নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনার চাটমোহরে সহপাঠি স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে লিমন আলী (১৬) নামের এক স্কুলছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে মামলার পর তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিমন উপজেলার নিমাইচড়া ইউনিয়নের করৎকান্দি গ্রামের বাবলু হোসেনের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, উপজেলার সমাজ আশরাফ জিন্দানী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল একই স্কুলের দশম শ্রেণীর ছাত্র লিমন হোসেনের। গত ৪ জানুয়ারি রাত দশটার দিকে গ্রামের আফজাল হোসেনের বাগানে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে লিমন। মেয়ের পরিবার বিষয়টি জানার পর বিষয়টির সমাধানে একাধিকবার গ্রামে বৈঠক হলেও কোন সমাধান হয়নি। পরে চাটমোহর থানায় একটি ধর্ষণ মামলা করেন ওই স্কুলছাত্রীর বাবা।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ডেভিড হিমাদ্রী বর্মা জানান, রাতে মামলা হওয়ার সঙ্গে সঙ্গে আসামিকে গ্রেফতার করতে ভাঙ্গুড়ার দূর্গম এলাকা খানমরিচের বৈদ্য মরিচ এলাকায় অভিযান চালানো হয়। রাত একটার দিকে লিমনকে গ্রেফতার করা হয়। বুধবার (১৩ জানুয়ারি) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সান নিউজ/এস/কেটি
Copyright © Sunnews24x7Newsletter
Subscribe to our newsletter and stay updated.