আন্তর্জাতিক ডেস্ক: বৃহস্পতিবার (১৭ জুন) গভীর রাতে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো গাজা উপত্যকায় হামলা চালিয়েছে। যুদ্ধ বিমানগুলো বেইত লাহিয়া শহর ও খান ইউনিসের একটি সাইটে বোমা নিক্ষেপ করেছে।
এ ঘটনায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোনো হতাহতের কথা বলা হয়নি। ইসরায়েলি সেনাবাহিনীও তাৎক্ষণিক কোন মন্তব্য করেনি। এর আগে বৃহস্পতিবার (১৭ জুন) ইসরায়েল হামাসকে একটি বার্তা দিয়েছে যে গাজা উপত্যকা থেকে আগত বেলুনগুলো ছাড়া বন্ধ না হলে নতুন সামরিক পদক্ষেপ নেওয়া হবে।
ইসরায়েলের চ্যানেল ১৩ নিউজ আউটলেট জানিয়েছে, একটি ইসরায়েলী প্রতিনিধি মিশরীয় গোয়েন্দা পরিসেবার মাধ্যমে এই বার্তা দিয়েছে।
এদিকে ইসরায়েলি জাতীয় সুরক্ষা কাউন্সিলের প্রতিনিধি দল বৃহস্পতিবার কায়রো পৌঁছেছে। সেখানে গাজায় হামাসের সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধের বিষয়ে আলোচনা করবেন।
গত ১০ মে, গাজা উপত্যকায় টানা ১১ দিন বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। সূত্র: আনাদুলু।
সান নিউজ/এমএম