সারাদেশ

চুরি যাওয়া সেই শিশু উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : গভীর রাতে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে মাকে বেঁধে রেখে দুই মাসের শিশু চুরি যাওয়া জুনায়েদকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) ভোরে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রাম থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও সখীপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই শিশুকে উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা হলো- বাসাইলের হাবলা গ্রামের পরান খান ওরফে জামাল, তার স্ত্রী শিউলী ও তার বোন রওশনারা। শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিশুর মা কল্পনা আক্তার বলেন, ‘আমার ঘরে দুই জন লোক প্রবেশ করে। একজন গামছা দিয়ে আমার মুখ চেপে ধরে আরেক জন ছেলেকে নিয়ে পালিয়ে যায়। এর পর আমি বেহুস হয়ে যাই। তার পরে কি হয়েছে আমি সঠিক বলতে পারব না। ছয়দিন পর জীবিত অবস্থায় আমার ছেলে পেয়ে আমি খুব খুশি। পুলিশ ভাইদের ধন্যবাদ জানাই।

শিশুর বাবা আছর উদ্দিন বলেন, ছেলে চুরি হওয়ার সংবাদ শোনার পর আমি দানা পানি মুখে দিইনি। খুব চিন্তায় ছিলাম। কান্নাকাটি করছি আর বারবার আল্লাহর নাম নিছি। অবশেষে পুলিশের সহযোগিতায় আমার সন্তানকে ফিরে পেয়েছি। আমরা অনেক খুশি।

প্রতিবেশি হাসমত আলী বলেন, জুয়ায়েদ চুরি হওয়ার পর তার বাবা-মা সবসময় কান্নাকাটি করতেন। তার মাকে একাধিকবার স্যালাইন দিয়ে রাখা হয়। জুনায়েদকে ফিরে পেয়ে তারা বাবা-মা খুব খুশি হয়েছে।

টাঙ্গাইলের পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমিন বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সখীপুর থানা পুলিশ ও পিবিআইয়ের যৌথ উদ্যোগে এবং দেলদুয়ার থানা পুলিশের সহযোগিতায় সোমবার রাত ১০টা থেকে অভিযান পরিচালনা করা হয়। পরে মঙ্গলবার ভোরে শিশুটিকে উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, গত ৩১ মার্চ বুধবার দিবাগত রাত ৩টার দিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলার শোলা প্রতীমা এলাকার ট্রাকচালক আছর উদ্দিনের ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা তার স্ত্রী কল্পনা আক্তারের মুখ বেঁধে দুই মাসের শিশু জুনায়েদকে ছিনতাই করে পালিয়ে যায়।

এ ঘটনার পরের দিন ১ এপ্রিল শিশুর মা কল্পনা আক্তার বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুমিল্লায় সড়ক দুর্ঘটনা, নিহত ২

জেলা প্রতিনিধি: কুমিল্লায় কাভার্ডভ্যানের পেছনে লিচুবাহী ট্রা...

ডিপফেকের শিকার আলিয়া!

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। বলিউডের প্রথম...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ শনিবার (১৫ জুন) বেশ কিছু খ...

আজ পবিত্র হজ 

নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজ আজ। মহান রাব্বুল আলামিনের কাছে জ...

ঈদ নিরাপত্তায় নির্দেশনা দিলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা নিরাপদে উদযাপনের লক্ষ্যে...

রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি: উখিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে...

জনকল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহার ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ...

ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: দেশবাসীকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে শুভেচ...

কাল বন্ধ রাজধানীর যেসব সড়ক

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে কাল পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হব...

চুয়াডাঙ্গায় রেললাইনে ফাটল

জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় উথলীতে রেললাইনে ফাটল দেখা দিয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা