স্বপন দেব, মৌলভীবাজার : পৌষ সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজারের সাতটি উপজেলার বিভিন্ন হাট বাজারে বসেছে মাছের মেলা । মাছের মেলাকে ঘিরে সনাতন সম্প্রদায়ের ভিন্ন ভিন্ন শ্রেণী পেশার লোকজন সাধ্যমতো বড় মাছটি কিনতে ব্যস্ত। তেমনি অন্যান্য সম্প্রদায়ের ধনাঢ্য ও শৌখিন মানুষরাও বাজারের বড় মাছটি কিনতে ভিড় জমিয়েছেন।
যুগ যুগ ধরে চলে আসা এই ঐতিহ্যধারণ করে এবছর বুধবার (১৩ জানুয়ারি) প্রায় সকাল থেকে জেলার মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, বড়লেখা, কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও জুড়ী উপজেলার স্থায়ী ও অস্থায়ী বাজারগুলোতে বসেছে মাছের মেলা ।
জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সদরের পশ্চিমবাজার, পৌর মার্কেটে মাছ বিক্রেতারা বিভিন্ন হাওর ও নদীর মাছ নিয়ে পসরা বসিয়েছেন। শহর ও শহরতলীর হাটবাজারে বিকেল থেকে বড় বড় মাছের মেলা বসেছে। বাজারগুলোর পাশেই বসেছে নানা রকমের ফল ও তিলোয়া-বাতাশা। মাছের মেলায় নিয়ে আসা নানান জাতের বড় বড় মাছ দেখতে ও পছন্দমত মাছ কিনতে মাছ বাজারে ছিল প্রচন্ড ভিড়।
মাছ বিক্রেতারা তাদের থালায় সাজিয়েছেন বড় আকারের রুই, চিতল, কাতল, মৃগেল, কালো বাউশ, বাউশ, গ্রাস কার্প, বোয়াল, পাবদা, শোল, গজার, তেলাপিয়া, আইড়, বাঘ মাছ, কমন কার্প (কার্পু)সহ নানা জাতের মাছ। বাজারে সর্বোচ্চ ২০-৪০ কেজি ওজনের রুই, বোয়াল, চিতল, কার্প, আইড় ও বাঘ মাছ উঠতে দেখা গেছে। বড় এক একটি মাছের দাম চাওয়া হয় ২৫ থেকে ৫০ হাজার টাকা।
তবে বিক্রেতারা জানান করোনা সংক্রমণের কারণে এবার বৃহত্তর সিলেটের মৌলভীবাজারের শেরপুর বড় মাছের মেলা বসছে না। তাই এবার স্থানীয় বাজারগুলোতে ক্রেতা বিক্রেতাদের বেশী ভিড় দেখা যাচ্ছে।
সান নিউজ/এসকেডি/এনকে
Copyright © Sunnews24x7Newsletter
Subscribe to our newsletter and stay updated.