রাজনীতি

আসবে, শেষ বেলায় আসবে

সান নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে, খালি মাঠে গোল দেব না, শক্ত খেলা চাই। বিএনপি শেষ পর্যন্ত পানি ঘোলা করে হলেও নির্বাচনে আসবে। আসবে, শেষ বেলায় আসবে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি হচ্ছেন সাহাবুদ্দিন চুপ্পু

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, এবার খেলা হবে, খালি মাঠে গোল দেব না, শক্ত খেলা চাই। বিএনপি শেষ পর্যন্ত পানি ঘোলা করে হলেও নির্বাচনে আসবে। আসবে, শেষ বেলায় আসবে। গতবারও তারা বলেছিল নির্বাচনে আসবে না। শেষ পর্যন্ত কী হলো, আসল। না এসে যাবে কোথায়। না এলে পালাতে হবে। একজন পালিয়েছে, বাকিরাও পালাবার পথ খুঁজবে। আওয়ামী লীগ পালায় না।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির গণঅভ্যুত্থান গোপালগঞ্জের গরুর হাটে গিয়ে গুরুতর আহত। আহত হয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে পদযাত্রা করছে, ছুটতে আর পারছে না। শহরে, বিভাগে জেলায় জেলায় সমাবেশ ডেকে এখন আবার ইউনিয়নে, গ্রামে পদযাত্রা করছে। খোঁজ নিয়ে দেখুন, কয়টা ইউনিয়নে বিএনপি পদযাত্রা করছে। আমাদের সারা বাংলাদেশে শান্তির সমাবেশ সফল হচ্ছে।

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, কথায় কথায় বলেন সরকারের পায়ের তলায় মাটি নেই। কার পায়ের তলায় মাটি আছে কার নেই এটা প্রমাণ করতে হবে নির্বাচনে। নির্বাচনে প্রমাণ হবে জনগণ কাকে ভোট দেয়। শেখ হাসিনা সচ্ছল। তিনি বলেছেন- হেরে গেলে আমরা বিদায় নিব। জনগণের ম্যাজিস্ট্রেসির কাছে আমরা মাথা নত করবো। জনগণের ইচ্ছা আমাদের ইচ্ছা। ফাইনাল খেলার জন্য আওয়ামী লীগ প্রস্তুত।

তিনি আরও বলেন , বিএনপি ডাকে মহাসমাবেশ, হয়ে যায় কোনো রকম একটা সমাবেশ। সমাবেশ হয় আওয়ামী লীগের মহাসমাবেশ। বিএনপির মহাসমাবেশ কোনো রকম সমাবেশ হতেও কষ্ট হয়। বিএনপি এ পর্যন্ত যতটা সমাবেশ করেছে, হাওর-বাওড়ের এলাকা সুনামগঞ্জে দুপুরে তার চেয়ে বেশি মানুষ হয়েছে।

আরও পড়ুন: সব সাফল্যের অংশীদার আনসার বাহিনী

এর আগে দুপুর ১২টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল কবির ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শফিউল আলম নাদেল, সদস্য আজিজুস সামাদ ডন প্রমুখ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি নেতাকর্মীদের ভাগিয়ে নেওয়ার চেষ্টা করছেন শাহ্ জাফর

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ২০০৬ সাল থেকে ২০০৮ সাল...

বাংলাদেশ স্কাউটস সংস্কারে মহামান্য রাষ্ট্রপতি মনোনীত এডহক কমিটি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ স্কাউটসের কার্যক্রম গতিশীল ও বেগ...

জীবনের নতুন অধ্যায়ে ফারিয়া

বিনোদন ডেস্ক: ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া গ্ল্যামারে ফু...

তিন ইউপিডিএফ কর্মীকে হত্যা

জেলা প্রতিনিধি : খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্...

খালেদা জিয়ার ১১ মামলা বাতিল

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন থানায় বিএনপি চেয়ারপারসন...

বিসিএসে ৪ বার অংশ নিতে পারবে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় অ...

তাইওয়ানে আঘাত হেনেছে কং-রে

আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ানের পূর্ব উপকূলে সরাসরি আঘাত হেনেছ...

আবর্জনা নিয়ে ট্রাম্পের লড়াই

আন্তর্জাতিক ডেস্ক: স্যানিটেশন কর্মীর পোশাক পরে একটি আবর্জনা...

অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ অ...

হাবিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা