আন্তর্জাতিক ডেস্ক : আরও এক প্রাদেশিক রাজধানীর দখল নিলো তালেবান। মঙ্গলবার (৯ আগস্ট) আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ফারাহর রাজধানী ফারাহ দখলে নিয়েছে তালেবান। এ নিয়ে পাঁচদিনে সাত প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা।
ফারাহ প্রাদেশিক পরিষদের সদস্য শাহলা আবুবার বলেন, স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা শহরের বাইরের একটি সেনা ঘাঁটির দিকে পিছু হটেছেন।
এর আগে, সোমবার পর্যন্ত দেশটির উত্তর, দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের ছয়টি প্রদেশের রাজধানীর দখল এই বিদ্রোহী গোষ্ঠীর হাতে চলে গেছে বলে নিশ্চিত করেছেন তালেবান এবং আফগান সরকারি কর্মকর্তারা। মঙ্গলবার ফারাহ দখলে নেওয়ায় সেই সংখ্যা বেড়ে দাঁড়ালো সাতটিতে।
বিদেশি সামরিক বাহিনীর সদস্যরা দেশটি ছাড়তে শুরু করায় শাসনক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে তালেবান। এমন পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি আঞ্চলিক শক্তিশালী গোষ্ঠীগুলোকে সরকারের প্রতি সমর্থনের আহ্বান জানিয়েছেন।
দেশটির জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষের প্রধান গুলাম বাহাউদ্দিন জাইলানি রয়টার্সকে বলেছেন, আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে অন্তত ২৫টিতে সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের লড়াই চলছে। গত দুই মাসে ৬ লাখের বেশি পরিবার বাস্ত্যুচুত হয়েছে; যাদের অধিকাংশই রাজধানী কাবুলে আশ্রয় নিয়েছে।
সান নিউজ/ এমএইচআর