ...

আমিরাতে প্রবল বৃষ্টিপাত, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক: প্রবল বৃষ্টিপা...

লিওনার্দো দা ভিঞ্চি’র প্রয়াণ

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স...

ভরিতে ১৮৭৮ টাকা কমলো স্বর্ণের দাম 

নিজস্ব প্রতিবেদক: টানা অষ্টমবারের...

পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জের সদরে পুকুরের পানিতে ডুবে দুই ভ...

তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস

নিজস্ব প্রতিবেদক : ঢাকাসহ বিভিন্ন বিভাগের ওপর দিয়ে যে তাপপ্র...

বৃষ্টিতে বন্ধ খেলা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টি-টোয়...

রাজধানীতে বাসের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বকশিবাজারে বাসের ধাক্কায় আনোয়ার...

বাস-ট্রাক সংঘর্ষে আহত ৮

জেলা প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৮ যাত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা