ছবি : সংগৃহিত
খেলা

বাংলাদেশে একাডেমি গড়তে চায় আর্জেন্টিনা

স্পোর্টস নিউজ ডেস্ক : আর্জেন্টিনার অন্যতম বড় ও সফল ক্লাব অ্যাটলেটিকো রিভারপ্লেট। এই ক্লাবটিরই রয়েছে ২৫টি একাডেমি, যার মধ্যে ৫টিও আবার দেশের বাইরে।

আরও পড়ুন : ২০০ টাকায় বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ

বাংলাদেশে এবার তারা একাডেমি গড়তে চায়। নিজেদের এই আগ্রহের কথা জানিয়েছেন ক্লাবটির জাতীয় ও আন্তর্জাতিক ফুটবল কমিটির সভাপতি সেবাস্তিয়ান পেরেজ এসকোবার।

গত কাতার বিশ্বকাপের পর থেকেই ফুটবল ঘিরে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে সম্পর্কের উন্নতি হতে শুরু করেছে। সে ধারাবাহিকতায় তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া দেশটি সোমবার ঢাকায় দূতাবাস উদ্বোধন করেছে। ফুটবল উন্নয়নে দুই দেশ চার বছরের জন্য একটি চুক্তিও করতে যাচ্ছে।

আরও পড়ুন : এখনও পছন্দ দেশিরাই

এবার বাংলাদেশের শীর্ষ ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে এ দেশেও একটি একাডেমি তৈরির আগ্রহের কথা জানিয়েছেন ক্লাবটির শীর্ষ কর্মকর্তা সেবাস্তিয়ান।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয় একটি হোটেলে তিনি বাংলাদেশের শীর্ষ চার ক্লাবের প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করেন। সেখানেই বাংলাদেশে একটি একাডেমি তৈরির আগ্রহের কথা জানান তিনি।

আরও পড়ুন : দেশে ফিরলেন সাকিব

বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, রানার্সআপ আবাহনী, দেশের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিনিধিদের সঙ্গে ভিন্ন ভিন্নভাবে আলোচনা করেছেন আর্জেন্টাইন ফুটবলের এই কর্মকর্তা।

সেবাস্তিয়ান পেরেজ এসকোবার ক্লাবগুলোর সঙ্গে আলোচনা শেষে বলেন, ‘আমাদের অনেক একাডেমি আছে, যার মাধ্যমে এখানে তরুণ ফুটবলারদের শেখানোর সুযোগটা নিতে এসেছি। আমরা জানি বাংলাদেশ ফুটবলপাগল জাতি।

আরও পড়ুন : ফের টি-২০ চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া

শুধু তাই নয়, বাংলাদেশে অনেক আর্জেন্টিনা সমর্থক রয়েছে এবং সে কারণেই মূলত আমরা এখানে এসেছি। অবশ্যই আমরা এখানে একাডেমি খুলতে চাই।

বাংলাদেশের ছোটদের ফুটবল শেখাতে চাই। এ ব্যাপারেই আমরা নজর দিচ্ছি। ক্লাবগুলোর সঙ্গে দারুণ আলোচনা হয়েছে। এখানে ফুটবল যেভাবে দেখা হয়, ফুটবলের প্রতি এখানকার মানুষের যে অনুভূতি, সেটা আমাদের মতোই। তাই ভাবলাম, ওই অনুভূতিটা আমরা ভাগাভাগি করি। এখানে শিশুদের ফুটবল শেখানো সম্ভব হলে দারুণ হবে।’

আরও পড়ুন : আমরা চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি

আবাহনীর ডাইরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ সেবাস্তিয়ানের সঙ্গে মতবিনিময় শেষে বলেন, ‘আর্জেন্টাইন ক্লাবটির সঙ্গে আলোচনা করতে পেরে আমরা আনন্দিত। আর্জেন্টিনা থেকে রিভারপ্লেট ক্লাব এখানে এসেছে। মতবিনিময় করছে। আবাহনী লিমিটেড থেকে তাদের শুভেচ্ছা জানিয়েছি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমরা আবাহনীর ইতিহাস ও সাফল্যের কথা তুলে ধরেছি।

ক্লাবটি বিভিন্ন টুর্নামেন্টে জিতেছে নিজেদের দেশে। বর্তমান আর্জেন্টিনা দলের ২২ জনের মধ্যে ৮ জন তাদের ক্লাবের একাডেমি থেকে গড়ে উঠেছে। বাংলাদেশেও তারা যে কোনো একটি ক্লাবের সঙ্গে আলোচনা করে একাডেমি করতে চাইছে, আগ্রহ দেখিয়েছে। ভবিষ্যতে তারা চায় বাংলাদেশ থেকে যেন কোচ ও খেলোয়াড় পাঠাতে পারি। আমরাও আগ্রহ প্রকাশ করেছি। তারা এখন প্রস্তাব পাঠাবে। তখন আমরা গুরুত্বের সঙ্গে দেখবো।’

আরও পড়ুন : মাঠের বাইরের সম্পর্ক ম্যাটার করে না

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের স্থায়ী সদস্য ইমতিয়াজ সুলতান জনি বলেন, ‘আসলে টোটাল ফুটবলের জন্য একাডেমি দরকার। একাডেমির যে কথাটা বলেছে, ওরা সেটা ৬ বছরের ফুটবলার থেকে শুরু করবে। যেটা আমাদের এখানে অভাব আছে। ওরা বলেছে চিন্তা করতে। আমরা চিন্তাভাবনা করবো। কারণ ওরা কি কি সাপোর্ট দেবে আমরা কি নেব। আমাদের কাছে তাদের কি চাওয়া, তাদের কাছে আমরা কি পাবো সেটা নিয়ে আলাপ আলোচনা হবে। ওরা দু-তিন মাস ট্রেনিং করাবে।

লাতিন ফুটবলের জনপ্রিয়তা অনেক ওপরে। এখন যদি ৬-৭ বছর থেকে টেকনিক শেখার উপায় পাওয়া যায় তাহলে নিঃসন্দেহে এটা অনেক ভালো বেসিক শেখা হবে।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভূঞাপুরে বৃষ্টির জন্য নামাজ আদায় 

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: প্রচণ্ড তাপদাহে জনজীবন অতিষ্ট। নেই...

শহীদ শেখ জামাল’র জন্ম

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অত...

রাতের আঁধারে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর):

মুন্সীগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন

মো. নাজির হোসেন, মুন্সিগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলায় ভূমি অফি...

লক্ষ্মীপুরে চলছে ৫ ইউনিয়নে ভোট

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি...

ওষুধের মূল্যবৃদ্ধি রোধে ব্যবস্থার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : খেয়াল-খুশিমতো সব ধরনের ওষুধের দাম বাড়ানো...

হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আব্দুর রহমান না...

ইরফান খান’র প্রয়াণ

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স...

বাস-মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ২

জেলা প্রতিনিধি : কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় যাত্রীবাহী বাস ও...

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁওয়ে রেল গেট এলাকায় ট্রেনের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা