খেলা

শূন্য হাত নাকি স্বপ্ন সত্যি হবে মেসির

স্পোর্টস ডেস্ক: প্রায়ই এই শোনা যায় যে লিওনেল মেসি ‘ভিন্নগ্রহের’ খেলোয়াড়। আর্জেন্টাইন তারকার জনপ্রিয়তা আকাশচুম্বী। এর সবটুকুই অর্জন কি বার্সেলোনাকে ঘিরে? আপাত দৃষ্টিতে দেখলে বিষয়টা তেমনই। বার্সেলোনার হয়ে মেসির এখন পর্যন্ত ৩৪টি ট্রফি। কিন্তু আর্জেন্টিনার হয়ে কোনও সাফল্য নেই!

এ নিয়ে নিন্দুকদের কম কথা শুনতে হয় না তাকে। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে আবারও সুযোগ এসেছে নিজেকে নতুন করে প্রমাণের। দেশের জন্য কিছু একটা করার।

বাংলাদেশ সময় রবিবার ভোর ৬টায় কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে জিততে পারলেই অধরা ট্রফির ছোঁয়া পাবেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী।

কিন্তু পথ যে বেশ কঠিন। বার্সেলোনার জার্সিতে অনেক কঠিন পথ পাড়ি দেওয়ার উদাহরণ আছে ঠিকই, কিন্তু আর্জেন্টিনার জার্সিকে ফাইনাল হারের ক্ষতই কেবল সঙ্গী তার।

বার্সেলোনায় দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে টানা চারবারসহ মোট ছয়বার ব্যালন ডি'অর জয়ের কৃতিত্ব তার। পাশাপাশি সর্বোচ্চ ছয়বার ইউরোপীয় গোল্ডেন শু জিতেছেন।

এছাড়া লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, কোপা দেল রেসহ অনেক কিছু জয়ের স্বাদ নিয়েছেন। কিন্তু দেশের জার্সি গায়ে কোনও ট্রফি না জেতার আক্ষেপ রয়েই গেছে। এইতো কিছুদিন আগে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ১৫০ ম্যাচ খেলার নতুন রেকর্ড গড়েছেন। গোলও কম করেননি, ৭৬টি। এতকিছুর পরও অধরা ট্রফির কাছে গিয়ে ছোঁয়া হচ্ছে না!

একদমই যে সুযোগ পাননি তা কিন্তু নয়। এবারের কোপার আগে আলোকিত ক্যারিয়ারে বৈশ্বিক প্রতিযোগিতায় চারবার ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে। কিন্তু সবক’টিই তিক্ততায় ভরা। নেই কোনও আনন্দ-উচ্ছ্বাস।

২০১৪ সালে বিশ্বকাপে ব্রাজিলের মাঠে প্রথম ট্রফি ছোঁয়া দূরত্বে থেকে শূন্য হাতে বিদায় নিতে হয়েছিল। জার্মানির কাছে ১-০ গোলে হেরে মেসিরা পারেননি কোটি সমর্থকের মুখে হাসি ফোটাতে।

কোপা আমেরিকায় তিনবার ফাইনালে যাওয়ার অভিজ্ঞতা আছে মেসির। ২০০৭ সালে ভেনেজুয়েলার মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে ৩-০ গোলে হারে সেই স্বপ্নে বড় ধাক্কা খেতে হয়। ২০১৫ ও ২০১৬ সালে টানা দুটি কোপায় ফাইনালে উঠে আবারও সমর্থকদের চরম হতাশ করেন। দুইবারই চিলির কাছে হেরে স্বপ্নভঙ্গ।

ক্যারিয়ারের শেষ সময়ে এসে আরও একটি কোপার ফাইনালে পা রেখেছেন মেসি। আগামী কোপায় আর পাওয়া হবে কিনা সেই সংশয় আছে যথেষ্ট। কেননা বয়স যে বড় বাধা। তাই রবিবার মারাকানায় স্বাগতিকদের হারিয়ে ট্রফি জিততে পারলে তা হবে বড় স্বপ্নপূরণ। এবার কি ফুটবলদেবতা মেসির দিকে তাকাবেন?

এবার মেসির ফর্ম নতুন কিছুর জানান দিচ্ছে। এখন পর্যন্ত চারটি গোল করে গোল্ডেন বুট জেতার লড়াইয়ে আছেন। এছাড়া অ্যাসিস্টও কম নয়। পাঁচটি গোলের পেছনে সরাসরি ভূমিকা। সব ম্যাচেই দাপিয়ে বেড়াচ্ছেন। তাই সমর্থকরা খুব করে চাইছেন এবার অন্তত মেসির হাতে ট্রফি ধরা দিক। ক্যারিয়ারে নতুন পালক যুক্ত হোক।

মেসি পারবেন তো? সেটা সময়েই বলবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে গৃহকর্মীকে জিম্মির অভিযোগ 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

আড়িয়ল ইউপিতে উপ-নির্বাচন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

রানা প্লাজা ট্র্যাজেডি দিবস

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স...

কার্বণ মিল ও সীসা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন

কামরুল সিকদার, বোয়ালমারী প্রতিনিধি:

কার্বণ মিল ও সীসা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন

কামরুল সিকদার, বোয়ালমারী প্রতিনিধি:

কক্সবাজারে দুই জেলের লাশ উদ্ধার 

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার চ...

আড়িয়ল ইউপিতে উপ-নির্বাচন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

খাগড়াছড়িতে গৃহকর্মীকে জিম্মির অভিযোগ 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা