সাতক্ষীরার তালা থানার পাঁচরোর্থী গ্রামের আফজাল হোসেন একই গ্রামের জান্নাত এন্টারপ্রাইজের মালিক ঘের ব্যবসায়ী মোঃ আরিফ হোসেনের কাছে ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা পাওনা আদায়ের জন্য খুলনা জজ কোটের এ্যাডভোকেট মোঃ মতিয়ার রহমান মোল্যা মারফৎ লিগ্যাল নোটিশ প্রেরণ করেছেন। ঘটনার সূত্রে জানা যায় যে,
পারস্পারিক সুসম্পর্ক বিদ্যমান থাকায় মৎস্য ঘেরের জন্য নগদ টাকার বিশেষ প্রয়োজনে আরিফ হোসেন গত ০৫ (পাঁচ) মাস পূর্বে আফজাল হোসেন থেকে নগদ ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা ধার হিসেবে গ্রহণ করেন। মৌখিকভাবে কথা থাকে যে, উক্ত টাকা গ্রহণের পর পরবর্তী ০৪ (চার) মাসের মধ্যে সমুদয় টাকা পরিশোধ করে দিবেন। কিন্তু উক্ত সময় অতিবাহিত হওয়ার পরও পাওনা টাকা পরিশোধ না করে গত ইং ০৩/১১/২০২৫ তারিখ "জান্নাত এন্টার প্রাইজ"-এর হিসাবীয় পূবালী ব্যাংক লিমিটেড, চুকনগর (রুরাল) শাখা, ডুমুরিয়া, খুলনা-এর একটি চেক দিলে চেকটি গত ইং ১০/১১/২০২৫ তারিখ ডিজঅনার হয়। ফলে একটি লিগ্যাল নোটিশ জারী করা হয়।
সান নিউজ/আরএ