স্বাস্থ্য

পাঁচ হাসপাতালে নতুন পরিচালক 

নিজস্ব প্রতিবেদক: দেশের পাঁচটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। মেডিকেল কলেজগুলো হলো- কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল, গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এছাড়াও খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে নতুন পরিচালক এবং ইনস্টিটিউট অব হেলথ টেকনােলজিতে (আইএইচটি) নতুন অধ্যক্ষ দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপিরিয়র সিলেকশন বাের্ডের সুপারিশ করা এসব কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৩য় গ্রেড টাকা ৫৬,৫০০-৭৪,৪০০/- বেতনক্রমে পরিচালক/সমমান পদে পদোন্নতি প্রদানপূর্বক তাদের নামের পাশে বর্ণিত পদে পদায়ন করা হলো।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. বিধান চন্দ্র ঘােষ। তিনি এর আগে ৫০০ শয্যাবিশিষ্ট খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মাে. হাবিবুর রহমান। তিনি এর আগে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পাবলিক হেলথ ল্যাবরেটরির (পিএইচএল) প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. কাজী শামীম হােসেন। এর আগে তিনি স্বাস্থ্য অধিদফতরে ওএসডি ছিলেন, পাশাপাশি ঝিনাইদহ ইনস্টিটিউট অব হেলথ টেকনােলজিতে (আইএইচটি) অধ্যক্ষ হিসেবে সংযুক্ত ছিলেন। শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের পূর্ণ দায়িত্ব পেয়েছেন ডা. মো. হাফিজ উদ্দীন। তিনি এর আগে এই প্রতিষ্ঠানেই চলিত দায়িত্বে পরিচালক ছিলেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে পূর্ণ দায়িত্ব পেয়েছেন ডা. মাে. রবিউল হাসান। তিনি এর আগে এই প্রতিষ্ঠানেই চলিত দায়িত্বে পরিচালক ছিলেন।

এছাড়াও খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পূর্ণ পরিচালকের দায়িত্ব পেয়েছেন ডা. মাে. আব্দুস শাকুর । তিনি এর আগে এই প্রতিষ্ঠানেই চলিত দায়িত্বে পরিচালক ছিলেন। আর ইনস্টিটিউট অব হেলথ টেকনােলজিতে (আইএইচটি) নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. উম্মে আজিজ নাসিমা খন্দকার। তিনি এর আগে স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক (ওএসডি) ও আইএইচটিতে সংযুক্ত ছিলেন।

নতুন পরিচালক পদে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা তাদের যােগদানপত্র email: [email protected]এ পাঠাবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ছুটির দিনে মুখর সোহরাওয়ার্দী

নুসরাত জাহান ঐশী: আজ সপ্তাহিক ছুটির দিনে রাজধানীর প্রাণকেন্দ...

বিটরুটের উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক : বিটরুট হচ্ছে এ...

ভারত ছাড়লেন সালমান খান

বিনোদন ডেস্ক : বলিউডের ভাইজান খ্যাত সুপারস্টার সালমান খান। স...

শিব নারায়ণ দাস আর বেঁচে নেই

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জাতী...

ধানের দাম নির্ধারণ করা হবে

নিজস্ব প্রতিবেদক : সরকারিভাবে মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ...

শওকত আলী’র জন্ম

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অত...

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সান নিউজ ডেস্ক: প্রতি সপ্তাহের এক...

কৃষক লীগকে গ্রামে নিয়ে যাওয়া ভালো

নিজস্ব প্রতিবেদক : কৃষক লীগকে শহরের মধ্যে আটকে না রেখে গ্রাম...

শেখ হাসিনার মতো নেতৃত্ব বিশ্বে বিরল

নিজস্ব প্রতিবেদক : মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা