জাতীয়
অর্থমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের ফোনালাপ

করোনা শংকটে বাংলাদেশের পাশে আছি: রবার্ট মিলার

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাস মোকাবিলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বস্ত করেছেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলারের মধ্যে করোনা পরিস্থিতি ও সহযোগিতা নিয়ে ফোনালাপ হয়। এ সময় মার্কিন রাষ্ট্রদূত এসব কথা বলেন।

এ সময় তিনি সময়োপযোগী আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ফোনালাপে অর্থমন্ত্রী বাংলাদেশের অর্থনীতি ও সমাজের উপর কোভিড-১৯ এর বিরূপ প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা জোরদার, স্বাস্থ্য খাতে বিশেষ করে স্বাস্থ্য পরিষেবা, সক্ষমতা ও অবকাঠামোগত উন্নয়নের জন্য সমর্থন বাড়ানোর অনুরোধ করেন।

আ হ ম মুস্তফা কামাল বলেন, 'বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনাভাইরাস আঘাত হেনেছে। বিশ্বব্যাপী থমকে দাঁড়িয়েছে অর্থনীতি। যা বিশ্বের সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন। এ মহামারির কারণে সব থেকে বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে এশিয়ার উন্নয়নশীল রাষ্ট্রগুলোর। এ মুহূর্তে সবচেয়ে জরুরি মানুষের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও ক্ষতিগ্রস্ত স্বল্প আয়ের মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করা।'

এ সময় বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতার জন্য বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান মন্ত্রী।

প্রকল্প সহায়তা, খাদ্য সহায়তা এবং পণ্য সহায়তা হিসাবে এ যাবত ৪ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার সহায়তার জন্য এবং কোভিড -১৯ প্রস্তুতি ও প্রতিক্রিয়ামূলক কর্মসূচিতে ৩ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার জরুরি সহায়তার জন্যও ধন্যবাদ জানান তিনি।

বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন মার্কিন রাষ্ট্রদূত। এছাড়া যুক্তরাষ্ট্র এই সংকট মোকাবিলায় সহযোগিতা নিয়ে বাংলাদেশের পাশে থাকবেন বলেও আশ্বস্ত করেন রবার্ট আর্ল মিলার।

এ সময় আ হ ম মোস্তফা কামাল সামাজিক সুরক্ষা নেট প্রোগ্রাম প্রশস্তকরণে সমর্থন দেয়া, উন্নয়নের উপর সুদূরপ্রসারী প্রভাব ফেলতে সক্ষম কৃষি যান্ত্রিকীকরণের অর্থায়নে সহায়তা; স্বাস্থ্য, শিক্ষা, দুর্যোগ ও মানবিক সহায়তা কর্মসূচির জন্য স্বল্প সুদে ঋণ সহায়তারও অনুরোধ করেন।

মার্কিন রাষ্ট্রদূত স্বাস্থ্য ও কৃষিখাতে সহায়তার প্রতিশ্রুতি প্রদান করেন। রাষ্ট্রদূত মিলার ইউএস এক্সিম ব্যাংকের নতুন পণ্য সম্পর্কে অবহিত করেন। এক বছরের জন্য প্রদত্ত এ সুবিধার আওতায় সরাসরি ঋণ বা ঋণ গ্যারান্টি, সাপ্লাই চেইন অর্থায়ন গ্যারান্টি, কার্যনির্বাহী মূলধন গ্যারান্টি ও প্রি ডেলিভারি/প্রি এক্সপোর্ট অর্থায়ন সুবিধা রয়েছে বলেও জানান।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণহত্যার স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী

সান নিউজ ডেস্ক : ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসের আন্তর্জাতিক...

জীবনের বড় ভুল তাহসানকে বিয়ে করা

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা। তাহসান...

আ.লীগ নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

সান নিউজ ডেস্ক: খুলনায় এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা ক...

স্বাস্থ্য ঝুঁকিতে নজরুল বিশ্ববিদ্যালয়ের হলের শিক্ষার্থীরা

জান্নাত জাহান জুঁই, (নজরুল বিশ্ববিদ্যালয়) : ময়মনসিংহের ত্রিশ...

পায়রা বন্দরের ক্যাপিটাল ড্রেজিং সম্পন্ন

নিনা আফরিন,পটুয়াখালী : শেষ হচ্ছে...

বিশ্রামে বার্লবির্নি, অধিনায়ক স্টার্লিং

স্টাফ রিপোর্টার : সিলেটে ওয়ানডে স...

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ইসলামী ব্যাংকের আলোচনা সভা

সান নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে মহা...

নতুন সময়সূচিতে চলবে অফিস

সান নিউজ ডেস্ক: পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্ব...

ঈদে অগ্রীম টিকেট যেভাবে কাটবেন 

স্টাফ রিপোর্টার : যাত্রীদের ভোগান্তি দূর করতে পবিত্র ঈদ-উল-ফ...

নড়িয়ায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি : শরীয়তপুরের নড়িয়া উপজেলায় মাছ ধরার সময় বজ্রপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা