ক্রীড়া ডেস্ক : সাফল্য-ব্যর্থতা মিলিয়েই তো জীবন। খেলাধুলাও ব্যতিক্রম কিসে? তবে এই ধ্রুবসত্যটা মানতেই যেন কষ্ট হচ্ছে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের! অলিম্পিকে ব্যর্থ হয়ে যখন ধরবেন দেশের বিমান, তার আগেই নষ্ট করেছেন হোটেলের বিছানা, ফুটো করছেন রুমের দেয়াল; এমন অভিযোগই উঠেছে এবার অজিদের বিপক্ষে।
অভিযোগটা আবার যার তার নয়। খোদ অলিম্পিক কমিটিই এভাবে আঙুল তুলেছে অজিদের আচরণে। অস্ট্রেলিয়ান ফুটবল আর রাগবি ফেডারেশন অবশ্য বিষয়টি আমলে নিয়েছে, ঘোষণা দিয়েছে তদন্তেরও। গুরুত্ব দিয়ে দেখছে অজিদের অলিম্পিক কমিটিও।
অস্ট্রেলিয়ান অলিম্পিক কমিটির প্রধান নির্বাহী ম্যাট ক্যারল গণমাধ্যমকে বলেছেন, ‘এমন কোনো অভিযোগ সেই ফ্লাইটের দায়িত্বে থাকা ক্রুদের কাছ থেকে পাইনি আমরা। তবে টোকিও থেকে এমন অগ্রহণযোগ্য আচরণের অভিযোগ যে পেয়েছি আমরা, তা খতিয়ে দেখছি আমরা।’
অস্ট্রেলিয়া অলিম্পিক কমিটির দলনেতা ইয়ান চেস্টারম্যানও বিষয়টা অস্বীকার করেননি। বরং ইঙ্গিত দিলেন অভিযোগের সত্যতার। বললেন, ‘কয়েকজন তরুণ ভুল করেছে। তারা রুমটা যেভাবে ছেড়ে এসেছে, সেটা উচিত হয়নি তাদের। তবে ক্ষতিটা যেমন বলা হচ্ছে, তত বেশি নয়। অল্প কিছু ক্ষতিই করেছে তারা। কার্ডবোর্ডে তৈরি বিছানা ভেঙে যাওয়াটা তো খুব স্বাভাবিক এক বিষয়ই।’
যদিও অস্ট্রেলিয়ার সামগ্রিক পারফর্ম্যান্স বিচার করলে ফলাফলটা খারাপ হয়নি একেবারে। জিতেছে ১৪টি সোনা, ৩৩টি পদক নিয়ে পদক তালিকার চারে আছে দলটি।
সান নিউজ/এমএইচ