আন্তর্জাতিক

হাইতির প্রেসিডেন্টকে হত্যার মূল হোতা গ্রেফতার 

আন্তর্জাতিক ডেস্ক: হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসি হত্যায় ক্রিশ্চিয়ান এমানুয়ের শ্যানন (৬৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। হত্যার পেছনের মূল হোতা হিসেবে তাকেই ধারণা করছে পুলিশ।

স্থানীয় সময় রোববার (১১ জুলাই) রাতে দেশটির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে পুলিশের এক ব্রিফিংয়ে এতথ্য জানানো হয় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

গ্রেফতার ক্রিশ্চিয়ান এমানুয়ের শ্যানন হাইতির নাগরিক। রাজনৈতিক কারণে গত জুনে একটি ব্যক্তিগত বিমানে তিনি দেশে প্রবেশ করেন।

হাইতির পুলিশপ্রধান লিওন চার্লস বলেন, রাজনৈতিক উদ্দেশে ব্যক্তিগত বিমানে এই ব্যক্তি দেশে প্রবেশ করেছিলেন। তার প্রথম পরিকল্পনা ছিল প্রেসিডেন্টকে গ্রেফতার করানো; পরে পরিকল্পনা পরিবর্তন হয়।

তিনি বলেন, শ্যানন দুইজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিলেন, এরাই এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে।

নিজ বাসভবনে গত ৭ জুলাই গুলিতে খুন হন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসি। হামলায় তার স্ত্রী আহত হন। ঘটনার পরপরই সন্দেহভাজন চার ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিহত হন। গ্রেফতার করা হয় কয়েকজনকে।

প্রেসিডেন্ট মোইসি নিহত হওয়ায় হাইতির সরকারের দায়িত্ব নিয়েছেন অন্তর্র্বতী প্রধানমন্ত্রী ক্লদে জোসেফ। তিনি জনসাধারণের চলাচলের ওপর অবরোধ আরোপ করেছেন। এ ছাড়া জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, পরিস্থিতি শান্ত রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে গৃহকর্মীকে জিম্মির অভিযোগ 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

আড়িয়ল ইউপিতে উপ-নির্বাচন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

রানা প্লাজা ট্র্যাজেডি দিবস

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স...

কার্বণ মিল ও সীসা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন

কামরুল সিকদার, বোয়ালমারী প্রতিনিধি:

কার্বণ মিল ও সীসা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন

কামরুল সিকদার, বোয়ালমারী প্রতিনিধি:

কক্সবাজারে দুই জেলের লাশ উদ্ধার 

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার চ...

আড়িয়ল ইউপিতে উপ-নির্বাচন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

খাগড়াছড়িতে গৃহকর্মীকে জিম্মির অভিযোগ 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা