সারাদেশ

সিরাজগঞ্জে শীত ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত

রেজাউল করিম, সিরাজগঞ্জ : সারা দেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর শৈত্যপ্রবাহের কারণে বিপর্যস্ত হয়ে পড়ছে মানুষ। প্রয়োজন ছাড়া লোকজন বাড়ির বাইরে বের হচ্ছে না।

প্রচণ্ড শীতে ঠান্ডাজনিত রোগ শুরু হয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্ক মানুষ ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ায় ইতোমধ্যে এ ধরনের রোগী ভর্তি শুরু হয়ে গেছে অনেক হাসপাতালে।

বেশকিছু দিন ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। সেখানে শীতের প্রকোপ অসহনীয় হয়ে উঠছে। গরম কাপড়ের দোকানে ভিড় বেড়েছে। গ্রামের মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।

সকাল থেকেই ঘন কুয়াশার কারণে সূর্যের তেমন দেখা মেলেনি। কনকনে ঠান্ডায় বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। গ্রামের লোকজনের চলাচল অনেক কমে গেছে।

সপ্তাহখানেক ধরেই এখানকার মানুষ শীত অনুভব করছে। তবে শুক্রবার থেকে হঠাৎ শীতের তীব্রতা বেড়ে গেছে। এই এলাকার বেশির ভাগ মানুষ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর। অনেক পরিবার দরিদ্র হওয়ায় শীত নিবারণের জন্য গরম কাপড় পর্যন্ত কিনতে পারছে না। সরকারিভাবেও কোনো শীতবস্ত্র দেওয়া হচ্ছে না। তাদের শীতবস্ত্র খুবই প্রয়োজন।

বেলকুচি চরের বাসিন্দা মো. মুকুল শেখ বলেন এই হাড়কাঁপানো শীতে সবাই কষ্টে আছি অনেকেই খড় জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এখন বোরো মৌসুম শীত বেড়ে যাওয়ায় বীজতলা প্রস্তুত ও জমি চাষাবাদ করতে বেগ পেতে হচ্ছে কৃষকদের।
ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতু হতে হাটিকুমরুল হয়ে উত্তরবঙ্গ অভিমুখে যানবাহন চলছে ধীরগ‌তিতে।

উপজেলা কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ জানান, কিছু এলাকায় বোরো ধানের বীজতলা তৈরির কাজ চলছে তবে এই শীতে কোনো ক্ষতি হবে না।

শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় ঠান্ডাজনিত রোগ বাড়ছে।

বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. সাখাওয়াত বলেন, হঠাৎ ঠান্ডায় বেশি কাতর হওয়ার আশঙ্কা শিশু ও বয়স্ক মানুষের। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে কয়েকজন বয়স্ক মানুষ হাসপাতালে এসেছেন। এ ছাড়া ডায়রিয়ায় আক্রান্ত কয়েকটি শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান জানান, শীতার্ত দরিদ্র মানুষের জন্য ইতোমধ্যে বেশ কয়েকটি গ্রামে কম্বল বিতরণ করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে কম্বল দেওয়া প্রক্রিয়া করা হচ্ছে। আরও নতুন কম্বলের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চাহিদা পাঠানো হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজ বিশ্ব বই ও কপিরাইট দিবস

সান নিউজ ডেস্ক: আজ ২৩ এপ্রিল, বিশ...

কাতারের সঙ্গে ১০ চুক্তি-সমঝোতা সই 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও কাতা...

খাগড়াছড়িতে গৃহকর্মীকে জিম্মির অভিযোগ 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

রানা প্লাজা ট্র্যাজেডি দিবস

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স...

চরাঞ্চলে তরমুজের বাম্পার ফলন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার চ...

কার্বণ মিল ও সীসা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন

কামরুল সিকদার, বোয়ালমারী প্রতিনিধি:

কক্সবাজারে দুই জেলের লাশ উদ্ধার 

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার চ...

আড়িয়ল ইউপিতে উপ-নির্বাচন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

খাগড়াছড়িতে গৃহকর্মীকে জিম্মির অভিযোগ 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা