সারাদেশ

রাঙামাটিতে ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম ও বৃহত্তর চট্টগ্রামের উন্নয়ন কর্মকান্ড বাধাগ্রস্থ করতে ‘ইটভাটা বন্ধের ষড়যন্ত্র’ বন্ধের দাবী জানিয়ে মালিক ও শ্রমিকরা মানববন্ধন করেছে রাঙ্গুনিয়া ব্রীকফিল্ড মালিক ও শ্রমিকরা।

মঙ্গলবার (২ মার্চ ) রাঙামাটি-চট্টগ্রাম সড়কের রাঙ্গুনিয়া এলাকা মানববন্ধন করেছে ব্রীকফিল্ড মালিক সমিতির নেতৃবৃন্দ ও শ্রমিকরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রীকফিল্ড মালিক সমিতির সভাপতি ও ১৩ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, ব্রীকফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, ব্রীকফিল্ড সমিতির উপদেষ্টা সিরাজ উদ্দিন চৌধুরী, রাউজান ব্রীকফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিজুল হক কোম্পানি ১ নং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন মোস্তাফা জাহাঙ্গীর, ছাত্রনেতা ছাদেক নুর টিপু, ব্রীকফিল্ড নেতা ইউছুপ চৌধুরী, আওয়ামীলীগ নেতা ইউসুফ মাতব্বর, হাসান তালুকদার, মঞ্জর মিয়া কোম্পানি, শ্রমিক নেতা ইলিযাছ, ইউনুছ, আয়ত কোম্পানি, মোহাম্মদ কোম্পানি ও শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রীকফিল্ড মালিক সমিতির সম্মানিত সদস্য ও রাঙামাটি-চট্টগ্রাম ট্রাক-মিনিট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেকান্দর হোসেন চৌধুরী।

মানববন্ধনে বক্তারা বলেন, কথাকথিত পরিবেশবিদের করা রিট মামলায় শুধুমাত্র চট্টগ্রামের ব্রীকফিল্ডের বিরুদ্ধে রায় দেয়া হয়েছে যে রায় ষড়যন্ত্রের সামিল। বক্তারা রাঙামাটি ও রাঙ্গুনিয়া এলাকার ১০ লক্ষ মালিক শ্রমিকের জীবন বাচাঁতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানান।

বক্তারা বলেন, মানবতার মা আপনার প্রতিশ্রুত গৃহহীনদের ঘর তৈরীর করে দেয়ার যে পরিকল্পনা রয়েছে সে পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে ব্রীকফিল্ড বন্ধ করতে তা উন্নয়নে বাধাগ্রস্থ হবে। জামায়াত বিএনপির দোসর আইনজীবী মনজিল মোরসেদ বিদেশী বড় বড় ব্লক তৈরীর কোম্পানী গুলোর সাথে হাত মিলিয়ে চট্টগ্রামের ইটভাটার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিয়েছেন।

আইনজীবী মনজিল মোরসেদ সরকারের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে এবং পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন কর্মকান্ড গুলোকে ক্ষতিগ্রস্থ করতে এই ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি আইনের মাধ্যমে সরকারকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে দেশে অর্থনৈতিক মন্দাভাব তৈরী করতে বিদেশী ও জামায়াত বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করছে। দেশের মানুষ বেকার হয়ে পড়লে সরকারের যে কোন কর্মকান্ড করতে বাধা প্রাপ্ত হবে। তাই তথাকথিত পরিবেশবিদ আইনজীবী মনজিল মোরসেদ সরকারের উন্নয়নকে বাধা প্রাপ্ত করতে বিদেশী মিশনে নেমেছে বলে বক্তারা উল্লেখ করেন।

বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আগামী ২ মাসের জন্য ব্রীকফিল্ড চালু রাখাসহ সরকারের নির্দেশনাকে কিছুটা শিথিল করে ব্রীকফিল্ড মালিক ও শ্রমিকদের জীবন বাঁচাতে প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানান।

এছাড়া বক্তারা যতদিন ব্রীকফিল্ড মালিক শ্রমিকদের দাবী বাস্তবায়ন না হবে ততদিন আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারী উচ্চারণ করেন। মানববন্ধন চলাকালে রাঙামাটি চটগ্রাম সড়কে ২ ঘন্টার বেশী যানবাহন চলাচল বন্ধ থাকে। আটকা পড়ে কয়েক শত যানবাহন।


সান নিউজ/কেইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্ট...

ভোলায় উপকূলজুড়ে কোস্টগার্ড মোতায়েন  

ভোলা প্রতিনিধি: আসন্ন ৬ষ্ঠ উপজেলা...

সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু কাল 

নিনা আফরিন, পটুয়াখালী: আগামীকাল...

নজর কাড়লেন কিয়ারা

বিনোদন ডেস্ক: কান চলচ্চিত্র উৎসব...

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সান নিউজ ডেস্ক: প্রতি সপ্তাহের একেক দিন বন্ধ থাকে রাজধান...

রাইসির মৃত্যুতে আমরা জড়িত নই

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ...

নোয়াখালীতে মদসহ ২ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি: নোয়াখালীতে ৯৬ বোতল বিদেশি মদসহ ২ যুবককে গ্র...

ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু 

জেলা প্রতিনিধি: নাটোরে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মো...

কাল ইভিএমে ২৪ উপজেলায় ভোট

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল উপজেলা পরিষদের ২য় ধাপের সাধারণ নি...

বাজার মনিটরিংয়ের নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজার মনিটরিংয়ে জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা