জাতীয়

যাত্রা শুরু পায়রা বিদ্যুৎকেন্দ্রের

নিজস্ব প্রতিবেদক:

দেশের সবচেয়ে বড় পায়রা বিদ্যুৎকেন্দ্র পরীক্ষামূলকভাবে তার উৎপাদন কাজ শুরু করেছে।

১৩ জানুয়ারি সোমবার বেলা ১১টায় জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হয় কেন্দ্রটিকে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে পায়রা বিদ্যুৎকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানা গেছে। তবে কবে তিনি উদ্বোধন করবেন সেটা এখনো জানা যায়নি।

বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানির (বিসিপিসিএল) প্রধান নির্বাহী কর্মকর্তা এ এম খোরশেদুল আলম কেন্দ্রটির উৎপাদন শুরুর খবর নিশ্চিত করেন।

তিনি জানান, সফলভাবে কেন্দ্রটি বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। বিভিন্ন ধাপে এখন উৎপাদন বৃদ্ধি করা হবে। এরইমধ্যে বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে।’

প্রকল্প পরিচালক শাহ আব্দুল মাওলা বলেন, ‘আজকে বেশ কিছুক্ষণ কেন্দ্রের প্রথম ইউনিট চালানো হয়। সেখান থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে গ্রিডে। আগামীকাল মঙ্গলবার আবারও চালাবো। প্রতিদিন অল্প অল্প করে বিদ্যুৎ সরবরাহ করা হবে, এরপর বাড়ানো হবে। পাশাপাশি যন্ত্রপাতিগুলোও চলবে এই মাসজুড়েই।’

এটি দেশের কয়লাচালিত সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র। সব মিলিয়ে পায়রা বিদ্যুৎকেন্দ্র থেকে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এর আগে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনক্ষমতা ছিল ৪৫০ মেগাওয়াট, যা গ্যাসচালিত।

কেন্দ্রটি রাষ্ট্রীয় নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি (এনডব্লিউপিজিসিএল) এবং চীনের ন্যাশনাল মেশিনারি এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট করপোরেশন (সিএমসি) যৌথভাবে নির্মাণ করে। ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগে নির্মিত এই কেন্দ্রের ঋণ সহায়তা দিয়েছে চীনের এক্সিম ব্যাংক।

বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রথম ইউনিট ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। একই সক্ষমতায় আগামী মে মাসে দ্বিতীয় ইউনিটও উৎপাদনে আসবে।

এক নজরে দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা:

২০১৮-১৯ এ বিদ্যুৎ বিভাগের অর্জন:

এ সময়ের মধ্যে সারা দেশে মোট বিদ্যুৎ গ্রাহক সংখ্যা ৩ কোটি ৩ লক্ষ থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৩ কোটি ৪৩ লক্ষ। অর্থাৎ ৪০ লক্ষ নতুন গ্রাহক সংযুক্ত হয়। এ অর্থে মোট বিদ্যুৎ ব্যাবহারকারীর সংখ্যা ০৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এছাড়া বিদ্যুত বিতরণের সিস্টেম লস ৯.৬০ হতে ০.২৫ শতাংশ হ্রাস পেয়ে ৯.৩৫ শতাংশে উন্নীত হয়। যেখানে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন প্রতি ঘন্টায় ৪৬ কিলোওয়াট বৃদ্ধি পায়।

বছর শেষে ৩,৪৯৩ মেগাওয়াট বিদ্যুৎ (আমদানীসহ) জাতীয় গ্রীডে যুক্ত হয়। যা দেশের মোট উৎপাদন ও সক্ষমতার বিচারে বিদ্যুতের অগ্রগতির জানান দেয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজনৈতিক দলের সমর্থন না পেলে সব কাজ বিফলে যাবে: সিইসি

প্রবাসী ভোটিং পদ্ধতি বাছাইয়ে রাজনৈতিক দলসহ সব অংশী...

২৯ এপ্রিল: বিপ্লবী রবি নিয়োগীর জন্মদিন

রবি নিয়োগী ১৯০৯ সালের ২৯ এপ্রিল শেরপুরে এক বিখ্যা...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের...

অবৈধ আদেশ পালন করে জনরোষের শিকার পুলিশ: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরি...

ফেনী ছাত্রদলের তদন্ত কমিটি

ফেনীর জনপ্রিয় এক পত্রিকার চীফ রিপোর্টার আরিফ আজমকে হুমকি ও ফেনী সরকারি কলেজ গ...

পেহেলগাম হামলার প্রতিশোধ নিতে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন মোদী

কিছুদিন আগে কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় বহু সৈন্য প্রাণ হার...

সাবেক সংসদ সদস্য তুহিনের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহ...

আলুবীজের দরপতনে দুশ্চিন্তায় বগুড়া ও জয়পুরহাটের চাষিরা

আলুবীজ উৎপাদনে খরচ হয়েছে কেজিপ্রতি ৩০ টাকা। কিন্তু চলতি মৌসুমে ২৬ টাকা দরে বি...

বগুড়ায় পৌরসভার ঢালাই রাস্তার ওপর ইটের প্রাচীর নির্মাণ

বগুড়া শহরের শিববাটি এলাকায় পৌরসভার আরসিসি ঢালাই রাস্তা কেটে এবং ভেঙে বাড়ির সী...

ভালুকায় হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা হাইওয়ে থানা কর্তৃক আয়োজিত “ওপেন হাউজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা