খেলা

রোজা রেখেই জেতালেন তিনি!

স্পোর্টস ডেস্ক: আজ (সোমবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ছিল মাত্র একটি ম্যাচ। এক ম্যাচ থাকলেও সেই ম্যাচের গুরুত্ব ও উত্তেজনা ছিল অনেক বেশি। উত্তর বারিধারা ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার যে দল জিতবে তারা লিগের অবনমন এড়ানোর ক্ষেত্রে এগিয়ে থাকবে।

এমন অস্তিত্ব সংকটের ম্যাচে উত্তর বারিধারা ৩-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে। তিন গোলের দুইটি মিশরীয় ফরোয়ার্ড মোস্তফা কারবার আরেকটি সুজন বিশ্বাসের।

মিশরীয় ফুটবলার মোস্তফা গরমের মধ্যে রোজা রেখে খেলেছেন। আগের ম্যাচগুলোতেও রোজা ছিলেন তিনি। আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হওয়ায় বারিধারার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোস্তফাকে রোজা না রাখার অনুরোধ জানিয়েছিলেন।

সাধারণ সম্পাদকের অনুরোধ উপেক্ষা করে রোজা নিয়েই খেলেন মোস্তফা এবং দুই গোল করে দলের জয়ে ভূমিকা রাখেন।

ম্যাচ জয়ের পর বারিধারার সাধারণ সম্পাদক বলেন,‘ আজকের ম্যাচের জয় অত্যন্ত প্রয়োজন ছিল। এজন্য ওকে অনুরোধ করেছিলাম অন্তত আজ রোজা না রাখতে। ও বলেছিল সমস্যা নেই। শেষ পর্যন্ত ওর দুই গোল জয়ে ভূমিকা রেখেছে।’

১৪ মিনিটে মোস্তফার গোলেই বারিধারা লিড নেয়। ১-০ গোলের এগিয়ে দুই দল প্রথমার্ধে ড্রেসিংরুমে যায়। ৬৩ মিনিটে দ্বিতীয় গোল করে মাঠে শুয়ে পড়েন মোস্তফা। রোজা রাখায় পানিশূন্যতায় ক্লান্তি ভর করে এই ফুটবলারের। কোচ তাকে উঠিয়ে নেন। মোস্তফার উঠার পর বারিধারার আক্রমণ কমে যায়। এরপরেও ৭৮ মিনিটে সুজন বিশ্বাসের গোলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বারিধারা।

এই হারের ফলে ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়ন রেলিগেশনের শঙ্কায় পড়ে গেল। ১৬ ম্যাচে মাত্র পাঁচ পয়েন্ট। তাদের উপরে থাকা মুক্তিযোদ্ধার পয়েন্ট ১০।

আগে নয় পয়েন্ট থাকা বারিধারা এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধাকে টপকে টেবিলের দশম স্থানে উঠেছে। আরামবাগ দুই পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে। চলমান লিগে রেলিগেশন দুইটি।

সাননিউজ/এএমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আড়িয়ল ইউপিতে উপ-নির্বাচন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

রানা প্লাজা ট্র্যাজেডি দিবস

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স...

খাগড়াছড়িতে গৃহকর্মীকে জিম্মির অভিযোগ 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

কার্বণ মিল ও সীসা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন

কামরুল সিকদার, বোয়ালমারী প্রতিনিধি:

শিক্ষাপ্রতিষ্ঠানে বাড়ছে না ছুটি

নিজস্ব প্রতিবেদক : আবহাওয়া অধিদপ্...

আবারও কমলো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক : চলতি মাসে তিন...

রংপুরে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

রংপুর প্রতিনিধি : সারাদেশের মতো র...

ভোলায় স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ কর্মশালা 

ভোলা প্রতিনিধি: ভোলায় ইউনিয়ন স্বা...

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা