ওরা ১১ জন: সুবর্ণজয়ন্তীতে স্মরণ
মতামত

ওরা ১১ জন: সুবর্ণজয়ন্তীতে স্মরণ

অজয় দাশগুপ্ত : আজ থেকে ৫০ বছর আগের কথা। আমি তখন গোঁফ গজানো কিশোর। টিন এইজের প্রায় শেষ ধাপে। বাড়ি থেকে সিনেমা দেখতে যাবার চল ছিল। মাঝেমধ্যে ম্যাটিনি বা ইভিনিং শো দেখে আসতাম সবাই মিলে।

আরও পড়ুন: আমরা ব্যয় সংকোচন করছি

সদ্য স্বাধীন দেশে ভারতীয় বাণিজ্যিক ছবি আর মুক্তিযুদ্ধের আগে নির্মিত ফাইল চাপা পড়া ছবিগুলো চলতো দেদারসে। এর ভেতরেই মুক্তি পেয়েছিল মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ছবি ‘ওরা ১১ জন’। তখন দুইভাবে প্রচার প্রচারণা হতো। এক, রিকশা চড়ে মাইক হাতে শহরময় ঘুরে বেড়ানো লোকটি সুর করে করে বলতো অমুক হলে মুক্তি পাচ্ছে অমুক ছবি।

দুই, আরেকটি প্রচার মাধ্যম ছিল শহরময় পোস্টার। পাড়া মহল্লার দেয়ালে দেয়ালে শোভিত পোস্টারগুলো খুঁটিয়ে দেখতাম আমরা। সে পোস্টার দেখেই ঠিক করেছিলাম প্রথম দিনেই দেখতে হবে সিনেমাটি।

চট্টগ্রাম শহরের সিনেমা হলে সেদিন অন্য এক দৃশ্য। সকাল ১০টা-১১টা থেকে টিকিটের জন্য লাইন। সে লাইন বাড়তে বাড়তে কুণ্ডলী পাকিয়ে চলে গেছে দূর থেকে দূরে। এমন লাইন ভেদ করে কিশোর উত্তীর্ণদের টিকেট পাওয়া দুঃসাধ্য। তাও ব্ল্যাকে মানে কালোবাজার থেকে বেশি দামে টিকিট কেটে ‘ওরা ১১ জন’ দেখেছিলাম আমরা।

মুক্তিযুদ্ধ নিয়ে এর আগে পরে অনেক ছায়াছবি নির্মিত হয়েছে। বীরোত্তম কাদের সিদ্দিকীর কাহিনি নিয়ে ‘বাঘা বাঙালি’, মমতাজ আলীর ‘রক্তাক্ত বাংলা’ মনে রাখার মতো মুভি। তখন না বুঝলেও এখন ঠিক বুঝতে পারি কেউ কেউ কায়দা করে মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষ করতেও ছবি বানিয়েছেন। মানুষের মনে ভয় ঢুকিয়ে দেয়ার জন্য এদের ‘অমানুষ’ বলার অপচেষ্টায় ছবির নাম দেয়া হয়েছিল ‘আবার তোরা মানুষ হ’। কেন? মুক্তিযোদ্ধারা কি মানুষ ছিলেন না? যাঁরা দেশের জন্য জান বাজী রেখে লড়াই করেন তাঁরা তো মহামানব। এসব মহানদের ‘অমানুষ’ বলার ধৃষ্টতা দেখেছি আমরা।

আরও পড়ুন: বড় ধাক্কা খেয়েছে মমতার তৃণমূল কংগ্রেস

বলছিলাম ‘ওরা ১১ জন’ ছবিটির কথা। সে সময় সারা দেশ কাঁপিয়ে তোলা এই ছবির নায়ক ছিলেন নবাগত খসরু। বীর মুক্তিযোদ্ধা খসরু আজীবন বঙ্গবন্ধু অনুগত এক মুক্তিযোদ্ধা। তাঁর অভিনয় জীবন বা অভিনয় প্রতিভা বড় বিষয় না, বিষয় ছিল একজন খাঁটি মুক্তিযোদ্ধার ছায়াছবিতে নায়ক হওয়া। আরেক বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা ছিলেন এই ছবির প্রযোজক। চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ওরা ১১ জন’-এ নায়ক রাজ রাজ্জকও অভিনয় করেছিলেন। সবাইকে ছাপিয়ে গিয়েছিল রাজাকার চরিত্রে এ টি এম শামসুজ্জামান। এই ছায়াছবিতে ফিরে এলেন রবীন্দ্রনাথ। বাঙালির মন মননে বহুদিন বেজেছে, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। এখনো চোখ বন্ধ করলে দেখতে পাই রাইফেল কাঁধে খসরু গ্রামে ঢুকছেন, নেপথ্যে গীত হচ্ছে এই গান। ‘ওরা ১১ জন’র গান, ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা’ এতো বছর পরও মানুষের মনে জাগরুক।

আরও পড়ুন: সৌদিতে চাকরি বদলানোর সুযোগ

৫০ বছর পূর্বে মুক্তিযুদ্ধের এই ছবির আবেগ ও বাস্তবতা থেকে অনেক দূরে চলে এসেছি আমরা। সোহেল রানা, চাষী নজরুল ইসলাম দল বদল করেছেন। খসরু হয়ে গেছেন অদৃশ্য। কিন্তু ইতিহাস তো বদলায় না। বদলায় না অতীত। বাংলাদেশের চলচ্চিত্র জগতে ‘ওরা ১১ জন’ অনাদিকাল তার গৌরব ও মর্যাদা নিয়ে বেঁচে থাকবে।

‘ওরা ১১ জন’ মুক্তিযোদ্ধা তথা দেশের সব যোদ্ধাদের জানাই বিনম্র শ্রদ্ধা। আমরা তোমাদের ভুলবো না।জন ব্যারিস্টার সুমনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

প্রবাসী

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে ভূমি দুস্যুর বিরুদ্ধে মানববন্ধন 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম...

ফসলের ক্ষতি করে চলছে অবৈধ ব্যাটারি ইন্ডাস্ট্রি

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর):

গরমে বারবার গোসল করা কি ক্ষতিকর?

লাইফস্টাইল ডেস্ক: বৈশাখের শুরু থে...

আজ শেরে বাংলার ৬২তম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক: আজ অবিভক্ত বাংল...

খাগড়াছড়িতে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি:

হিটস্ট্রোকে একদিনেই ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: তীব্র তাপপ্রবাহের কারণে হিট স্ট্রোকে আক্রা...

আইনি সেবায় মানবিকতাকেও স্থান দেয়া উচিত

নিজস্ব প্রতিবেদক: আইনি সেবা প্রদানকালে পুঁথিগত আইন প্রয়োগের...

ভূঞাপুরে বৃষ্টির জন্য নামাজ আদায় 

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: প্রচণ্ড তাপদাহে জনজীবন অতিষ্ট। নেই...

প্রধানমন্ত্রী দেশে ফিরছেন কাল

নিজস্ব প্রতিবেদক: থাইল্যান্ড সফর শেষে আগামীকাল ব্যাংকক থেকে...

ডিপিএস এসটিএস স্কুলে গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: ডিপিএস এসটিএস স্কুল ঢাকার ২০২৩-২৪ শিক্ষাবর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা