সারাদেশ

মুলাদী-বানারীপাড়ায় আবাবও নৌকার বিজয়

খান রুবেল, বরিশাল : বরিশাল জেলার মুদলী ও বানারীপাড়া পৌরসভার নির্বাচনে পুনরায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিজয় হয়েছে। দুই পৌরসভাতেই বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা।

এদের মধ্যে মুলাদী পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিক উজ্জামান রুবেল তৃতীয় বার এবং বানারীপাড়ায় অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। রবিবার রাতে ভোট গণনা শেষে স্ব স্ব পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা ওই দুই প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

মুলাদী পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মো. সোহেল সামাদ জানান, ‘এ পৌরসভায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শফিক উজ্জামান রুবেল ৭ হাজার ৫৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দীদারুল আহসান খান মোবাইল প্রতীক নিয়ে দুই হাজার ৬৫ ভোট পেয়ে দ্বিতীয় এবং হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ৯৪৯ ভোট পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মুঞ্জুরুল ইসলাম। এছাড়া ধানের শীষ প্রতীক নিয়ে ৪৯২ ভোট পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক মো. আল মামুন।

অপরদিকে, ‘বানারীপাড়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নূরে আলম জানিয়েছেন, ‘বানারীপাড়ায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সুভাষ চন্দ্র শীল পাঁচ হাজার ৪২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. জিয়াউল হক মিন্টু নারীকেল গাছ প্রতীক নিয়ে ৬৯৮ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। এছাড়া বিএনপি মনোনীত মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ ধানের শীষ প্রতীক নিয়ে ২৬৯ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, ‘রোববার বার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুটি পৌরসভায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে মুলাদী পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৫৬১ জন এবং নারীপাড়ায় ভোটার সংখ্যা ৯ হাজার ১২৭ জন।

এ সংখ্যক ভোটারের অনূকুলে মুলাদী পৌরসভায় মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাছাড়া বানারীপাড়ায় মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

এছাড়া মুলাদী পৌরসভায় মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ২২ জন ও সংরক্ষিত কাউন্সিলর ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলনের একজন করে এবং আ.লীগের বিদ্রোহী প্রার্থী একজন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রক্তে ভেজা ‘মুল্লুক চলো’ দিবস আজ

নিজস্ব প্রতিবেদক: আজ রক্তে ভেজা ঐ...

ডিভোর্সটাই চূড়ান্ত সিদ্ধান্ত ছিলো

বিনোদন ডেস্ক: বলিউড চলচিত্রের গ্র...

ইপিএল চ্যাম্পিয়ন ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক: ১ দিন আগেই ম্যানস...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ সোমবার (২০মে) বেশ কিছু খেল...

সম্পূর্ণ পুড়ে গেছে রাইসির হেলিকপ্টার

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বর্তমান...

যে কাজ করতেন না গৌরী

বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম সেরা...

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার ট...

ছুরিকাঘাতে নিহত ইজিবাইক চালক

জেলা প্রতিনিধি: নরসিংদী জেলায় ছুরিকাঘাতে ইউনুছ মিয়া (৩৭) নাম...

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১২ 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্...

ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে ভোট চলছে

জেলা প্রতিনিধি: ৭৬টি ঝুঁকিপূর্ণ ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা