পেঁয়াজ ও ভোজ্য তেল (ছবি: সংগৃহীত)
বাণিজ্য

পেঁয়াজ ও তেলের দাম কমছে 

নিজস্ব প্রতিবেদক: খুচরা বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজ ও ভোজ্য তেলের দাম। দেশে সংকট দেখিয়ে এত দিন ব্যবসায়ীরা নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করলেও এখন নির্ধারিত দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। ব্যবসায়ীরা বলছেন, বাজারে সরবরাহ বৃদ্ধির কারণে দাম কমে আসছে। এছাড়া ঢাকার বাজারে খুচরায় পেঁয়াজের দাম কেজি প্রতি ১০ টাকা পর্যন্ত কমেছে।

মহানগরীর কালাচাঁদপুর বাজার, নদ্দা মোড়লবাড়ী বাজার, দক্ষিণ কুড়িল জোহার সাহারা বাজারসহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, আমদানি এবং দেশি পেঁয়াজ তিন দিন আগের তুলনায় ১০ টাকা কমে বিক্রি করা হচ্ছে। দেশি ভালো মানের পেঁয়াজ গত দুই দিন আগেও ৬৫ থেকে ৭০ টাকা দরে ছিল, তা এখন ৫৫ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া ভারত এবং মিয়ানমারের পেঁয়াজ ছিল ৬০ থেকে ৬৫ টাকা, তা এখন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা দরে।

নদ্দায় বৃষ্টি জেনারেল স্টোরের রিফাত বলেন, গত দুই দিনে কেজি প্রতি পেঁয়াজের দাম ১০ টাকা কমেছে। এখন পেঁয়াজ প্রচুর আমদানি হচ্ছে, তাই সামনে দাম আরও কমবে।

শ্যামবাজার পেঁয়াজ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মাজেদ বলেন, ভারত এবং মিয়ানমার থেকে অনেক পেঁয়াজ আমদানি হয়েছে। এর প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। এখন আমরা পাইকারিতে ভারতের প্রতি কেজি পেঁয়াজ ৩৫ টাকা, মিয়ানমারের ৩৮ ও দেশি ৩২ টাকা কেজি দরে বিক্রি করছি।’

এদিকে পাইকারিতে কমেছে খোলা ভোজ্য তেলের মূল্য। অর্থমন্ত্রীর ভ্যাট কমানোর ঘোষণা আসার পর পাইকারি বাজারে খোলা ভোজ্য তেলের মূল্য কমছে। গতকাল চট্টগ্রামের খাতুনগঞ্জের আড়তে পাম তেল বিক্রি হয়েছে মণপ্রতি (৩৭.৩৮ কেজি) পাঁচ হাজার ২০০ টাকায়; এক সপ্তাহ আগের তুলনায় এ তেলে দাম কমেছে ৭০০ টাকা। একইভাবে সয়াবিন তেলের দামও মণপ্রতি কমেছে ৪৫০ টাকা। এক সপ্তাহ আগে সয়াবিন তেল ছিল ছয় হাজার ১৫০ টাকা; গতকাল সেটি বিক্রি হয়েছে পাঁচ হাজার ৭০০ টাকায়।

আড়তদার ও আমদানিকারকরা জানান, দুটি কারণে বাজারে ভোজ্য তেলের দাম কমছে। প্রথমত, দাম আরও বাড়তে পারে এমন গুজবের কারণে প্রচুর তেল কিনে মজুদ করেছেন এক শ্রেণির সুবিধাভোগী। দ্বিতীয়ত, সরকারের ভ্যাট কমিয়ে দেওয়ার ঘোষণা। খাতুনগঞ্জে ভোজ্য তেলের ক্রেতা মিলছে না একইসঙ্গে বেচাকেনা কমে যাওয়ায় দামও কমে গেছে। এভাবে চলতে থাকলে দাম আরও কমবে।

আরও পড়ুন: রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

অপরদিকে বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ার কারণে এখন গায়ের দামে বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন তেল। সয়াবিন তেল লিটার প্রতি ১৬৮ টাকায় বিক্রি হচ্ছে। পাঁচ লিটারের দাম ৭৯৫ টাকা।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদে মুক্তি পাচ্ছে ৫ সিনেমা

বিনোদন ডেস্ক: প্রতি বছর দুই ঈদে একসঙ্গে একাধিক ছবি মুক্তির হ...

ঈদ আনন্দ নেই গাজায়

আন্তর্জাতিক ডেস্ক: আজ মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অধিকাংশ দেশে পাল...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ রোববার (১৬ জুন) বেশ কিছু খ...

কাল বন্ধ রাজধানীর যেসব সড়ক

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে কাল পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হব...

ঢাকায় কখন কোথায় ঈদের জামাত

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে আগামীকাল ঈদুল আজহা উদযাপিত হবে।...

লেকের পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

জেলা প্রতিনিধি : খাগড়াছড়ির মানিকছড়ি ডিসি অ্যাডভেঞ্চার অ্যান্...

ঢাকায় ১২ লাখ পশু কোরবানি

নিজস্ব প্রতিবেদক : ত্যাগের মহিমায় উদযাপিত হলো পবিত্র ঈদুল আজ...

কল্যাণের পথ রচনা করতে হবে

নিজস্ব প্রতিবেদক : কোরবানির তাৎপর্য এবং মর্মার্থ অনুধাবন করে...

পশুর বর্জ্য অপসারণ শুরু

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে শুরু হ...

কোরবানি দিতে গিয়ে আহত ১৪০

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে কোরবানি দিতে গিয়ে ছুরিকাঘাতে ১...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা