জেলা প্রতিনিধি: পটুয়াখালী জেলায় বাউফলের একটি মাদরাসা পরিচালকের বলাৎকারের শিকার হয়ে আল রাফি (১২) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার মহাখালী ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। শিশুটির দাদা আবদুল আলী আকন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন: কক্সবাজারে ফুটবল টুর্নামেন্ট শুরু
উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়নের বড় ডালিমা মদিনাতুল উলুম কাওমিয়া হাফেজিয়া ও নুরানী কিন্ডারগার্টেন মাদরাসা, এতিমখানার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ সেলিম গাজীর (৪০) বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে।
জানা যায়, ঐ মাদরাসার পরিচালক গত ৪-৫ মাস ধরে শিক্ষার্থী রাফিকে বলাৎকার করে আসছিলেন। ১৪-১৫ দিন আগে রাফি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি সকলের কাছে জানাজানি হয়ে যায়।
আরও পড়ুন: মানুষ আওয়ামী লীগের সাথে আছে
ছেলের চিকিৎসার জন্য রাফির বাবা রেজাউল করিম ঢাকা মহাখালী ক্যানসার হাসপাতালে নিয়ে যান। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার পর জানা যায়, দীর্ঘদিন ধরে তাকে বলাৎকার করায় মলদ্বারের ঘা থেকে ক্যানসার হয় এবং তা রক্তে ছড়িয়ে পড়ে।
গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মহাখালী ক্যানসার হাসপাতালে ১২ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকায় পরে রাফি মারা যায়। এ ঘটনায় রাফির বাবা ও মায়ের কোনো বক্তব্য এখনো নেওয়া সম্ভব হয়নি।
মাদরাসার পরিচালক ঐ ঘটনার পর গা ঢাকা দিয়েছেন।
আরও পড়ুন: উলিপুরে মসজিদে মুসল্লির মৃত্যু!
নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মহাসিন জানান, আমি ঘটনাটি শুনেছি এবং এ ঘটনার বিচার দাবি করছি।
বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, তিনি বিষয়টি অবহিত নন।
সান নিউজ/এএ