সুশান্তকে, খুন, করা, হয়েছে,!,
বিনোদন

সুশান্তকে খুন করা হয়েছে!

বিনোদন ডেস্ক:

বলিউডের নবীন তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে শোকে স্তব্ধ তার ভক্তরা। এখন চলছে সুশান্তের মৃত্যু নিয়ে নানা ধরনের বিশ্লেষণ।

ফেসবুক, টুইটার সব মাধ্যমেই যেনো সুশান্তের মৃত্যু নিয়ে চর্চা। শেষ কথা হচ্ছে সুশান্ত যে আত্মহত্যা করেছেন তার পেছনে রয়েছে নেপটিজমের মতো কারণ। এ ইন্ডাস্ট্রিতে কেবল ‌‌‘স্টার কিডসরাই’ সকল ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন।

সুশান্তরা প্রতিভা নিয়ে এলেও কিছু করতে পারেননা। অবশেষ ব্যর্থতা নিয়ে বিদায় হোন। কেউ কেউ সুশান্তের মতো নেন চির বিদায়!

সুশান্ত সিংয়ের কিসে অভাব ছিলো? অভিনয়, ফিটনেস, লুকিং সব কিছুতেই বলিউডের সুপারস্টারদের চেয়ে কোন অংশে কম নেই। ছোট্ট ক্যারিয়ার। অথচ এই ক্যারিয়ারে যে কয়টিতে কাজের সুযোগ পেয়েছে সব কটিতেই প্রশংসা পাওয়ার মতোই অভিনয় করেছেন। পেয়েছেনও প্রশংসা। সেটা কেবল মুখে মুখে। আনুষ্ঠানিক কোন স্বীকৃতি মিলেনি।

কাই পো চে, ধোনি, কেদারনাথ, ছিছোড়ের মতো ছবি সুশান্তের ঝুলিতে। ছবিগুলো দেখছেন অথচ তার অভিনয়ে মুগ্ধ হোননি এমন দর্শক পাওয়া যাবেনা। অথচ ফিল্ম ফেয়ার মতো আয়োজনে স্বীকৃতি মিলেনা তার। মিলে স্টার কিডদের।

তাই সুশান্তকে যে বলিউড খুন করেছে সেটা বুক ফুলিয়ে বলে দিয়েছেন কঙ্গনা। কোন গড ফাদারকে ভয় না পেয়ে এই অভিনেত্রী বলেন, ‘যে ছেলে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং স্কলারশিপ ছেড়ে অভিনয়কে জড়িয়ে ধরেছিল, তাকে “আপনারা” বাঁচতে দিলেন না। “কাই পো চে”, “ধোনি”, “কেদারনাথ”, “ছিছোড়ে”র মতো ছবি করেও সে কোনো স্বীকৃতি পায়নি?

কঙ্গনার প্রশ্নের গভীরতা মাপলে কেনো সুশান্তর মৃত্যু আত্মহত্যা নয় খুন সেটা অনায়াসেই বুঝতে পারবেন সবাই। মৃত্যুর পরও কাপুর খানদানের কারিনা কাপুর উপহাস করতে ছাড়লেন না সুশান্তকে। তার মৃত্যু নিয়ে সারা ভারত যখন ব্যথিত, তখনই সৎ মেয়ে সারা আলি খানকে বেবোর সতর্কবাণী আবার সরণ করিয়ে দিলে বলেন, এ জন্যই বলেছি, প্রথম নায়কের সঙ্গে কখনও প্রেম করো না।

বলিউডে সারা আলি খানের প্রথম ছবি ‘কেদারনাথ’। ছবিতে তার বিপরীতে ছিলেন সুশান্ত সিংহ রাজপুত। দু’জনের কেমিস্ট্রি যেমন ক্লিক করেছিল, তেমনই ভালো ব্যবসাও করেছিল ছবিটি।

অথচ এই সুশান্তকে একাই লড়ে যেতে হয়েছে বলিউডে। কোন গড ফাদারের সাহায্য ছাড়াই। মৃত্যুর পুর জানা গেছে ‘ছিছোড়ে’র পর সুশান্তকে সাতটি ছবি থেকে বাদ দেওয়া হয়। রাজনীতিবিদ সঞ্জয় নিরুপম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। একাধিক পরিচালক, প্রযোজক, অভিনয়শিল্পী ও সমালোচক ‘ছিছোড়ে’কে বলেছেন বলিউডের সর্বকালের সেরা সিনেমাগুলোর একটি। অন্যদিকে ছবিটির সাফল্যে সুশান্তের ভাগ্য না আরও বন্ধই হয়ে যায়!

সুশান্তের বাবাও জানান প্রায় ছয় মাস ধরে সুশান্ত ভালো ছবি না পাওয়া ও পেয়েও হাতছাড়া হয়ে যাওয়ায় হতাশার কথা বলেছিলেন। অন্তত তিনবার বাবাকে সুশান্ত ক্যারিয়ার নিয়ে হতাশার কথা বলেছেনও।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা