ফিচার

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্বীকৃতি মিলছে ২০৯ শহীদ বুদ্ধিজীবীর

নিজস্ব প্রতিবেদক : অবশেষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রাষ্ট্রীয়ভাবে ২০৯ জনকে প্রথম দফায় শহীদ বুদ্ধিজীবী হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে সরকার। তারা সবাই একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের হাতে শহীদ হয়েছিলেন।

বুধবার ( ২৪ মার্চ ) এ লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সভা আহ্বান করা হয়েছে। সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের উপস্থিত থাকার কথা রয়েছে। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে শহীদ বুদ্ধিজীবীদের স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশের দাবি উঠলেও এবারই প্রথম শহীদ বুদ্ধিজীবীদের স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করা হচ্ছে।

জানা গেছে, আজকের সভায় তালিকা অনুমোদন হলে অগামীকাল ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসে এ বিষয়ে বিশেষ ঘোষণা দেওয়া হবে। এরপর রাষ্ট্রপতির আদেশক্রমে শহীদ বুদ্ধিজীবীদের নাম, ঠিকানাসহ একটি তালিকা গেজেট আকারে প্রকাশ করবে মন্ত্রণালয়।

এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, 'আমরা বুধবার (২৪ মার্চ) তালিকা নিয়ে বসব। যদি তাতে অন্য কোনও ইস্যু না আসে তাহলে ২৫ মার্চ বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করে জানিয়ে দেব। আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

গত বছরের ১৯ নভেম্বর শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়নে কমিটি গঠন করে মন্ত্রণালয়। সেই কমিটির সদস্য ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, ''প্রত্যেক ব্যক্তির বুদ্ধিবৃত্তিক অবদান পর্যালোচনা করে আমরা একটি তালিকা মন্ত্রণালয়ে দিয়েছি। এখন মন্ত্রণালয়ই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”

তিনি বলেন, ‘একাত্তরে গণহত্যার একটি অন্যতম বৈশিষ্ট্য বুদ্ধিজীবী হত্যা করে জাতিকে মেধাশূন্য করা। সুনিদৃষ্ট তালিকা তৈরি করে এসব হত্যাযজ্ঞ সংঘটিত করেছিল পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসররা। রাষ্ট্রীয়ভাবে শহীদ বুদ্ধিজীবীদের স্বীকৃতি দেওয়া হলে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়েও সেটি ভূমিকা রাখতে পারে।

তিনি আক্ষেপ করে বলেন, জাতি হিসেবে বুদ্ধিজীবীদের সম্মান জানাতে হবে,সে কাজটি করতে আমাদের ৫০ বছর সময় লেগে গেল।

কবে নাগাদ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হতে পারে, এমন প্রশ্নে শাহরিয়ার কবির বলেন, 'এক বছর সময় লাগতে পারে। কারণ জেলা-উপজেলা থেকে শহীদ বুদ্ধিজীবী হিসেবে যাদের নাম আসবে, গেজেটভুক্তির জন্য প্রস্তাব আসবে তা যাচাই-বাছাই করা হবে। এ জন্য জেলা-উপজেলায় চিঠি দিয়ে তথ্য চাওয়া হবে বলে সিদ্ধান্ত রয়েছে। আশা করছি শিগগিরই এ কার্যক্রম শুরু হবে।’

সূত্র জানায়, ১৯৭২ সালে প্রথম বিজয় দিবস উপলক্ষে স্মরণিকা প্রকাশ করে তথ্য মন্ত্রণালয়। সেই স্মরণিকায় নূরুল ইসলাম পাটোয়ারির একটি নিবন্ধে শহীদ বুদ্ধিজীবী হিসেবে প্রথম এক হাজার ৭০ জনের কথা উল্লেখ করেন। কিন্তু সেখানে নাম ছিল মাত্র ১০৯ জনের। তাদের বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, গণপরিষদ সদস্য ও শিল্পী-সাহিত্যিক।

এরপর ১৯৯১ থেকে ২০০০ সাল পর্যন্ত ১৫২ জনের নামে স্মারক ডাকটিকিট প্রকাশ করে ডাক বিভাগ। দুটি প্রকাশনা মিলিয়ে যার সংখ্যা দাঁড়ায় ২৬১ জন। এরমধ্যে তথ্য মন্ত্রণালয়ের তালিকায় উল্লিখিত ১০৯ জনের মধ্যে ৩৭ জনের নাম আবার ডাক বিভাগের তালিকায়ও এসেছে। সব মিলিয়ে দুটি তালিকা পর্যালোচনা করে প্রথম দফায় ২০৯ জনকে শহীদ বুদ্ধিজীবী হিসেবে স্বীকৃতি দিতে সুপারিশ করেছে কমিটি।

এরমধ্যে দু'জন নিম্নপদস্থ সরকারি কর্মচারী এবং একজন মেডিকেল কলেজ শিক্ষার্থীর বিষয়ে কমিটির ভিন্নমত রয়েছে। তাদের বিষয়ে আজ বুধবারের সভায় সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

স্বীকৃতির জন্য প্রস্তাবিত শহীদ বুদ্ধিজীবীরা হলেন : অবনী মোহন দত্ত, আ.ন.ম. গোলাম মোস্তফা, আতাউর রহমনা খান খাদিম, আনোয়ার পাশা, আবদুর রহমান, আবদুল আলীম চৌধুরী, আবদুল আহাদ, আবদুল ওয়াহাব তালুকদার, আবদুল জব্বার, আবদুল জব্বার, আবু সালেহ মোহাম্মদ এরশাদউল্লাহ, আবুল কালাম আজাদ, আবুল কাশেম মো. ফারুক, আবুল খায়ের, আবুল বাশার চৌধুরী, আবুল হাশেম মিয়া, আব্দুল কাদির, আমিনউদ্দিন, আমিনুল হক, আলতাফ মাহমুদ, আলতাফ হোসেন, আবু তারেক মোহাম্মদ আলমগীর, আশরাফ-উল ইসলাম ভূইয়া, এ এইচ নুরুল আলম, এ.এন.এম. মুনীরউজ্জামান, এ.ওয়াই. মাহফুজ আলী, এ.কে.এম. নুরুল হক, এ.কে.এম. লুৎফর রহমান, এ.কে.শামছউদ্দিন, এস. এ. মান্নান (লাডু ভাই), এস. এম. নুরুল হুদা, এস.এম. ফজলুল হক, কবির উদ্দিন আহমেদ, কসিরউদ্দিন তালুকদার, কাজী আলী ইমাম, খন্দকার আবু তালেব, খন্দকার আবুল কাশেম, খাজা নিজামউদ্দিন ভূঁইয়া, গিয়াসউদ্দিন আহমদ, গিয়াসউদ্দিন আহমদ, গোবিন্দচন্দ্র দেব, গোলাম মোস্তফা, গোলাম হোসেন, চিশতী শাহ্‌ হেলালুর রহমান, জহির রায়হান, জহিরুল ইসলাম, ডা. জিকরুল হক, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, তিমির কান্তি দেব, ধীরেন্দ্র নাথ দত্ত, ড. নাইমুল ইসলাম, নিজাম উদ্দিন আহমদ, নিত্যানন্দ পাল, নুরুল আবসার মো. জাহাঙ্গীর, নুতনচন্দ্র সিংহ, নুরুল আবসার, নুরুল আমিন খান, ফজলুর রহমান খান, ফজলুল হক চৌধুরী, ফয়জুর রহমান আহমেদ, ফেরদৌস দৌলা বাবলু, বাসের আলী, মশিউর রহমান, মহসিন আলী দেওয়ান, মহিউদ্দীন হায়দার, মামুন মাহমুদ, মিজানুর রহমান মিজু, মীর আবদুল কাইয়ুম, মুনীর চৌধুরী, মুহম্মদ আখতার, মুহাম্মদ শফী, মেহেরুন্নেসা, মো. আবদুল মুকতাদির, মো. আমিনউদ্দিন, মো. আফসার হোসেন, মো. আরজ আলী, মো. খোরশেদ আলী সরকার, মো. তসলিম উদ্দিন, মো. নজরুল ইসলাম, মো. মুসলিমউদ্দিন মিয়া, মো. মোয়াজ্জেম হোসেন, মোজাম্মেল হক চৌধুরী, মোজাম্মেল হায়দার চৌধুরী, মোয়াজ্জেম হোসেন, মোহাম্মদ ফজলে রাব্বী, মোহাম্মদ মোর্তজা, মোহাম্মদ শফিকুল আনোয়ার, মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ শামসুজ্জামান, মোহাম্মদ সলিমউল্লাহ, মোহাম্মদ সাদেক, যোগেশচন্দ্র ঘোষ, রণদা প্রসাদ সাহা, রফিকুল ইসলাম, রফিকুল হায়দার চৌধুরী, রামরঞ্জন ভট্টাচার্য, এসএম রাশীদুল হাসান, মেজর রেজাউর রহমান, লুৎফুন নাহার হেলেন, শহীদ সাবের, শহীদুল্লাহ কায়সার, শামসুদ্দীন আহমেদ, শামসুল হক খান, শাহ আবদুল মজিদ, শিবেন্দ্রনাথ মুখার্জ্যী, শিরু মিয়া, শেখ আবদুস সালাম, শেখ মোহাম্মদ রুস্তম আলী, শেখ হাবিবুর রহমান, শ্যামল কান্তি বালা, সন্তোষ চন্দ্র ভট্টাচার্য, সাইফ মিজানুর রহমান, ডা. মো. সাদদ আলী, সায়ীদুল হাসান, সিদ্দিক আহমদ, সিরাজুদ্দীন হোসেন, ড. সিরাজুল হক খান, সুখরঞ্জন সমাদ্দার, সুলতান উদ্দীন আহমদ, সুলেমান খান, সেকান্দার হায়াত চৌধুরী, সেলিনা পারভিন, সৈয়দ নাজমুল হক, হাবিবুর রহমান, হরিনাথ দে, হাসিময় হাজরা, হুমায়ুন কবীর, ড. ন আ ম ফজলুল মহী, এ এফ এম জিয়াউর রহমান, এ.কে.এম সামসুদ্দিন, আনোয়ারুল আলিম, ডা. আলহারুন হক, অনুষৈপায়ন ভট্ট্যাচায, শরাফত আলী, এম. এ সহিয়ীল, মোহাম্মদ আমির, এ.কে.এম. সামসুল হক খান, আলী করীম, এ.বি.এম আব্দুর রহিম, মোহাম্মদ নুর হোসেন, মাইমুন হোসেন আকন, নজমুল হক সরকার, মোজাম্মেল আলী, সৈয়দ আকবর হোসেন, মওলানা জসিমউদ্দিন আহমেদ, আব্দুল কাদের মিয়া, মোহাম্মদ ফজলুর রহমান, এ.এ.এম মোজাম্মেল হক, লতাফাত হোসেন জোয়ারদার, এমএ গফুর, ধীরেন্দ্র নাথ সরকার, ভিক্ষু জিনানন্দ, আব্দুল জব্বার, ড. শামশাদ আলী, ড. শাহাদত আলী, আনন্দ পয়ান ভট্টাচার্য, আমজাদ হোসেন, আবদুল হক, সৈয়দ আনোয়ার আলী, একে সরদার, নজমুল হক, শিবসাদন চক্রবর্তী, সেলিনা আখতার, সামসুদ্দীন আহমদ, সোলায়মান খান, কায়সার উদ্দীন, মনসুর আলী, মনসুর আলী, গোলাম মর্তূজা, হাফেজ উদ্দীন খান, জাহাঙ্গীর, আবদুল জব্বার, এস কে লাল, হেমচন্দ্র বসাক (বলাই), কাজী ওবায়দুল হক, আয়েশা বেদোরা চৌধুরী, আলহাজ্ব মমতাজ উদ্দীন, নরেন ঘোষ, সামসুল হক, এস রহমান, এসকে সেন, মফিজ উদ্দীন, অমুল্য চন্দ্র চক্রবর্তী, আতিকুর রহমান, গোলাম সরওয়ার, আর সি দাশ, মিহির কুমার সেন, সালেহ আহমদ, অনীল কুমার সিংহ, সুশীল চন্দ্র শর্মা, মকবুল আহমদ, এনামুল হক, মনসুর (কানু), আশরাফ আলী তালুকদার, লে.ক. জাহাঙ্গীর, বদিউল আলম চৌধুরী (ক্যাপ্টেন), লে.ক. হাই, মেজর নাজমুল ইসলাম, এ.কে.এম. আসাদুল হক, নাজিম উদ্দীন, লে. নুরুল ইসলাম, কাজল ভদ্র, মনসুর উদ্দীন, পুর্ণেন্দু দস্তিদার, ইন্দু সাহা, মাহবুব আহমদ, খুরশীদ আলম, মহসিন আলী ও মুজিবুল হক।

একাত্তরের পর থেকে প্রতি বছরই শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে মানুষ। দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ ১৪ ডিসেম্বরকে শহীদ বুদ্ধিজীবী দিবস ঘোষণা করেছিলেন। কারণ মুক্তিযুদ্ধের ৯ মাস ধরে বুদ্ধিজীবীদের হত্যা করলেও আত্মসমর্পণের আগে বিশেষ করে এদিন রাতে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগী বাহিনী পরিকল্পিতভাবে একযোগে বুদ্ধিজীবীদের বাসস্থানে হানা দিয়ে তাদের তুলে নিয়ে গিয়ে হত্যা করে।

স্বাধীনতার ৫০ বছরে এসে সেই শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা রাষ্ট্রীয়ভাবে প্রণয়নের উদ্যোগ নেয় সরকার। এ লক্ষ্যে গত বছরের ১৯ নভেম্বর ১১ সদস্যের কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। গবেষক, বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে এই যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়।

পরে ১৩ ডিসেম্বর প্রথম বৈঠক করে কমিটি। সভায় প্রথম দফায় এক হাজার ২২২ জনকে শহীদ বুদ্ধিজীবী হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পরে তালিকার কিছু নাম নিয়ে প্রশ্ন ওঠায় প্রতিটি নাম ধরে তার অবদান পর্যালোচনার সিদ্ধান্ত নেয় কমিটি। এরই ধারাবাহিকতায় এবার প্রথয় দফায় স্বীকৃতির জন্য ২০৯ জনের নাম সুপারিশ করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ পৌরসভার বৈ...

কেশবপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

আব্দুর রাজ্জাক সরদার, কেশবপুর প্রতিনিধ:

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার :...

জাহাজ উদ্ধারে সরকার অনেক দূর এগিয়েছে

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ মন্তব্য ক...

আইসিসির এলিট প্যানেলে সৈকত

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এল...

সেতু থেকে বাসে পড়ে, নিহত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকা...

দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

জেলা প্রতিনিধি: সাভারে শহিদুল ইসল...

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪০

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্...

চোর সন্দেহে গণপিটুনি, নিহত ২

জেলা প্রতিনিধি: গাজীপুরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে ২ জন নিহ...

সাত‌ক্ষিরায় বজ্রাপা‌তে শ্রমিক নিহত    

ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা