নিজস্ব প্রতিবেদক : নারী ধর্ষণের মতো 'বলাৎকার‘কে পুুরুষ ধর্ষণের অপরাধ হিসেবে গণ্য করতে দণ্ডবিধির ৩৭৫ ধারার সংশোধন চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। মানবাধিকার কর্মী তাসমিয়া নূহাইয়া আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক মাসুম বিল্লাহ এবং সমাজকর্মী সৌমেন ভৌমিকের পক্ষে আইনজীবী তাপস কান্তি বল এই রিট করেন।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে আইনজীবী জানান, রিটে আইনসচিব, স্বরাষ্ট্রসচিব ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) বিবাদী করা হয়েছে।
তিনি বলেন, সম্প্রতি দেশে ছেলে শিশু তথা পুরুষকে যৌন নির্যাতন ও বলৎকারের ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। কিন্তু এই ধরনের নির্যাতনকে ধর্ষণের অপরাধ হিসেবে বিচার করা যাচ্ছে না। তাই দণ্ডবিধির ৩৭৫ ধারায় সংশোধন এনে ‘নারী ধর্ষণ’ এর অপরাধের পাশাপাশি অপরাধ হিসেবে ‘পুুরুষ ধর্ষণ’ বিষয়টিকে যুক্ত করার আবেদন করা হয়েছে।
সান নিউজ/এমএ/এস