ছবি : সংগৃহিত
রাজনীতি

জাতীয় পার্টির কারণে বিএনপির এই অবস্থা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুর-১ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম তার বক্তব্যে স্থানীয় অপর বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফরকে ইঙ্গিত করে বলেন, 'বিজাতীয় জাতীয় পার্টির নেতাদের কারণে আজ আমাদের এই অবস্থা।

আরও পড়ুন : কোনো স্থানই শূন্য থাকে না

আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। সামনে এক দফা আন্দোলন হবে। ওই আন্দোলনে আপনাদের সকলকে শরীক হতে হবে।'

ফরিদপুরের বোয়ালমারীতে নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠা দলীয় কোন্দলে জর্জরিত বিএনপির একাংশের ইফতার মাহফিলে খন্দকার নাসিরুল ইসলাম এসব কথা বলেন।

ওই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছোলনা গ্রামের মো. ছিদ্দিকুর রহমানের বাড়িতে। এর আগে প্রশাসন ও নির্ধারিত অনুষ্ঠানস্থলের কর্তৃপক্ষের অনুমতি না মেলায় দুই দফায় স্থান পরিবর্তন করতে হয়। ওই ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলামের নেতৃত্বে উপজেলা বিএনপির একাংশ।

আরও পড়ুন : সংস্কৃতির সঙ্গে ধর্মের বিরোধ নেই

জানা যায়, উপজেলা বিএনপির ব্যানারে স্থানীয় বিএনপির একাংশের উদ্যোগে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেল ৪টায় পৌর সদরে অবস্থিত জর্জ একাডেমি চত্বরে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। বিএনপির দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনা করে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনের উপস্থিত থাকার কথা ছিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা ছিল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মো. সিরাজুল ইসলামের।

গত কয়েকদিন ধরে বিএনপির একাংশ কর্তৃক প্রচারণা চালানো ওই ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠান প্রথমে বোয়ালমারী জর্জ একাডেমিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তার বিদ্যালয়ে বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান করার অনুমতি দিতে অপারগতা প্রকাশ করেন। এরপর অনুষ্ঠানস্থল পরিবর্তন করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সঞ্জয় সাহার মালিকানাধীন পৌরশহরের কামারগ্রামে ওই অনুষ্ঠান করার প্রস্তুতি নিলে সেখানে থানা প্রশাসনের অনুমতি মেলেনি।

আরও পড়ুন : জাফরুল্লাহর প্রতি শ্রদ্ধা ও স্যালুট

পাশাপাশি বিএনপির শাহ জাফরপন্থী গ্রুপকেও ইফতার ও দোয়া মাহফিল পন্ড করতে শহরের বিভিন্ন স্থানে মহড়া দিতে দেখা যায়। পরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমানের বাসভবনে ওই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মো. সিরাজুল ইসলামের সভাপতিত্ব করেন।

এডভোকেট মো. সিরাজুল ইসলাম স্থানীয় সাবেক সাংসদ শাহ জাফরকে ইঙ্গিত করে বলেন, 'তার আচরণে ক্ষুব্ধ হয়ে তাকে ছেড়ে আসতে বাধ্য হয়েছি। আমি অনেক প্রতিকূলতার মধ্যে রাজনীতি করছি। আমরা শহীদ জিয়ার আদর্শ সৈনিক। বিএনপিতে কোন বিভেদ নেই।'

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর নেতৃত্বেই গণতন্ত্র প্রতিষ্ঠিত

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির আহবায়ক মো. আব্বাস মিয়া, সদস্য সচিব নুরুজ্জামান খসরু, বোয়ালমারী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইকরাম হোসেন, পৌর কৃষকদলের আহবায়ক বজলুল করিম চাঁদ, সদস্য সচিব সরোয়ার হোসেন দুলু চৌধুরী, জেলা যুবদলের সহ সম্পাদক মো. ইমরান হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সঞ্জয় সাহা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল আলীম মানিক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হোসেন সালেহ বিপ্লব প্রমুখ।

প্রসঙ্গত: উপজেলা বিএনপির অপর অংশের নেতৃত্বে রয়েছেন ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ শাহ মো. আবু জাফর। সম্প্রতি বোয়ালমারী উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন নিয়ে টানাপোড়েনের ফলে দলীয় কোন্দল মাথাচাড়া দিয়ে ওঠে।

ফলে সাবেক সাংসদ শাহ মো. আবু জাফরের দীর্ঘদিনের বিশ্বস্ত সহচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মো. সিরাজুল ইসলাম শাহ জাফরের পক্ষ ত্যাগ করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর):

বোয়ালমারীতে হত্যাচেষ্টা মামলায় সুদেব সিং গ্রেফতার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে...

বাংলাদেশের বিশ্বকাপ ফটোসেশন

স্পোর্টস ডেস্ক : আগামী ২ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের...

স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে পারিবারিক কলহের জে...

ভোলায় এলজিইডি’র জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ 

ভোলা প্রতিনিধি: ভোলায় জেলা ও উপজে...

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ২৯ জনকে গ্রে...

আগুনে শতাধিক ঘর-দোকান ভস্মীভূত

জেলা প্রতিনধি : গাজীপুরের ভোগড়া এলাকায় আগুনে তিনটি কলোনির...

বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হয়ে মো. সা...

হেনরি ফন্ডা’র জন্ম

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স...

৫৮ জেলায় বইছে তাপপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক : কয়েকদিনের বিরতির ফের গরম বাড়তে থাকায় দেশে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা