নিজস্ব প্রতিবেদক : কানাডায় উচ্চতর পড়াশোনা করা শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং টিউশন ফি পাঠানোর জন্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ও টরন্টো স্কুল অব ম্যানেজমেন্টের (টিএসওএম) মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। টিএসওএমর বাংলাদেশ অফিসের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সুজন দাস এবং প্রিমিয়ার ব্যাংকের এসইভিপি-এজেন্ট ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ শামিম মোরশেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম। কানাডা থেকে আন্তর্জাতিক শিক্ষার্থী নিয়োগের পরিচালক ব্রায়ান ভ্যাথিলিংম ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিশেষ অতিথি হিসাবে চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন।
সান নিউজ/রাসেল/এসএ
Copyright © Sunnews24x7Newsletter
Subscribe to our newsletter and stay updated.