কূটনৈতিক প্রতিবেদক: বাংলাদেশ ও ভারতের মধ্যে আকাশপথে ফ্লাইট সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৫ অক্টোবর থেকে উভয় দেশের মধ্যে সপ্তাহে ২১টি ফ্লাইট চলাচল করবে।
সোমবার (১১ অক্টোবর) ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য জানানো হয়েছে।
হাইকমিশন জানায়, ভারত ও বাংলাদেশ যৌথভাবে এয়ার বাবল ব্যবস্থার অধীনে ফ্লাইটের সংখ্যা প্রতি সপ্তাহে সাতটি থেকে ২১টিতে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। এটি ১৫ অক্টোবর থেকে কার্যকর হবে।
দুই দেশের মধ্যে ফ্লাইট সংখ্যা বাড়লে চিকিৎসা ও ব্যবসায়িক উদ্দেশ্যে ভ্রমণকারীরা উপকৃত হবেন।
সান নিউজ/এফএআর