নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) আসন্ন নির্বাচনে বর্তমান সভাপতি রুবানা হকদের ফোরামে ভাঙনের সুর বাজছে। ইতিমধ্যে ফোরাম থেকে অন্তত ৭ জন নেতা বের হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে ফোরামের প্যানেল লিডার এবিএম সামসুদ্দিনের দাবি, ফোরামে কোনো ভাঙন লাগেনি।
জানা গেছে, বিজিএমইএর চলতি বছরের নির্বাচন আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে প্রচারণা শুরু হয়ে গেছে। এতে প্রতিদ্বন্দ্বিতা করবে তিনটি প্যানেল। প্যানেল তিনটি হলো- ফোরাম, সম্মিলিত পরিষদ এবং স্বাধীনতা পরিষদ।
ফোরাম সূত্রে জানা গেছে, বর্তমান সভাপতি রুবানা হকের প্রতি অসন্তোষ থেকেই ফোরামে ভাঙন দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, এখন পর্যন্ত ফোরাম ছেড়ে যে ৭ জন বের হয়েছেন তারা সম্মিলিত পরিষদে যোগ দেবেন। তবে কারা ফোরাম ছাড়ছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে ফোরামের একজন নেতা বলেন, কয়জন ফোরাম ছেড়েছেন তা নিশ্চিত নয়। তবে বিজিএমইএ'র বর্তমান পরিচালক অ্যাডাম অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদুল হক মুকুল ইতিমধ্যে ফোরাম ছেড়েছেন।
ফোরাম ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন মো. শহীদুল হক মুকুল। তিনি বলেন, যে উদ্দেশ্য নিয়ে ফোরাম গঠিত হয়েছিলো তা আর বাস্তবায়িত হচ্ছে না। অনেকাংশে তা ব্যক্তি স্বার্থে ব্যবহারে হচ্ছে। তবে কোনো বিরোধ থেকে তিনি ফোরাম ছাড়েননি বলেও নিশ্চিত করেছেন।
ফোরাম সূত্রে জানা গেছে, আরও অনেকেই ফোরাম ছাড়ার কথা ভাবছেন।
সাননিউজ/আরএম/এম
Newsletter
Subscribe to our newsletter and stay updated.