স্পোর্টস ডেস্ক: আসন্ন জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে তিন ফরম্যাটের জন্য আলাদা আলাদা দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সিরিজে ১টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। টেস্ট দলের সঙ্গে ওয়ানডে দলের স্কোয়াডে যাদের নাম থাকবে, তারা আগামী ২৯ জুন (মঙ্গলবার) দেশ ছাড়বেন।
এই সিরিজে টোয়েন্টি ফরম্যাটে খেলার জন্য প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ব্যাটসম্যান শামীম হোসেন পাটোয়ারী।
দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন নুরুল হাসান সোহান। তিন ফরম্যাটের দলেই রাখা হয়েছে এই উইকেটকিপার ব্যাটসম্যানকে।
টেস্ট দলে ফিরেছেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টিতে ফিরেছেন লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। কঠোর লকডাউনের দেশে যাচ্ছে টাইগাররা
ইনজুরি আক্রান্ত হলেও দলে রাখা হয়েছে তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদকে। তবে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না মুশফিক।
জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের টেস্ট দলে থাকছেন-
মুমিনুল হক (অধি.), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের ওয়ানডে দলে থাকছেন-
তামিম ইকবাল (অধি.), নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের টি-টোয়েন্টি দলে থাকছেন-
মাহমুদউল্লাহ (অধি.), তামিম ইকবাল, নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামিম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদি হাসান, আমিনুল বিপ্লব, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
সান নিউজ/ এমএইচআর