সংগৃহীত
খেলা

আয়ারল্যান্ডের মামুলি টার্গেট

স্পোর্টস ডেস্ক : টাইগারদের বোলিং তোপে ১০১ রানেই অলআউট আয়ারল্যান্ড। সিলেটে রীতিমতো আগুন ঝরিয়েছেন হাসান-ইবাদত-তাসকিনরা। বাংলাদেশের এই তিন পেসার মিলে ঝুলিতে পুড়েছেন ইনিংসের ১০ উইকেটের সবকটাই। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে প্রথমবার ঘটেছে এমন ঘটনা। পেসারদের বিধ্বংসী পেস বোলিংয়ে কুপকাত আইরিশ ব্যাটাররা।

আরও পড়ুন : ফের বাবা হলেন আতিফ

বৃহস্পতিবার (২৩ মার্চ) টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২৮ ওভার ১ বল খেলে ১০১ রানে অলআউট আয়ারল্যান্ড। যেখানে সর্বোচ্চ ৩৬ রান এসেছে ক্যাম্পারের ব্যাট থেকে। রানে দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন মাত্র দুই ব্যাটার। আর রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন তিনি ব্যাটার।

অন্যদিকে বাংলাদেশের পক্ষে ৩২ রানে ৫ উইকেট শিকার করে দিনের সেরা বোলার হাসান। এটি তার ক্যারিয়ারেরও সেরা বোলিং ফিগার। তাছাড়া ৩টি উইকেট পেয়েছেন তাসকিন। আর ইবাদত নিয়েছেন ২টি।

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বাংলাদেশি পেসারদের তোপের মুখে পড়ে দুই আইরিশ ওপেনার স্টিফেন ডোহেনি ও পল স্টার্লিং। শুরু থেকেই আইরিশদের রানের চাকা আটকে রাখলেও উইকেটের দেখা পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় পঞ্চম ওভার পর্যন্ত। ইনিংসের পঞ্চম ওভারে প্রথম আঘাত হানেন টাইগার পেসার হাসান মাহমুদ। মাত্র ৮ রানে ওপেনার স্টিফেন ডোহেনিকে ক্যাচ আউটের ফাঁদে ফেলেছেন তিনি।

হাসানের সঙ্গে একই স্পেলে বল করা পেসার তাসকিন আহমেদও চেপে ধরেছেন আইরিশ ব্যাটারদের। তার প্রথম তিন ওভারে এসেছে মাত্র ৬ রান। এরপর নবম ওভারে এসে নিজের ও দলের দ্বিতীয় উইকেট নিয়েছেন হাসান। আরেক ওপেনার পল স্টার্লিংকে এবার তিনি এলবিলব্লিউর ফাঁদে ফেলেছেন। ১২ বলে মাত্র সাত রানে করেন স্টার্লিং।

এরপর অষ্টম ওভারে এসে আইরিশ দূর্গে আবারো আঘাত হনেন হাসান। এবার শূন্য রানেই বিদায় করেন হ্যরি ট্যাকটরকে। এই ব্যাটারকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে ফেরান তিনি। হাসান মাহমুদের পর উইকেট শিকারে যোগ দেন তাসকিন আহমেদ। ইনিংসের নবম ওভারে আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নিকে বিদায় করেন এই টাইগার পেসার।

দলীয় রান ত্রিশ পেরোনোর আগেই টপ অর্ডার ব্যাটারদের হারিয়ে যখন ধুঁকছিল আয়ারল্যান্ড, তখন টাকারকে সঙ্গে দলের হাল ধরেন কুর্টিসব ক্যাম্পার। তাদের দৃঢ়তায় আইরিশরা আর কোনো উইকেট না হয়ারিয়ে অর্ধশতক পূর্ণ করে।

আরও পড়ুন : কেউ দাবায়ে রাখতে পারে নাই

তবে এই জুটিকে খুব বেশি দূর এগোতে দেননি এবাদত হোসেন। ১৯তম ওভারের আক্রমণে এসে তাসকিন-হাসানদের সঙ্গে উইকেট শিকারে যোগ দেন এই পেসার। ওভারের পঞ্চম বলে লেগ বিফোরের ফাঁদে ফেলে টাকারকে কে সাজঘরে পাঠান ইবাদত। ২৮ রান করে এই ব্যাটার ফিরলে ভাঙ্গে ৪২ রানের পঞ্চম উইকেট জুটি।

টাকারের আউটের পর ক্রিজে নামেন জজ ডকরেল। ওভারের ষষ্ট বলে স্বপ্নের মতো এক ডেলিভারী করলেন এবাদত। অফ স্টাম্পের বাইরে পড়ে হালকা ইনসুইয়ে পরাস্ত ডকরেল। এঁটেই তার অফ স্টাম্প কয়েকটা ডিগবাজি খেয়ে কয়েক হাত ধূরে গিয়ে পড়লো। ফলে নামের পাশে রান যোগ করার আগেই বিদায় ডকরেলের।

এরপর ২২তম ওভারে আক্রমণে ফিরে জোড়া শিকার ধরেন তাসকিন। ওভারের প্রথম বলে নাসুমের হাতে ধরা পড়েন অ্যান্ডু ১ রান করা ম্যাকব্রাইন। এক বল পর সাজঘরে ফেরেন মার্ক অ্যাডায়ারও। ফলে ইনিংসের ২২ ওভারে ৭৯ রান তুলতেই ৮ উইকেট হারায় আইরিশরা।

আরও পড়ুন : রমজানের শুভেচ্ছা জানালেন বাইডেন

এরপর আইরিশদের পক্ষে একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন ক্যাম্পার। এই অলরাউন্ডার এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন। কিন্তু সঙ্গীর অভাবে খুব একটা পথ হাটতে পারেননি। তাকেও থামতে হয় ৩৬ রানে। এরপর ব্যাক্তিগত ৩ রানে দলের শেষ ব্যাটার হিসেবে বিদায় নেন গ্রাহাম হুম। ফলে ২৮ ওভার ১ বল খেলে ১০১ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।


সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৬ অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক: দেশের ৬ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কি.মি বেগে ঝড়ে...

আচরণবিধি লঙ্ঘন করলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক : আমাদের কাছে সব প্রার্থী সমান। দল বা প্রার...

ভারতকে টপকে শীর্ষে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : ভারতকে সরিয়ে টেস্টে শীর্ষস্থান দখল করেছে অস...

পাহাড় ধসে যান চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের দুই কিলো...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ শুক্রবার (৩ মে) বেশ কিছু খ...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ...

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সান নিউজ ডেস্ক: প্রতি সপ্তাহের একেক দিন বন্ধ থাকে রাজধানীর ব...

পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জের সদরে পুকুরের পানিতে ডুবে দুই ভ...

তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস

নিজস্ব প্রতিবেদক : ঢাকাসহ বিভিন্ন বিভাগের ওপর দিয়ে যে তাপপ্র...

বৃষ্টিতে বন্ধ খেলা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টি-টোয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা