নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরায় বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে হাবিবুর রহমান ভুট্টো (৩৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার ( ৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে সাতক্ষীরা শহরের কাটিয়া আমতলা মোড় সংলগ্ন স্টাফকোয়াটারের সামনে এ ঘটনা ঘটে।নিহত ওই শ্রমিক গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর উপজেলার ৩নং দমোদরপুর দুলার বটতলা গ্রামের কুদ্দুস আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত হাবিবুর রহমান ভুট্টো সাতক্ষীরায় বিদ্যুতের খুটি বসানোর ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিকের কাজ করত। সোমবার সকালে কাটিয়া ফিডার কাজ করার জন্য সাতক্ষীরা বিদ্যুৎ অফিসকে লাইন বন্ধ করতে বলেন। তারা কাটিয়া ফিডের লাইন বন্ধ করলেও পাশাপাশি দুটো ফিডার থাকায় হাবিবুর ভুল করে টেক্সটাইলস মিলস ফিডারে উঠে পড়েন।
কাজ করার উদ্দেশ্যে ৩৩ হাজার কে.বি ভোল্টেজ এর লাইনে হাত লাগানোর সাথে সাথে বিদ্যুৎ স্পৃষ্টে তার মৃত্যু হয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ওই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সান নিউজ/মাজহারুল/এসএ