বাণিজ্য

পেঁয়াজের উৎপাদন বাড়বে ৪ লাখ টন

নিজস্ব প্রতিবেদক : পেঁয়াজ উৎপাদনে স্বনির্ভর হতে চায় বাংলাদেশ। এজন্য পেঁয়াজের মৌসুমে প্রায় ৪ লাখ টন পেঁয়াজ বেশি উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদফতর। আর এ লক্ষ্যমাত্রা অর্জনে ৫০ হাজার কৃষককে ২৫ কোটি টাকার বিশেষ প্রণোদনা দেওয়া হয়েছে। প্রণোদনার টাকা যথা সময়ে পাওয়ায় কৃষকদের মধ্যেও আগ্রহ বেড়েছে।

প্রকৃতি ও প্রাকৃতিক পরিবেশ অনুকুলে থাকলে এ মৌসুমে ২৯ লাখ ৪৬ হাজার টন পেঁয়াজ পাওয়ার আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদফতর। তবে ভালমানের বীজ না পাওয়ায় ব্যাহত হচ্ছে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন। এদিকে অতিমাত্রায় কুয়াশার কারণে নতুন মুড়িকাটা আগাম পেঁয়াজ তোলার কার্যক্রম ব্যাহত হয়। কুয়াশা কেটে গেলেই বাজারে এসব পেঁয়াজ প্রবেশ করলে দাম কিছুটা কমে আসবে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২০১৯-২০ মৌসুমে দেশে ২৫ লাখ ৫৭ হাজার টন পেঁয়াজ উৎপাদন হয়েছিল। উত্তোলন পরবর্তী সংরক্ষণের অভাবে শতকরা ২৪ ভাগ পেঁয়াজের ক্ষতি হয়। তাহলে মোট উৎপাদন ১৯ লাখ টন। আর ২০১৮-১৯ মৌসুমে পেঁয়াজ উৎপাদন হয় ২৩ লাখ ৩০ হাজার টন।

চলতি ২০২০-২১ মৌসুমের শুরুতেই কৃষি সম্প্রসারণ অধিদফতর, পেঁয়াজের লক্ষ্যমাত্রা নির্ধারণ নিয়ে বৈঠক করে চলেছে। এ বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে উৎপাদন বাড়ানোর জোর তাগিদ দেওয়া হয়। বৈঠকে এ মৌসুমের জন্য উৎপাদন ২৯ লাখ ৪৬ হাজার টন নির্ধারণ করা হয়েছে, যা গত অর্থবছরের চেয়ে প্রায় ৪ লাখ টন বেশি।

এর মধ্যে দেশীয় কৃষকের উৎস থেকে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে প্রায় ৩ লাখ টন পেঁয়াজ বেশি আসবে। বাকি প্রায় ১ লাখ টন আসবে যথাযথ সংরক্ষণ প্রক্রিয়ার উন্নয়নের মাধ্যমে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ বলেন, ‘এবার সাড়ে ২৯ লাখ টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।

তবে পুরোটা উৎপাদনের মাধ্যমে আসবে না। আমরা উৎপাদন বৃদ্ধি ও পচন রোধকল্পে কাজ করছি। উৎপাদন করে পাব প্রায় ৩ লাখ টন। বাকি ১ লাখ টন পাব সংরক্ষণ ও পচনের হাত থেকে রক্ষা করার মাধ্যমে। তার পরও এটা চাহিদার তুলনায় যথেষ্ট নয়। আমাদের লক্ষ্য ২০২৪-২৫ মৌসুমে দেশে যে পরিমান চাহিদা সেই পরিমাণ পেঁয়াজ উৎপাদন করা। সেই সময়ের মধ্যে যে চাহিদা বাড়বে সেটাও আমরা উৎপাদন করতে পারব বলে আশা করছি।’

সে কর্মকর্তা আরও জানান, বর্তমানে দেশে প্রায় ৩৫ লাখ টন পেঁয়াজের চাহিদা রয়েছে। এর মধ্যে গড়ে ২০-২৫ শতাংশ পিঁয়াজ সংরক্ষনের অভাবে নষ্ট হয়ে যায়। সেই হিসাবে দেশের বার্ষিক নিট চাহিদা ২৬-২৭ লাখ টন। উৎপাদন ঘাটতি থাকায় প্রতি বছর গড়ে ১০ লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয়। গত দুই মৌসুম ধরে কোনও ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই পেঁয়াজি আমদানি বন্ধ করে দিচ্ছে বাংলাদেশ। এর বড় প্রভাব পড়ে দেশের বাজারে। হুহু করে দাম বেড়ে যায়। সামাল দিতে সরকারকে মিসর, তুরস্ক, চীন ও মিয়ানমার থেকে জরুরি ভিত্তিতে পেঁয়াজ আমদানি করতে হয়।

দেশে বর্তমানে পেঁয়াজের পচনরোধ করার জন্য নেই কোন সংরক্ষনাগার। দেশের কৃষক যেভাবে পেঁয়াজ সংরক্ষণ করে তা বিজ্ঞান সম্মত নয়। মাচা পদ্ধতিতে ১২ ইঞ্চি পুরু পেঁয়াজ রাখতে পারলে পচন অনেক কম হয়। কিন্তু কৃষকরা ১৮ ইঞ্চি পর্যন্ত পুরু করে রাখেন। এতে পেঁয়াজের পচন অনেক বেশি হয়।

এছাড়া কীভাবে সংরক্ষণ করতে হয় সেই বিষয়ে অনেক কৃষকের বাস্তবসম্মত জ্ঞান নেই। এ কারণেও অনেক পেঁয়াজ পচে যায়। তাই কৃষি সম্প্রসারণ এবার পচন রোধের বিষয়ে জোর দিয়েছেন। সংস্থাটি চাইছে বর্তমানে যে হারে পেঁয়াজ পচন ধরে আগামী ২০২৪-২৫ অর্থবছরের মধ্যে তা অন্তত ২৫ শতাংশ কমিয়ে আনতে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কোচিং সেন্টারে মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম...

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন ও মামলা বাতিলের আবেদনের শুনানি পেছাল

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম হত্য...

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র...

‘গোপন রাজনীতি’, ছাত্রশিবির ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম সংস্কৃতি এবং এই কেন্দ্রিক নির্যাতন গত ১৫ বছরে ছি...

খাতিরের ঠিকাদারকে কাজ দিতে ডিএনসিসির দরপত্রে ‘কারসাজি’

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বাতি স্থাপনের কাজ ‘খাতিরের’...

চিকিৎসক নেতা নারায়ণ হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বা...

ভরাডুবির ভয়ে কিছু খুচরা পার্টি নির্বাচন চাচ্ছে না: দুদু

নির্বাচন হলে যাদের ভরাডুবি হবে তারাই নির্বাচন চাচ্ছে না বলে মন্তব্য করেছেন বি...

রিকশাচালককে কীসের ভিত্তিতে গ্রেপ্তার, ধানমন্ডি থানার ওসির ব্যাখ্যা তলব

রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে রিকশাচালক আজিজুর রহমানকে কীসের ভিত্তিতে গ্রেপ্তার ক...

প্রধান উপদেষ্টা নিজে ক্লিয়ার করেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে: রিজওয়ানা

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা...

জুলাই সনদে ‘ধর্মনিরপেক্ষতার’ অবস্থান অস্পষ্ট: ডেভিড বার্গম্যান

জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়া পাঠিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা