খেলা

রোনালদোর জোড়া গোলে জয় ফেলো জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক : জোড়া গোল করলেন দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, পেয়েছিলেন হ্যাটট্রিকের সুবর্ণ সুযোগ। তা হয়নি, তৃতীয় গোলটি করেছেন ওয়েস্টন ম্যাককেনি। এ দুজনের করা তিন গোলে ক্রোতোনকে হারিয়ে দুই ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে জুভেন্টাস।

ভালো খেলতে খেলতে হঠাৎ খেই হারিয়ে ফেলা- এভাবেই চলছে ইতালির চ্যাম্পিয়ন ক্লাব জুভেন্টাসের চলতি মৌসুম। দারুণ ফর্মে থাকা অবস্থায়ই হুট করে ১-২ ম্যাচ হেরে যাচ্ছে তারা। যে কারণে সিরি ‘আ’ কিংবা উয়েফা চ্যাম্পিয়নস লিগে পড়তে হচ্ছে কঠিন চাপে।

ঠিক যেমনটা হয়েছিল সবশেষ দুই ম্যাচে। ঘরোয়া লিগে নাপোলির মাঠে ০-১ গোলে হারের পর পোর্তোর মাঠে গিয়ে ১-২ ব্যবধানে হেরেছিল আন্দ্রে পিরলোর শিষ্যরা। এবার ঘরের মাঠে খেলতে নেমে ক্রোতোনের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয়ই পেয়েছে তারা।

সোমবার রাতে জুভেন্টাস স্টেডিয়ামে হওয়া ম্যাচের পুরোটা সময়ই দাপট ছিল জুভেন্টাসের। একের পর এক আক্রমণে তারা ব্যতিব্যস্ত রাখে ক্রোতোনের রক্ষণভাগকে। ম্যাচের বয়স ত্রিশ মিনিট হওয়ার আগেই অন্তত জোড়া গোল পেতে পারত জুভেন্টাস। ফিনিশিংয়ের ব্যর্থতায় তা হয়নি।

আর তাই প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের ৩৮ মিনিট পর্যন্ত। অ্যালেক্স সান্দ্রোর ক্রসে বল পেয়ে ডি-বক্সের খুব কাছ থেকে লক্ষ্যভেদ করেন রোনালদো। এর ঠিক আগের মিনিটে অ্যারন রামজির হেড ফিরে আসে ক্রসবারে লেগে। আর মিনিট দশেক আগে প্রায় ফাঁকা বারে গোল করতে ব্যর্থ হন রোনালদো নিজেই।

অবশ্য বিরতিতে যাওয়ার আগে রোনালদোই ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধের অতিরিক্ত যোগ করা সময়ের প্রথম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শট নেন রোনালদো, ঠেকিয়ে দেন রোনালদো। ফিরতি বল পেয়ে ক্রস এগিয়ে দেন রামজি, হেডে গোল করতে ভুল করেননি রোনালদো।

এ নিয়ে চলতি লিগে রোনালদোর গোলসংখ্যা দাঁড়াল ১৮। ইন্টার মিলানের রোমেলু লুকাকুকে (১৭) ছাড়িয়ে এখন রোনালদোই চলতি সিরি ‘আ’র সর্বোচ্চ গোলদাতা। পরের মিনিটেই হ্যাটট্রিক পূরণ করতে পারতেন রোনালদো। কিন্তু আবার সহজ সুযোগ হাতছাড়া করায় তখন আর হয়নি; হয়নি ম্যাচের বাকি সময়েও।

দ্বিতীয়ার্ধে স্কোরশিটে নাম তুলতে পেরেছেন শুধুমাত্র ওয়েস্টন ম্যাককেনি। ম্যাচের ৬৬ মিনিটের মাথায় মাথিয়াস ডি লিটের হেড প্রতিপক্ষের একজনের গায়ে লেগে পেয়ে যান যুক্তরাষ্ট্রের এই মিডফিল্ডার। কাছ থেকে নেয়া শটে চলতি লিগে নিজের চতুর্থ গোলটি করেন তিনি। জুভেন্টাস পায় ৩-০ গোলের জয়।

এ জয়ের পর পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে জুভেন্টাস। ২২ ম্যাচে ১৩ জয় ও ছয় ড্রয়ে জুভেন্টাসের পয়েন্ট ৪৫। এক ম্যাচ বেশি খেলে ৪৯ পয়েন্ট নিয়ে এসি মিলান দুইয়ে, সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে ইন্টার মিলানের অবস্থান শীর্ষে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ছুটির দিনে মুখর সোহরাওয়ার্দী

নুসরাত জাহান ঐশী: আজ সপ্তাহিক ছুটির দিনে রাজধানীর প্রাণকেন্দ...

ভারত ছাড়লেন সালমান খান

বিনোদন ডেস্ক : বলিউডের ভাইজান খ্যাত সুপারস্টার সালমান খান। স...

বিটরুটের উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক : বিটরুট হচ্ছে এ...

শ্রমিকদের নিরাপত্তায় শিল্প পুলিশ বদ্ধপরিকর

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ঈদ...

ট্রেনের ধাক্কায় নিহত ১

জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার প...

জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে তীব্র গরমের কারণে জাতীয় বিশ্ববিদ...

হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় তীব্র দাবদাহে...

ট্রেনের ধাক্কায় রেল কর্মচারী নিহত

জেলা প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনের ধাক্কায় আব্দ...

সাপের কামড়ে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে সাপের কামড়ে আযম আলী (৪...

রোহিতকে নিয়ে ভুয়া নিউজ হচ্ছে

স্পোর্টস ডেস্ক : চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা