জাতীয়

জলাবদ্ধতায় যুক্ত হয়েছে বিকল গাড়ি

জাহিদ রাকিব: বৃষ্টির কারণে রাজধানীতে জলাবদ্ধতার সাথে যুক্ত হয়েছে বিকল গাড়ি। সড়কের বিভিন্নস্থানে বিকল হয়ে পড়া গাড়ীগুলো যত্রতত্র ফেলে রাখায় যানজট তৈরি হচ্ছে। এতে জলাবদ্ধতা ও যানজট মিলে নগরবাসীর জীবন দুর্বিসহ হয়ে উঠছে।

আজ মধ্যরাত থেকেই রাজধানীতে কখনো গুড়ি গুড়ি, কখনো বা মূষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জমেছে পানি। কোথাও কোথাও পানির ওপরে ভাসছে গাড়ি। এতে কর্মব্যস্ত নগরবাসী চলাচলে অন্তহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। তা ছাড়া পানি অপসারণের ড্রেনগুলো সচল না থাকায় জলাবদ্ধতা আরও তীব্র হচ্ছে। পাশাপাশি বিভিন্ন সেবা সংস্থার অপরিকল্পিত খোঁড়াখুড়িও বাড়িয়ে দিয়েছে দুর্ভোগ।

মঙ্গলবার (২২ জুন) রাজধানীর বেশ কিছু এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। বিশেষ করে রাজধানীর মালিবাগ, রাজারবাগ ও জাতীয় প্রেসক্লাব এলাকায়। এতে বেশি দুর্ভোগে পড়েছেন পথচারী ও ফুটপাতের ব্যবসায়ীরা। মালিবাগ ওভার ব্রিজে দেখা যায় একটি গাড়ী ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।


রাজারবাগ পুলিশ লাইনের সামনে বেশ কিছু বিকল গাড়ী রেখে দেয়া হয়েছে। তা ছাড়া রাস্তায় দোকানের সামনে অযথা গাড়ী দাড় করিয়ে রাখায় যানজট তৈরি হচ্ছে।

রাজারবাগ এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, সকালে অফিস করার জন্য বের হয়ে দেখি বৃষ্টির পানিতে সড়ক তলিয়ে গেছে। রিকশা, সিএনজি ও প্রাইভেট কার চলাচল করতে পারছে না। এই এলাকায় ফুটপাত ধরেও চলাচল কঠিন হয়ে পড়েছে।

মালিবাগ এলাকায় কথা হয় পথচারী রাজিব দাসের সাথে। তিনি বলেন, বৃষ্টি প্রকৃতির আশীর্বাদ হলেও আমাদের জন্য দুঃখই বয়ে আনে। সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি জমে যায়। আর একটু ভারি বৃষ্টি হলেই কোমরপানি। পানির সাথে যুক্ত হয়েছে বিকল গাড়ী। এখানে সেখানে এগুলো রেখে দেয়ায় চলাচলে সমস্যা তৈরি হয়।

এদিকে বৃষ্টিতে দোকান খুলতে পারছেন না অনেক ব্যবসায়ী। বায়তুল মোকারমের সামনে টুপি বিক্রেতা আলতাফ মিয়া বলেন, দীর্ঘ দিন লকডাউন থাকায় দোকান খুলতে পারি নাই। আর এখন বৃষ্টির কারণে দোকান খুলতে পারছি না। বৃষ্টি বন্ধের মাঝে যতটুকু খুলছি তাও কোন ক্রেতা নাই। সারাদিনে দোকান ভাড়া ও খরচের টাকা উঠাতে পারি না। কিভাবে পরিবার চালাবো, নিজে চলবো?

আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানীতে আজ সারাদিন থেমে থেমে বৃষ্টি হবে। আকাশ থাকবে মেঘলা। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারেও বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সাননিউজ/জেআই/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কেশবপুরে নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন

আব্দুর রাজ্জাক সরদার, কেশবপুরঃ আগামী ০৮ ই মে ২০২৪, রোজ বুধবা...

আফ্রিকায় ভারী বৃষ্টি, নিহত ১৫৫

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকায় গত কয়েক সপ্তাহ ধরে ভারী বৃষ্টি হ...

রাজধানীতে ময়লার গাড়ির ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মুগদার মদিনাবাগ এলাকায় ঢাকা দক্ষ...

তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত

নিজস্ব প্রতিবেদক: দেশের ১৮টি জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ...

থাইল্যান্ডের সঙ্গে ৫ দ্বিপক্ষীয় নথি সই

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিশেষ...

মাকে গলা কেটে হত্যা করল ছেলে

জেলা প্রতিনিধি: বিয়ে না দেওয়ায় চা...

পঞ্চগড়ে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে চাওয়াই নদীতে গোসল করতে নেমে আলমি আক্...

চারতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

খায়রুল খন্দকার টাঙ্গাইল : টাঙ্গাই...

শনিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না 

নিজস্ব প্রতিবেদক: পাইপলাইনের কাজে...

ভারতীয় ৩ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা