জ্যোতির্ময় গুহঠাকুরতা
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

জ্যোতির্ময় গুহঠাকুরতা প্রয়াণ

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আজ রোববার (২৭ মার্চ, ২০২২) ১৩ চৈত্র, ১৪২৮ বঙ্গাব্দ। ২৩ শাবান ১৪৪৩ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

আরও পড়ুন: ৫ দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

ঘটনাবলী:

১৫১৩- ফ্লোরিডা আবিষ্কৃত হয়।
১৬৬৮- বোম্বে ইস্ট ইন্ডিয়া কম্পানির অধীনে আসে।
১৭৯৪- মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী গঠিত হয়।
১৮৫৫- আব্রাহাম গেসনার কেরোসিন পেটেন্ট করেন।
১৯১৯- আমানুল্লাহ কর্তৃক আফগানিস্তানের স্বাধীনতা ঘোষণা করা হয়।
১৯৬৪- জাতিসংঘের শান্তি বাহিনী সাইপ্রাস অধিগ্রহণ করে।
১৯৬৮- রুশ নভোচারী, তিনি ছিলেন মহাকাশচারী প্রথম ব্যক্তি জারস্লাভ হেয়রোভস্ক্য প্রশিক্ষনের সময় বিমান দুর্ঘটনায় নিহত হন।
১৯৬৯- মেরিনার ৭ উদ্বোধন করা হয়।
১৯৭১- চট্টগ্রামের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে শেখ মুজিবের পক্ষে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেন।
১৯৭১- আইনজীবী ও রাজনীতিবিদ ধীরেন্দ্রনাথ দত্তকে পাকিস্তানী বাহিনী ধরে নিয়ে যায় ও পরে তাঁর খোঁজ মেলেনি।
১৯৭৭- সান্তাক্রুজ বিমান বন্দরের রান ওয়েতে দুটো জাম্বো জেট বিমানের সংঘর্ষে ৫৮২ জনের মর্মান্তিক প্রাণহানি ঘটে।
১৯৮২- বিচারপতি আহসান উদ্দীন চৌধুরীর রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন।
১৯৯৬- বাংলাদেশের জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার আইন পাস হন।
২০০২- একুশে টেলিভিশন (ইটিভি)-এর লাইসেন্স বাতিল করে আদালত রায় ঘোষণা করেন।

জন্মদিন:

০০৪৫- রোমান কবি স্টাটিউস জন্মগ্রহণ করেন।
১৭৮৫- ফ্রান্সের রাজা সপ্তদশ লুই জন্মগ্রহণ করেন।
১৮৪৫- নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ ভিলহেল্ম কনরাড রন্টগেন জন্মগ্রহণ করেন।
১৮৪৭- নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ ও শিক্ষাবিদ অতো ওয়ালাচ জন্মগ্রহণ করেন।
১৮৬৩- মোটর গাড়ির নকশাকার প্রনেতা স্যার ফ্রেডরিখ হেনরি রয়েস জন্মগ্রহণ করেন।
১৮৭১- জার্মান লেখক ও কবি হাইনরিখ মান জন্মগ্রহণ করেন।
১৯০১- নোবেল পুরস্কার বিজয়ী জাপানি রাজনীতিবিদ ও ৬১ তম প্রধানমন্ত্রী ইসাকু সাটো জন্মগ্রহণ করেন।
১৯১২- ইংরেজ লেফটেন্যান্ট, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী জেমস ক্যালাহান জন্মগ্রহণ করেন।
১৯৪১- স্লোভাকিয়া আইনজীবী, রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট ইভান গাস্পারভিক জন্মগ্রহণ করেন।
১৯৪২- নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ জীববিজ্ঞানী জন এডওয়ার্ড সুলস্টন জন্মগ্রহণ করেন।
১৯৬০- ভারতীয় বাঙ্গালী কবি ও সমাজকর্মী মল্লিকা সেনগুপ্ত জন্মগ্রহণ করেন।
১৯৬৩- মার্কিন চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা কুয়েনতিন তারানতিনো জন্মগ্রহণ করেন।
১৯৭২- হল্যান্ডের একজন কৃতি ফুটবল খেলোয়াড় জিমি ফ্লয়েড হ্যাসেলবেইংক জন্মগ্রহণ করেন।
১৯৮৭- রাশিয়ান গায়ক, গীতিকার ও অভিনেত্রী পলিনা গ্যাগারিন জন্মগ্রহণ করেন।
১৯৮৮- আমেরিকান অভিনেত্রী ও গায়িকা ব্রেন্ডা সং জন্মগ্রহণ করেন।
১৯৮৮- জাপানি ফুটবলার আটসুটো উচিদা জন্মগ্রহণ করেন।
১৯৯০- নেদারল্যান্ড এর পেশাদার ফুটবল খেলোয়াড় নেসার বারাযাইত জন্মগ্রহণ করেন।

মৃত্যুবার্ষিকী:

১৪৬২- মস্কোর যুবরাজ দ্বিতীয় ভাসিলি মৃত্যুবরণ করেন।
১৮৯৮- শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক স্যার সৈয়দ আহমদ মৃত্যুবরণ করেন।
১৯১৮- একজন মার্কিন ইতিহাসবিদ, সাংবাদিক ও ঔপন্যাসিক হেনরি অ্যাডাম্স মৃত্যুবরণ করেন।
১৯৪৪- লোকগীতি সংগ্রাহক ও কবি আশুতোষ চৌধুরী মৃত্যুবরণ করেন।
১৯৬৭- নোবেল পুরস্কার বিজয়ী চেক রসায়নবিদ জারস্লাভ হেয়রোভস্ক্য।মৃত্যুবরণ করেন।

১৯৭১- বাংলাদেশী শিক্ষাবিদ ও মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী জ্যোতির্ময় গুহঠাকুরতা মৃত্যুবরণ করেন (১০ জুলাই, ১৯২০ - ২৭ মার্চ, ১৯৭১)। তার অন্যতম পরিচয় তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বুদ্ধিজীবীদের একজন।

জ্যোতির্ময় গুহঠাকুরতার জন্ম তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যের (বর্তমানের বাংলাদেশ) ময়মনসিংহ জেলায়। তার পৈতৃক নিবাস বাংলাদেশের বরিশাল জেলার বানারীপাড়ায়। তার বাবার নাম কুমুদচন্দ্র গুহঠাকুরতা এবং তিনি পেশায় ছিলেন একজন স্কুল শিক্ষক।

১৯৩৬ সালে ময়মনসিংহ জিলা স্কুল থেকে জ্যোতির্ময় গুহঠাকুরতা প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে আই.এসসি. কোর্সে ভর্তি হন। এক বছর সেখানে পড়াশোনা করার পর টাইফয়েডে আক্রান্ত হয়ে তিনি পরীক্ষায় অংশগ্রহণে ব্যর্থ হন। পরবর্তীকালে তিনি সেখান থেকে চলে আসেন এবং ময়মনসিংহের আনন্দমোহন কলেজে আই.এ.-তে ভর্তি হন এবং সেখান থেকে ১৯৩৯ সালে আই.এ. পাশ করেন। এরপর তিনি ইংরেজি বিষয়ে ভর্তি হন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে ১৯৪২ সালে তিনি বি.এ. (সম্মান) বা স্নাতক এবং ১৯৪৩ সালে এম.এ. (মাস্টার্স) বা স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

আরও পড়ুন: বুলবুল ছুরিকাঘাতে নিহত

১৯৭২- একজন ওলন্দাজ চিত্রলেখ শিল্পী এম. সি. এশ্যর মৃত্যুবরণ করেন।
১৯৮২- বাংলাদেশের বিশ্ববিখ্যাত স্থপতি ও পুরকৌশলী ফজলুর রহমান খান মৃত্যুবরণ করেন।
২০০৭- নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ পল ক্রিশ্চিয়ান লতেরবার মৃত্যুবরণ করেন।

দিবস:

আজ বিশ্ব নাট্য দিবস

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জায়েদের ফোন পানিতে ছুড়ে ফেললেন সাকিব

বিনোদন ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের...

রাজধানীতে তাপমাত্রা বাড়ছে

নিজস্ব প্রতিবেদক: চলতি তাপপ্রবা...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ বুধবার (১লা মে) বেশ কিছু খ...

চীনে সড়ক ধসে নিহত ১৯ 

আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিণাঞ...

বিরক্ত হয়েই শাকিবের পরিবার এই সিদ্ধান্ত 

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নতুন করে...

আ’লীগ জনগণের কল্যাণে কাজ করে

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও...

১০ জেলেকে মুক্তি দিল আরকান আর্মি

নিজস্ব প্রতিবেদক: দেশের অভ্যন্তরে...

বজ্রপাতে একদিনেই প্রাণ গেল ১০ জনের

নিজস্ব প্রতিবেদক: বৃষ্টিহীন বৈশাখ...

হাসপাতাল থেকে বাসা ফিরলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খা...

ভরিতে ১৮৭৮ টাকা কমলো স্বর্ণের দাম 

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা