ছবি: সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

হুমায়ুন আজাদের নারী বইটি নিষিদ্ধ ঘোষণা

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন : আন্তর্জাতিক বই ও কপি রাইট দিবস

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ বুধবার (২৬ এপ্রিল) ১৩ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ। ৫ শাওয়াল ১৪৪৪ হিজিরী।

এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন : ভারতের ফারাক্কা ব্যারেজ চালু

ঘটনাবলী :

১৫২৬ - মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির উদ্দীন মোহাম্মাদ বাবর সিংহাসনে আরোহণ করেন।

১৫৫৫ - জার্মানীর অগসবার্গ শহরের নামে সেখানে কংগ্রেস গঠিত হয়।

১৭০১ - ব্রিটেনের জন মরিস মোগল সম্রাট আওরঙ্গজেবের সাথে সাক্ষাৎ করেন।

১৭৭০ - ক্যাপটেন কুক নিউ সাউথ ওয়েলসে পদার্পণ করেন।

১৭৮৯ - ফ্লেচার ক্রিশ্চিয়ানের নেতৃত্বে ব্রিটিশ জাহাজ বাউন্টিতে নাবিক বিদ্রোহ সংঘটিত হয়।

১৯১৫ - যুক্তরাজ্য, ফ্রান্স ও রাশিয়া লন্ডনের গোপন চুক্তিতে (secret treaty of London) ইতালিকে ব্রেনার গিরিপথ (Brenner pass) পর্যন্ত ত্রেন্তিনো (Trentino), তিরোল (Tirol), ইস্ত্রিয়া (Istria), ডালমাসিয়া (Dalmatia), দোদেকানিজে (Dodecanese) দিতে সম্মত হয়।

১৯১৯ - লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়।

১৯২০ - আজারবাইজানকে সোভিয়েত ইউনিয়নের সাথে যুক্ত করা হয়।

১৯২০ - পোল্যান্ড ও রাশিয়া যুদ্ধ ঘোষণা করে।

১৯৫২ - জাপান সার্বভৌমত্ব ফিরে পায় এবং গণতান্ত্রিক জাপান প্রতিষ্ঠিত হয়।

১৯৬৫ - মার্কিন সরকার যুক্তরাষ্ট্রের জনস্বার্থ রক্ষার অজুহাত দেখিয়ে ডোমিনিকান প্রজাতন্ত্রের উপর সামরিক হামলা চালায়।

১৯৬৯ - ফ্রান্সের প্রেসিডেন্ট এর পদ থেকে দ্যগল ফ্যান্সের পদত্যাগ।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় লাইবেরিয়া।

১৯৯২ - রোহিঙ্গা শরনার্থী প্রত্যাবর্তনে বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৯২ - সার্বিয়া ও মন্টেনেগ্রোকে নিয়ে নতুন যুগোস্লাভিয়া ঘোষণা।

১৯৯২ - সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আফগান যোদ্ধাদের ১৩ বছরের যুদ্ধের পর তারা বিজয় লাভ করে।

১৯৯৫ - বাংলাদেশ সরকার হুমায়ুন আজাদের নারী বইটি নিষিদ্ধ ঘোষণা করে।

নারী বাংলাদেশি লেখক হুমায়ুন আজাদের একটি নারীবাদী রচনা। এটি সর্বপ্রথম ১৯৯২ সালে ঢাকার একুশে বইমেলাতে নদী প্রকাশনী দ্বারা প্রকাশিত হয় এবং পরবর্তীতে আগামী প্রকাশনী প্রকাশ করতে থাকে। বাংলা ভাষায় নারীবাদের সূচনা হয় বেগম রোকেয়ার হাতে যদিও সেটি ছিলো অবিভক্ত ভারতীয় বঙ্গে, আর হুমায়ুন আজাদের লেখা এই বইটিই হচ্ছে স্বাধীন বাংলাদেশে নারীবাদ বিষয়ক প্রথম বই। নারী বইটিতে সর্বমোট ৪০৮ টি পৃষ্ঠা রয়েছে এবং অধ্যায় আছে ২১ টি (নারীবাদ ও নারীবাদের কালপঞ্জি, রচনাপঞ্জি এবং নির্ঘন্ট সহ ২৪টি)।

নারীবাদের প্রতি হুমায়ুন আজাদের আগ্রহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন, তবে তিনি মূলত 'পূর্বাভাস' পত্রিকার সম্পাদকের অনুরোধে এই বইটি লিখতে উদ্যত হন। এই বইটি সম্পর্কে হুমায়ুন আজাদ বলেছিলেন যে, এই বইটি পুরুষবিদ্বেষী নয় তবে পুরুষতন্ত্রবাদী পুরুষের সমালোচনায় মুখর। এ বইটি মূলত বিভিন্ন বিদেশী বই এর ওপর ভিত্তি করে লেখা যা বইটির অবতরণিকাতেই উল্লেখিত। বইটিতে পুরুষতন্ত্রবাদ এবং হিন্দু, ইহুদী, খ্রিস্টান এবং ইসলাম ধর্মের বিধি-বিধান দ্বারা নারী কীভাবে শোষিত হয় তার কথা বলা হয়েছে। বইটির প্রথম অধ্যায় শুরু হয় ফরাসী লেখিকা সিমোন দ্য বোভোয়ারের বিখ্যাত উক্তি 'কেউ নারী হয়ে জন্ম নেয় না, ক্রমশ নারী হয়ে ওঠে' দিয়ে। বিভিন্ন অধ্যায়ে অনেক খ্যাতিমান মানুষ যেমন মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবি সুধীন্দ্রনাথ দত্ত, বিশিষ্ট সাহিত্যিক বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়, ফরাসী দার্শনিক জ্যা জ্যাক রুশো সহ অনেক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সমালোচনা করা হয়েছে, এছাড়াও 'প্রেম ও কাম' অধ্যায়ে প্রেমের বিরোধিতা করে 'কাম' বা 'যৌনতা'র পক্ষে কথা বলা হয়েছে এবং 'বিয়ে ও সংসার' অধ্যায়ে বিয়ের বিরোধিতা করা হয়েছে।

২০০১ - ডেনিশ টিটো পৃথিবীর সর্বপ্রথম মহাকাশ পর্যটকের মর্যাদা লাভ করেন।

২০০৪ - একটি মার্কিন গবেষণা সংস্থা সার্স ভাইরাসের ঔষধ আবিষ্কার করে।

আরও পড়ুন : ঐতিহাসিক মুজিবনগর দিবস

জন্মদিন :

৩২ - ওঠো, রোমান সম্রাট।

১৪৪২ - চতুর্থ এডওয়ার্ড, ইংল্যান্ড রাজা।

১৭১২ - ফরাসি দার্শনিক জঁ-জাক রুসো।

১৭৫৮ - জেমস মন্‌রো, মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম রাষ্ট্রপতি।

১৭৭৪ - খ্রিস্টিয়ান লেওপোল্ড ফন বুখ, জার্মান ভূবিজ্ঞানী এবং জীবাশ্মবিদ। (মৃ. ১৮৫৩)

১৭৮৫ - জন জেমস আদোবান বা জঁ-জাক ওদিবোন, ফরাসি-আমেরিকান পক্ষীবিজ্ঞানী, প্রকৃতিবাদী, শিকারী এবং চিত্রকলাকার। (মৃ. ১৮৫১)

১৭৯৫ - চার্লস স্টুর্ট, অস্ট্রেলিয়ার আবিষ্কারক।

১৭৯৮ - ওজেন দ্যলাক্রোয়া, ফরাসি চিত্রকর। (মৃ. ১৮৬৩)

১৮৩৮ - টবিয়াস আসের, নোবেল পুরস্কার বিজয়ী ডাচ আইনজীবী ও পণ্ডিত।

১৮৬৯ - দিনে ফ্রান্সিস মেরি হককিন, একজন নিউজিল্যান্ডের চিত্রশিল্পী।

১৮৭৯ - ওয়েন উইলিয়ান্স রিচার্ডসন, ব্রিটিশ পদার্থবিজ্ঞানী। (মৃ. ১৯৫৯)

১৮৮৪ - আয়েত আলী খাঁ, উপমহাদেশের প্রখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সেতার ও সুরবাহার বাদক। (মৃ. ১৯৬৭)

১৮৮৯ - লুডভিগ ভিটগেনস্টাইন, অস্ট্রীয় দার্শনিক। (মৃ. ১৯৫১)

১৮৮৯ - আন্টোনিও ডে অলিভেরা সালাজার, পর্তুগিজ অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ১০০ তম প্রধানমন্ত্রী।

১৮৯৫ - খাজা হাবিবুল্লাহ, ঢাকার পঞ্চম ও শেষ নবাব। (মৃ. ১৯৫৮)

১৮৯৭ - নীতীন বসু, বাঙালি চলচ্চিত্র পরিচালক। (মৃ.১৪/০৪/১৯৮৬)

১৯০০ - ইয়ান হেন্ডরিখ ওর্ট, ওলন্দাজ জ্যোতির্বিদ।

১৯০৬ - কুর্ট গ্যোডেল, মার্কিন যুক্তিবিদ, গণিতবিদ।

১৯০৮ - জন জ্যাক হেনরি ওয়েব ফিঙ্গলটন, অস্ট্রেলীয় ক্রিকেটার, সাংবাদিক ও ধারাভাষ্যে।

১৯২৪ - নারায়ণ সান্যাল, বাঙালি লেখক। (মৃ.০৭/০২/২০০৫)

১৯৩০ - আল্ফ ভ্যালেন্টাইন, বিখ্যাত ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।

১৯৩৩ - ক্যারল বার্নেট, মার্কিন অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী, গায়িকা ও লেখক।

১৯৩৭ - সাদ্দাম হুসাইন, ইরাকের সাবেক রাষ্ট্রপতি।

১৯৪১ - কার্ল ব্যারি শার্পলেস, পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ।

১৯৪৭ - হুমায়ুন আজাদ, ভাষাবিজ্ঞানী, কবি, ঔপন্যাসিক, সমালোচক, কিশোর সাহিত্যিক ও রাজনীতিক ভাষ্যকার লেখক।

হুমায়ুন আজাদ (২৮ এপ্রিল ১৯৪৭ - ১২ আগস্ট ২০০৪ খ্রিস্টাব্দ; ১৪ বৈশাখ ১৩৫৪ - ২৬ শ্রাবণ ১৪১১ বঙ্গাব্দ) একজন বাংলাদেশি কবি, ঔপন্যাসিক, ভাষাবিজ্ঞানী, সমালোচক, রাজনীতিক ভাষ্যকার, কিশোরসাহিত্যিক, গবেষক, এবং অধ্যাপক ছিলেন। তিনি বাংলাদেশের অন্যতম প্রথাবিরোধী এবং বহুমাত্রিক লেখক যিনি ধর্ম, মৌলবাদ, প্রতিষ্ঠান ও সংস্কারবিরোধিতা, যৌনতা, নারীবাদ ও রাজনীতি বিষয়ে তার বক্তব্যের জন্য ১৯৮০-এর দশক থেকে পাঠকগোষ্ঠীর দৃষ্টি আর্কষণ করতে সক্ষম হয়েছিলেন। হুমায়ুন আজাদের ৭টি কাব্যগ্রন্থ, ১২টি উপন্যাস ও ২২টি সমালোচনা গ্রন্থ, ৭টি ভাষাবিজ্ঞানবিষয়ক, ৮টি কিশোরসাহিত্য ও অন্যান্য প্রবন্ধসংকলন মিলিয়ে ৬০টিরও অধিক গ্রন্থ তার জীবদ্দশায় এবং মৃত্যু পরবর্তী সময়ে প্রকাশিত হয়। ১৯৯২ সালে তার নারীবাদী গবেষণা-সংকলনমূলক গ্রন্থ নারী প্রকাশের পর বিতর্কের সৃষ্টি করে এবং ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত সাড়ে চার বছর ধরে বইটি বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ছিল। এটি তার বহুল আলোচিত গবেষণামূলক কাজ হিসাবেও স্বীকৃত। এছাড়াও তার পাক সার জমিন সাদ বাদ উপন্যাসটি পাঠকমহলে বিতর্কের সৃষ্টি করেছিল। তার রচিত প্রবচন সংকলন ১৯৯২ সালে হুমায়ুন আজাদের প্রবচনগুচ্ছ নামে প্রকাশিত হয়। তাকে ১৯৮৬ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ২০১২ সালে সামগ্রিক সাহিত্যকর্ম এবং ভাষাবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য মরণোত্তর একুশে পদক প্রদান করা হয়। ২০০৩ সালে তার রচিত কিশোরসাহিত্য ফুলের গন্ধে ঘুম আসে না (১৯৮৫) এবং আব্বুকে মনে পড়ে (১৯৯২) জাপানি ভাষায় অনূদিত হয়েছিলো।

হুমায়ুন আজাদ প্রথাগত ধ্যানধারা সচেতনভাবে পরিহার করতেন। তার সাহিত্যের বৈশিষ্ট্য পল্লীপ্রেম, নর-নারীরপ্রেম, প্রগতিবাদিতা ও ধর্মনিরপেক্ষতা, সামরিক শাসন ও একনায়কতন্ত্রের বিরোধিতা এবং নারীবাদের জন্য পরিচিত। তার ধর্মীয় ও রাজনৈতিক বিশ্বাস এবং ব্যক্তিগত অভীষ্ট তার সাহিত্যকে প্রভাবান্বিত করেছিল। কথাসাহিত্য ও প্রবন্ধের মাধ্যমে তিনি সমাজ, রাজনীতি ও রাষ্ট্রনীতি সম্পর্কে মতামত প্রকাশ করেছিলেন। পাক সার জমিন সাদ বাদ উপন্যাসে মৌলবাদীদের সমালোচনা করার কারণে ২০০৪ সালে তিনি হামলার শিকার হন।

১৯৪৯ - জগৎজ্যোতি দাস, বীর বিক্রম খেতাবপ্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা। (মৃ. ১৯৭১)

১৯৬০ - ওয়াল্টার যেঙ্গা, সাবেক ইতালিয়ান ফুটবলার ও ম্যানেজার।

১৯৬১ - জোয়ান চেন, চীনা বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী, পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার।

১৯৬৩ - জেট লি, চীনা-সিঙ্গাপুরের মার্শাল শিল্পী, অভিনেতা এবং প্রযোজক।

১৯৬৮ - অ্যান্ডি ফ্লাওয়ার, দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ইংরেজ সাবেক ক্রিকেটার ও কোচ।

১৯৭০ - মেলানিয়া ট্রাম্প, স্লোভেন-আমেরিকান ব্যবসায়ী ও ৪৫তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী।

১৯৭৪ - পেনেলোপে ক্রুজ সানচেস, স্প্যানিশ অভিনেত্রী ও প্রযোজক।

১৯৮৮ - হুয়ান ম্যানুয়েল মাতা গার্সিয়া, স্প্যানিশ ফুটবলার।

১৯৯৯ - লরা উলভার্ট, দক্ষিণ আফ্রিকান প্রমিলা ক্রিকেটার।

আরও পড়ুন : আলবার্ট আইনস্টাইন’র প্রয়াণ

মৃত্যুবার্ষিকী :

১৭৪০ - প্রথম বাজিরাও, ভারতীয় সেনাপতি।

১৮১৩ - মিখাইল কুটুযোভ, রাশিয়ান ফিল্ড মার্শাল।

১৮৫৩ - লুডভিগ টিয়েক, জার্মান লেখক ও কবি।

১৯২০ - শ্রীনিবাস রামানুজন, ভারতীয় গণিতবিদ। (জ. ১৮৮৭)

১৯৩২ - বিল লকউড, ইংরেজ ক্রিকেটার। (জ. ১৮৬৮)

১৯৩৬ - মিসরের বাদশাহ ফুয়াদের (প্রথম)।

১৯৪৫ - বেনিতো মুসোলিনি, দ্বিতীয় মহাযুদ্ধ কালে ইতালির সর্বাধিনায়ক।

১৯৫১ - আর্নল্ড সমারফেল্ড, জার্মান পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ। (জ. ১৮৬৮)

১৯৫৪ - লিওন জউহাউক্স, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি ইউনিয়ন নেতা।

১৯৫৭ - গিচিন ফুনাকোশি, জাপানি মার্শাল আর্টিস্ট এবং শোতোকান কারাতের প্রতিষ্ঠাতা।

১৯৭০ - এড বেগ্লেয়, আমেরিকান অভিনেতা।

১৯৭৮ - মোহাম্মদ দাউদ খান, আফগান কমান্ডার, রাজনীতিবিদ ১ম রাষ্ট্রপতি।

১৯৮৬ - ব্রডরিক ক্রফোর্ড, আমেরিকান অভিনেতা। (জ. ১৯১১)

১৯৮৯ - লুসিল বল, মার্কিন অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী, মডেল, চলচ্চিত্র-স্টুডিও নির্বাহী ও প্রযোজক। (জ. ১৯১১)

১৯৯৯ - আলফ রামসে, ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।

১৯৯৯ - আর্থার লিওনার্ড শলো, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ।

২০০৩ - ইউন হিয়ন সক, দক্ষিণ কোরীয় সমাজকর্মী। (জ. ১৯৮৪)

২০০৫ - মারিয়া শেল, অস্ট্রিয়ান-সুইস অভিনেত্রী। (জ. ১৯২৬)

২০১২ - মাটিল্ডে কামুস, স্প্যানিশ কবি।

২০১৭ - জোনাথন ডেমি, আমেরিকান চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক এবং চিত্রনাট্যকার। (জ. ১৯৪৪)

আরও পড়ুন : রানা প্লাজা ট্র্যাজেডি দিবস

দিবস :

বিশ্ব মেধা সম্পদ দিবস

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্ট...

ভোলায় উপকূলজুড়ে কোস্টগার্ড মোতায়েন  

ভোলা প্রতিনিধি: আসন্ন ৬ষ্ঠ উপজেলা...

সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু কাল 

নিনা আফরিন, পটুয়াখালী: আগামীকাল...

নজর কাড়লেন কিয়ারা

বিনোদন ডেস্ক: কান চলচ্চিত্র উৎসব...

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সান নিউজ ডেস্ক: প্রতি সপ্তাহের একেক দিন বন্ধ থাকে রাজধান...

রাইসির মৃত্যুতে আমরা জড়িত নই

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ...

নোয়াখালীতে মদসহ ২ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি: নোয়াখালীতে ৯৬ বোতল বিদেশি মদসহ ২ যুবককে গ্র...

ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু 

জেলা প্রতিনিধি: নাটোরে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মো...

কাল ইভিএমে ২৪ উপজেলায় ভোট

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল উপজেলা পরিষদের ২য় ধাপের সাধারণ নি...

বাজার মনিটরিংয়ের নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজার মনিটরিংয়ে জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা