ছবি: সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

মুক্তিযোদ্ধাদের সম্মানে জাতীয় শোক পালন

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: জাতিসংঘে পারমাণবিক অস্ত্র পরীক্ষা বন্ধের আহ্বান

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ রোববার (১৪ জানুয়ারি) ৩০ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ, ২ রজব ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: সূর্যসেনের ফাঁসি হয়

ঘটনাবলী:

১৫১৪ - দাসপ্রথার বিরুদ্ধে পোপ লিও এক্স ঘোষণা দেন।

১৬৩৯ - মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান গৃহীত হয়।

১৭৬১ - পানিপথের তৃতীয় যুদ্ধে আহমদ শাহ দুররানীর নেতৃত্বে আফগানরা মারাঠাদের পরাজিত করে।

১৮১৪ - ডেনমার্কের রাজা সুইডেনের রাজার হাতে নরওয়েকে ছেড়ে দেন।

১৮৫৮ - নেপোলিয়নের উপর ব্যর্থ হামলা চালানো হয়।

১৮৯৯ - স্বামী ত্রিগুণাতীতানন্দের সম্পাদনায় প্রথম উদ্বোধন (পত্রিকা) প্রকাশিত হয়। (১ মাঘ ১৩০৫ বঙ্গাব্দ)

১৯০৭ - জামাইকায় ভূকম্পনে কিংস্টন বিধ্বস্ত ও এক হাজার নিহত হয়।

১৯২৯ - আফগানিস্তানের রাজা আমানুল্লাহ সিংহাসন ছেড়ে দেন।

১৯৩৮ - আজকের মকর সংক্রান্তির দিনে বেলুড়মঠের রামকৃষ্ণ মন্দিরের দ্বারোদ্ঘাটন করা হয়।

১৯৪৩ - মরক্কোর ক্লাসাব্লাকা শহরে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাংকলিন ডি. রুজভেল্ট বৈঠকে বসেছিলেন।

১৯৬৯ - পূর্ব বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা কর্মসূচী গৃহীত হয়।

১৯৬৯ - ভারতের মাদ্রাজ রাজ্যের নতুন নামকরণ হয় তামিলনাড়ু।

১৯৭২ - ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নিহত মুক্তিযোদ্ধাদের সম্মানে স্বাধীন বাংলাদেশে জাতীয় শোক দিবস পালন করা হয়।

মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছেন তাদের স্মরণে ১৯৭২ সালের এ দিন নতুন সরকার জাতীয় শোক দিবস পালন করে। মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, যাদের প্রাণের বিনিময়ে লাল সবুজ পতাকা- শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এদিন তাদের স্মরণ করেছে জাতি।

দিনটিতে স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্তসহ বেশ কিছু বিষয়ে পদক্ষেপ নেওয়ার খবর পাওয়া যায় সেই সময়ের গণমাধ্যমে। অমর শহীদ স্মৃতি জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। উত্তোলন করা হয় কালো পতাকা। নিয়ম করে সরকারি বেসরকারি কর্মকর্তারা কালোব্যাজ ও কালো বাহুবন্ধনী ব্যবহার করেন।

আরও পড়ুন: ১০ জানুয়ারি মহাবীরের ফেরা

দৈনিক বাংলার ১৬ জানুয়ারির সংবাদপত্রে লিড স্টোরিতে ছিল জাতীয় শোক দিবসের খবর। প্রতিবেদনে বলা হয়েছে- প্রাণের সকল সম্ভ্রম দিয়ে স্মরণ করছি তাদের যারা নৃশংসভাবে নিহত হয়েছেন বাংলাদেশে দখলদার বর্বর সেনাবাহিনী ও তাদের সহযোগী নরপশুদের হাতে। আজ একটি স্বাধীন জাতির নাগরিক হিসেবে আমরা তাদের স্মরণ করছি।

দেশব্যাপী জাতীয় শোক দিবস পালনের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এই দিনে সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। কালো ব্যাজ ও বাহুবন্ধনী ধারণ বাধ্যতামূলক এবং উপাসনালয়ে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন: ১০ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত

জাতীয়ভাবে দিনটিকে স্মরণের যাবতীয় প্রস্তুতি ছিল। শোকে মুহ্যমান একটি জাতি কীভাবে ঘুরে দাঁড়াবে তার প্রাথমিক প্রচেষ্টাও ছিল দিনটিকে ঘিরে। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী পূর্ণ মর্যাদার সঙ্গে দিবসটি পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত আছে- বঙ্গবন্ধু এদিনও এই শঙ্কা প্রকাশ করেন এবং ষড়যন্ত্রের সব প্রচেষ্টা ধ্বংস করে দিতে হবে বলে তার বক্তৃতায় আহ্বান জানান।

তিনি দলের এক সভায় কর্মীদের উদ্দেশে বলেন, ষড়যন্ত্র রুখে দিতে তাকে সরকারে আসতে হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ষড়যন্ত্রকারীদের গোরস্থান হবে বাংলাদেশ।

আরও পড়ুন: ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী

দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সামনে অশ্রুসিক্ত চোখে বঙ্গবন্ধু বলেন, আমি কখনও প্রধানমন্ত্রী হতে চাইনি। আমি শুধু আমার জনগণের জন্য স্বাধীনতা চেয়েছিলাম।

নেতাকর্মীদের উদ্দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, শত্রুকে মোকাবিলার আহ্বান জানিয়েছিলাম। বাংলার জনগণ তাতে সাড়া দিয়েছিল। আমি জানতাম আমার জনগণ এমনটাই করবে।

তাই কারারুদ্ধ থাকাকালীন এমনকি প্রায় মৃত্যু জেনেও আমি ওদের সামনে মাথা নিচু না করার সিদ্ধান্ত নিই। আমি জানি, আল্লাহ আমাদের ইচ্ছা পূরণ করবেন।

তিনি তার বক্তৃতায় আরও বলেন, সংগ্রামে আমরা কত শেখ মুজিবকে হারিয়েছি। পাকিস্তানি বাহিনী আমাদের সবকিছু ধংস করে দিয়েছে। ফেরাউন নমরুদের সঙ্গেও তাদের তুলনা চলে না।

আরও পড়ুন: জুলিয়ান বর্ষপঞ্জীর সূচনা

শহীদদের ঋণ শোধ করতে হলে যারা আপনজন হারিয়েছেন তাদের মুখে হাসি ফেরাতে হবে। সবার আগে দেশ পুনর্গঠনের কাজে হাত দিতে হবে বলে উল্লেখ করেন জাতির জনক।

দলীয় কর্মীদের সারা দেশে ছড়িয়ে পড়ে একটি সুখী জাতি গঠনের কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের দল গণতান্ত্রিক দল। জনগণের ইচ্ছার ওপর ভিত্তি করেই সরকার গঠন করা হয়েছে। পার্টির মাধ্যমেই জনগণকে সংগঠিত করতে হবে।

এ সময়ের সংবাদপত্রে প্রকাশিত সংবাদ বিশ্লেষণে দেখা যায়, কোন কোন দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে, এখনো কারা যুদ্ধে গিয়ে আর ফিরে আসেননি এবং যুদ্ধকালীন আটকে থাকা বেশ কিছু সিদ্ধান্ত ছিল নিয়মিত আয়োজনে।

আহত মুক্তিযোদ্ধাদের সহায়তা করতে নানা উদ্যোগ নেওয়ার বিষয়ও পরিলক্ষিত হয়। জীবনের অভিজ্ঞতার আলোকে মুক্তিযুদ্ধ এবং সেই সময়কে কীভাবে দেখা হয়েছে সেসবের আলোচনা নিয়েও লেখা প্রকাশিত হয়েছে।

১৯৭৫ - চীনে নতুন শাসনতন্ত্র ঘোষণা এবং প্রেসিডেন্ট পদ বিলোপ ঘটে।

১৯৮০ - জাতিসংঘের সাধারণ পরিষদ আফগানিস্তানে আগ্রাসন চালানোর জন্য অধুনালুপ্ত সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ করেছিল।

১৯৯১ - ইসরাইলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচরদের হাতে প্রাণ হারান পিএলও শীর্ষ স্থানীয় নেতা আবু আয়াদসহ অপর ৩ নেতা।

১৯৯৮ - যুক্তরাষ্ট্রের গবেষকরা তাদের এক গবেষণায় প্রমাণ করেন, একটি এনজাইম কোষের মৃত্যু এবং বয়সবৃদ্ধির গতি মন্থর করে।

২০০০ - বসনিয়ার একটি গ্রামে ১৯৯৩ সালে ১০০ জনেরও বেশি মুসলমান বাসিন্দাকে হত্যার অভিযোগে জাতিসংঘের একটি ট্রাইব্যুনাল ৫ বসনীয় ক্রোটকে ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান করেন।

২০০৫ - শনি গ্রহের চাঁদ টাইটানে হুইজেন্স প্রোবের অবতরণ।

২০০৮ - নাসার পাঠানো ম্যাসেন্জার নামের মহাকাশযান প্রথম বুধ গ্রহের অদেখা গোলাধের্র ছবি তুলতে সক্ষম হয়।

আরও পড়ুন: জাতীয় সমাজসেবা দিবস

জন্মদিন:

১৫৫১ - আবুল ফজল, মুঘল যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক।

১৮৩১ - তারাপদ সাঁতরা , বাঙালি পুরাতত্ত্ববিদ এবং লোকসংস্কৃতি বিশেষজ্ঞ। (মৃ.২২/০৪/২০০৩)

১৮৬১ - ষষ্ঠ মুহাম্মদ, উসমানীয় খলিফা এবং সর্বশেষ উসমানীয় সুলতান।

১৮৭৫ - আলবার্ট সোয়েৎজার, ফরাসি খ্যাতনামা চিকিৎসক এবং সঙ্গীতবিদ।

১৯০৩ - ইতিহাসবিদ ড.নীহাররঞ্জন রায়। (মৃ.৩০/০৮/১৯৮১)

১৯১৯ - কাইফি আজমি ভারতীয় প্রথিতযশা উর্দ্দুভাষী কবি ও সাহিত্যিক এবং বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব। (মৃ.১০/০৫/২০০৫)

১৯২৪ - বিশিষ্ট ভারতীয় বাঙালি অভিনেতা ও গায়ক সবিতাব্রত দত্ত। (মৃ.১৯৯৫)

১৯২৫ - ইউকিও মিশিমা, জাপানি ঔপন্যাসিক ও নাট্যকার।

১৯২৬ - মহাশ্বেতা দেবী, ভারতীয় বাঙালি সাহিত্যিক ও মানবাধিকার আন্দোলনকর্মী। (মৃ.২৮/০৭/২০১৬)

১৯২৯ - শ্যামল মিত্র, ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী ও সুরকার। (মৃ.১৫/১১/১৯৮৭)

১৯৪১ - ফে ডানাওয়ে, মার্কিন অভিনেত্রী।

১৯৬৫ - সীমা বিশ্বাস, ভারতীয় চলচ্চিত্রের ও অসমের থিয়েটার জগতের খ্যাতনামা অভিনেত্রী।

১৯৬৭ - এমিলি ওয়াটসন, ইংরেজ চলচ্চিত্র, মঞ্চ ও টেলিভিশন অভিনেত্রী।

আরও পড়ুন: টেলিটকের যাত্রা শুরু

মৃত্যুবার্ষিকী:

১৭৪২ - এডমুন্ড হ্যালি, ইংরেজ জ্যোতির্বিদ ও গণিতজ্ঞ।

১৭৫৩ - জর্জ বার্কলি, আইরিশ দার্শনিক।

১৮৯৮ - লুইস ক্যারল, হাস্যরস শিল্পী ও শিশুসাহিত্যিক। (জ.২৭/০১/১৮৩২)

১৯৫৪ - বিপিনবিহারী গঙ্গোপাধ্যায়, ভারতের ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামী। (জ.০৫/১১/১৮৮৭)

১৯৬২- অমরেন্দ্রনাথ ঘোষ, কল্লোল, কালিকলম, প্রগতি পর্বের শক্তিমান লেখক। (জ.০৫/০২/১৯০৭)

১৯৬৯ - শিশু ও কিশোর সাহিত্যের সুপরিচিত লেখক মোহনলাল গঙ্গোপাধ্যায়। (জ.১৯০৯)

১৯৭১ - দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, প্রগতিবাদী সাহিত্যিক ও সংগঠক। (জ.১০/১১/১৯৩৩)

১৯৭২ - অনুভা গুপ্ত একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী। (জ.১৯৩০)

১৯৭৮ - কুর্ট গ্যডল, মার্কিন যুক্তিবিদ ও গণিতবিদ।

২০০৮ - সেলিম আল দীন, বাংলাদেশি নাট্যকার।

২০২০ - কাজী সেকেন্দার আলী ডালিম, বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য। (জ. ১৯৪৫)

আরও পড়ুন: বাংলাদেশের প্রথম তেল খনি আবিষ্কৃত

দিবস:

পতাকা দিবস (জর্জিয়া)

বিপ্লব ও যুব দিবস (তিউনেসিয়া)

মাতৃভূমির প্রতিরক্ষা দিবস (উজবেকিস্তান)

জাতীয় বন সংরক্ষণ দিবস (থাইল্যান্ড)

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিজ্জর হত্যায় সন্দেহভাজন ৩ জন গ্রেফতার 

আন্তর্জাতিক ডেস্ক: কানাডায় বসবাসর...

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধস, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার ম...

আচরণবিধি লঙ্ঘন করলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক : আমাদের কাছে সব প্রার্থী সমান। দল বা প্রার...

প্রাইভেটকারে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের গজ...

বজ্রপাতের সময় করণীয়

লাইফস্টাইল ডেস্ক: চলমান তাপপ্রবাহ...

বোয়ালমারীতে স্বর্ণের কারিগরকে কুপিয়ে জখম

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে...

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ 

জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জে...

রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁ...

নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডা...

আরও ৬১ নেতাকে বহিষ্কার করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক : দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্থানীয় সরকার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা