টিম বাংলাদেশ (ছবি: সংগৃহীত)
খেলা

ওয়ানডে সুপার লিগের শীর্ষে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ৭০ রানের বড় ব্যবধানে হারানোর পর ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে ইংল্যান্ডকে পেছনে ফেলে দিয়ে শীর্ষ স্থানে উঠে এসেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগে টেবিলের দুই নম্বর অবস্থানে ছিল রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা।

এদিকে সিরিজ শুরু হওয়ার আগে সুপার লিগে মোট ১২টি ম্যাচ খেলেছিলো তামিমরা। এতে জয় এসেছিল মোট ৮টিতে। প্রত্যেক ম্যাচে দশ করে পয়েন্ট নিয়ে টিম বাংলাদেশের মোট সংগ্রহ ছিল মোট ৮০ পয়েন্ট। তখন টেবিলের শীর্ষে ছিল ইংল্যান্ড। তাদের সংগ্রহে আছে ৯৫ পয়েন্ট। সিরিজ শুরুর আগেই জানা ছিল সিরিজ জিতলেই শীর্ষে উঠে যাবে টিম বাংলাদেশ।

শেষ পর্যন্ত তাই হয়েছে। এ পর্যন্ত ১৪ ম্যাচ খেলে চারটিতে হারের বিপরীতে জিতেছে ৯ ম্যাচ। এতে তাদের সংগ্রহে আসে মোট ১০০ পয়েন্ট। যা এ পর্যন্ত টেবিলের সর্বোচ্চ। এই ম্যাচ জিতে ইংল্যান্ডকে টপকে যায় বাংলাদেশ। বাংলাদেশের পেছনে ৯৫ পয়েন্ট নিয়ে ইংলিশরা এখন দুই নম্বরে রয়েছে।

অপরদিকে ১২ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে রোহিত শর্মার ভারত। এছাড়া সবাইদে অবাক করে টেবিলের চার নম্বরে জায়গা করে নিয়েছে আয়ারল্যান্ড। অবশ্য অন্যান্য দলের চেয়ে অনেক বেশি ম্যাচ খেলে ফেলেছে আইরিশরা। আর তাদের সবগুলো সিরিজ ছিল তুলনামূলক কম শক্তিশালী দলগুলোর বিপক্ষে। ১৮ ম্যাচে আয়ারল্যান্ডের পয়েন্ট ৬৮।

আরও পড়ুন: নাসিরের ঘরে নতুন অতিথি

৬২ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। তারাও খেলেছে আয়ারল্যান্ডের সমান ১৮ ম্যাচ। ছয় নম্বরে আছে আফগানিস্তান। তাদের সংগ্রহ ৬০ পয়েন্ট। আফগানদের সমান পয়েন্ট নিয়ে টেবিলের সাতে অস্ট্রেলিয়া ও ৫০ পয়েন্ট নিয়ে আটে ওয়েস্ট ইন্ডিজ এবং ৪০ পয়েন্ট নিয়ে নয়ে পাকিস্তান এবং দশ নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা। তাদের সংগ্রহ ৩৯ পয়েন্ট।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: টানা একমাস দাবদ...

মিল্টন সমাদ্দার রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: মৃত্যুর জাল সনদ তৈরির অভিযোগে প্রতারণা ও জ...

আমিরাতে প্রবল বৃষ্টিপাত, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক: প্রবল বৃষ্টিপা...

লিওনার্দো দা ভিঞ্চি’র প্রয়াণ

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স...

ভরিতে ১৮৭৮ টাকা কমলো স্বর্ণের দাম 

নিজস্ব প্রতিবেদক: টানা অষ্টমবারের...

ব্রাজিলে ভারী বর্ষণ-ভূমিধস, নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের রিও গ্রান্ডে দো সুলে ব্যাপক ঝড়...

ট্রেন দুর্ঘটনায় তিনজন বরখাস্ত

জেলা প্রতিনিধি : গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা...

ভারতকে টপকে শীর্ষে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : ভারতকে সরিয়ে টেস্টে শীর্ষস্থান দখল করেছে অস...

ট্রেনের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত

জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেন...

যারা চাপে রাখতে চেয়েছিল তারাই চাপে

নিজস্ব প্রতিবেদক : যারা আমাদেরকে চাপে রাখতে চেয়েছিল, তারাই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা